![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
জিব্রাইল আ এর পরীক্ষা
*********************
জিব্রাইল আ আল্লাহর প্রধান স্বর্গীয় দুত । তার দেহে সারে ৬ হাজার নুরের পাখা । একটি পাখা বিস্তার করলে ১ম আকাশ থেকে ২য় আকাশ পর্যন্ত গিয়ে টেকবে ।
আল্লাহর দুত বেহেস্ত দেখতে চাইলে আল্লাহ তাকে অনুমতি দেয়
। দুত সমস্ত রহমতের পাখা বিস্তার করে বেহেস্ত বিচরন করতে
লাগলেন কিন্তু জিব্রাইল আ বেহেস্তের শেষ দেখতে পেলেন না
বহু বছর বেহেস্ত এর শেষ দেখতে না পেয়ে আল্লাহর দরবারে ফিরে জানালেন হে আমার মাবুদ রহমতের এ সব বেহেস্ত কাদের
জন্য ।
আল্লাহ বলেন হে দুত আমার প্রিয় হাবিব ও মাহবুব দুস্ত হযরত
মোহাম্মদ সা এবং তার শ্রেষ্ঠ উম্মতেরা এ সব বেহেস্তে থাকবে ।
ইয়া মাবুদ এমন একজন শ্রেষ্ঠ উম্মতের দেখা চাই ।
যাও মদিনায় মসজিদুল নববিতে । জিব্রাইল আ মানব বেশে মদিনায় এসে
দেখলেন একজন সুন্দর মধ্যবয়সি লোক বসে আছে
ছালাম দিলেন তাৎক্ষণিক লোকটি ছালামের উত্তর দিল এবং জিজ্ঞাসিল হে আগুন্তুক মুসাফির কাকে চাই , হুজুর আপনার নিকট এলাম বলেন তো এই মুহূর্তে জিব্রাইল আ কোথায় ।
মদিনার লোকটি ধ্যনে রত হলেন এবং ধ্যন ভঙ্গ করে বললেন
হে আগন্তুম ত্রিভুবন জুড়ে কোথাও আমি জিব্রাইল আ কে দেখতে পাইনি , হয় আমি আবুবকর নয়ত আপনি দুজন থেকে
একজন জিব্রাইল বললেন সত্য আমিই আল্লাহর প্রধান দুত , জিব্রাইল আ আবারও ছালাম দিয়ে বিদায় হল ।
আবুবকর রা ছিলেন দয়াল; নবীজীর বাল্য বন্ধু , প্রধান সাহাবি
এবং নবীজীর ১ম ইসলাম জাহানের খলিফা , সুবক্তা ও কবি ।
আমরা রাছুল সা এবং সাহাবা কেরাম দের জীবনাদর্শ অনুসরন
করব ।
সত্য চেনা মুমিনের জন্য আল্লাহর দিদার
কবিতা
এম , জি , আর , মাসউদ মিয়া শাহি
কবি ও দার্শনিক
সত্য সাধক একজন মিললে চরন বন্ধি হইও তার
মুর্শিদ ছাড়া খোদা পাবে সাধ্য বা রয় কার
মুর্শিদ আমার দয়ার ভাণ্ডার
জগতে নাম হয় প্রচার
বাতিনি তার প্রেমের কারবার
নুরে নুরে চেহারায়ে আনোয়ার ঐ
মুর্শিদ আমার হয় বড়পীর
পিরানে পীর ও দস্তগির
রুহের রূহানী জিন্দা শীর
আউলিয়া শিরমনি প্রচার ঐ
মুর্শিদ আমার শাহ জালাল
ইসলামের ও ধরিল হাল
ভারত বাংলায় ওরে নিশান
কত কেরামতি প্রকাশ তার ঐ
মুর্শিদ আমার নায়েবে রাছুল
দিলে ফুটে ঈমানের ফুল
পার হইতে দুজাহা কুল
ভক্ত সাজ আগে তার ঐ
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০১
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য আত্তাধিক তথ্য
সাধু তাই রাখে যত্ন
চিনতে হবে মুর্শিদ লাভে
তিনি ঈমানি জগত রত্ন
ধন্যবাদ
শুভকামনা
২| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১
ত্রিভুবন বলেছেন: সুবহানাল্লাহ।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: পড়ার জন্য
ধন্যবাদ
৩| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৩
ত্রিভুবন বলেছেন: তবে ভাইয়া ঘটনাটার রেফারেন্স আছে কি?
কারণ একটি ঘটনার সাথে এর মিল রয়েছে। আল্লাহ সুবহানাতা'আলা জ্বিব্রাঈল (আঃ) কে দুনিয়ার একটি সম্প্রদায়ের কাছে পাঠান তাদের ধবংস করে দেবার জন।কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে শিরকের মাধ্যমে ভবিষ্যৎ আই মিন সুথ সেইং করতো।
জ্বিব্রাঈল(আঃ) এসে একজন রাখালকে জিজ্ঞাসা করেন যে জিব্রাঈল কোথায় আছে বের করার জন্য।তখন রাখাল ছেলেটি অনেক্ষণ মাটিতে দাগ কাটলো।এরপর বললো,"জিব্রাঈল(আঃ) আসমানে নেই।যমীনের অন্য কোথাও ও নেই।তবে এখানে আছে।আর এখানে আপনি আর আমি আছি এবং আমি জ্বিব্রাঈল নই।সুতরাং আপনি জিব্রাঈল।এর পরপরই জিব্রাঈল(আঃ) এই গোত্রের সমস্ত মানুষোকে ধবংস করে দেন।
আল্লাহ সুবহানা তা'আলা আমাদের কোরআন ও সুন্নাহের উপর আমল করবার তৌফিক দান করুন।
আমীন।
হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকীল।
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই হাদিস শরিফ মুসলিম এবং তিরমিজি শরিফে বর্ণীত ।
৪| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১
পেন্সিল চোর বলেছেন: প্লাস
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আসার জন্য
৫| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:২২
পরিবেশ বন্ধু বলেছেন: আরও বিস্তারিত জানুন
©somewhere in net ltd.
১|
১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: মুর্শিদ রুপে ফানা হও মন
ঐ নাম বিনে গতি নাই
আদম সুরতের মাঝে
মুর্শিদ রুপে খেলছে সাই।।