নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কে ধার্মিক চেনা দায় ।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৩

ইসলামে জঙ্গিবাদ কেন ?



আর তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল না হইয়া মরিওনা ।

সুরা বাকারা

ফেতনা হত্ত্যার চেয়ে জগন্য ।

অর্থ না বুঝে ব্যখ্যা বিশ্লেষণ যেমন অন্ধকারে সুই খুজার সমান ।

তেমনি ইসলামকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাছিল করা ।

সমগ্র মুসলিম জাতিকে বিপদের দিকে টেলে দেয়ার ফায়তারা ।

একজন ইমাম সাব ফজরের সময় গেল পাশের পুকুরে অজু বানাতে , তো এক চুর রাত ব্যপি চুরি করে সে এল হাত মুখ ধৌত

করতে । ২জন ২ প্রান্তে । ইমাম সাব ভাবল ঐ লোকটি পরহেজগার , অজু বানিয়ে নামাজে আসবে । আর চুর ভাবল ঐ লোকটি আমার মতই রাতভর চুরি শেষে হাত মুখ ছাফ করছে ।

যখন সূর্য উদয় হল তখন উভয়ের ভুল ভাঙল ।



ভাবুন ইসলামে জঙ্গি নাম দারি কতিপয় সংঘটন টিক সেভাবে

ইসলামের ক্ষতি সাধনে ব্যস্ত । কারন যিনি ইমাম তার মুখে ও গায়ে ছুন্নতি লেবাছ ,চুরের লেবাছও একই । পার্থক্য শুধু জ্ঞান ও

ধার্মিকতায় ।

************

মিসরের খুরাসার অধিবাসি আনিছ গানেব সেই সময়ের একজন বিখ্যাত কাফন চুর ছিল । তখনকার সময়ে কাপড়ের

মুল্য ছিল খুব বেশি , দেশে ছিল অভাব অনটন , গানিব খুজ রাখতেন কে মরল কার দাফন টা হবে দামি কাপড়ের ।

এই অঞ্চলে নুমান নইমি রা নামে একজন বুজুর্গ ব্যক্তি বাস করতেন । তিনি মানুষ কে আল্লাহর দিনে ডাকতেন এবং বহু ভক্ত তার ডাকে সাড়া দিয়ে ইসলাম গ্রহন করতেন , সৎ পথে চলতেন ।

তো কাফন চুর একদিন বুজুর্গ ব্যক্তির সামনে পড়লে তিনি চুর কে প্রবোধ দিলেন হে বুখারার অধিবাসি আল্লাহ ও পরকালে কি

তোমার ভয় জাগেনা ।

এসব খারাপ কাজ পরিত্যগ কর এবং তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও ।

চুর বলল হুজুর আমি তাহলে খামু কি করে ।

বুজুর্গ সৎ পথে হারাল রুজি করে ।

চুর , না আমার এ কাজ পরিত্যগ করা সম্ভব না আল্লাহ আমাকে

আপনার মত আলেম না বানিয়ে চুর বানাল কেন ? মরার পর আপনার কাফন ও আমি চুরি করে নিয়ে যাব ।

বুজুর্গ উপায়ান্তর না দেখে নিরব হলেন ।

কদিন পর লোকটি মারা গেলে চুর তার স্বভাব সুলভ নিত্য কর্মে

যোগ দিল এবং কবর খুঁড়ে যেই লাছ থেকে কাপড় সরাতে বাধ্য

হল তখন বুজুর্গ ব্যক্তি চুরকে হাত দিয়ে ধরে ফেলল । চুর কাঁপতে কাঁপতে বিকট চিৎকার জুড়ে দিল এবং নিজে বুজুর্গের নিকট তওবা করার বাসনা ব্যক্ত করল , অদৃশ্য আওয়াজ এল

হে পাপি ব্যক্তি সৎ নিয়াত করার সাথে সাথে তোমার সমস্ত

বিগিত জীবনের গুনাহ মাফ হয়ে গেল এবার যার নিকটে আছ

তুমিও তার মতই একজন আল্লাহর খাস বান্দা ।

ছুবহানাল্লাহ ।

বান্ধার সঠিক নিয়ত আল্লাহর নিকট দ্রুত কবুল হয় ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০১

পরিবেশ বন্ধু বলেছেন: সচেতন বার্তা
******************
একদল প্রস্তাব দেবে সেটা তার গণতান্ত্রিক অধিকার
ইসলাম সমগ্র জাতী ও মানুষের অনেক উদ্ধের দিক নির্দেশ প্রদান করে । ইউনিয়ন থেকে জাতীয় সংঘ , এবং আইন ও মানবাধিকার সংঘটন
যত সব ক্ষেত্রে ইসলামের আল্লাহ ও রাছুল প্রদত্ত বানি কিছু না কিছু
সংযোজিত ।

আমাদের রাস্ট নীতি বা ডঃ কামাল হোসেন প্রনিত বাংলাদেশ সংবিধানেও বিসমিল্লাহির রাহমানির রাহিম , আল্লাহর উপর আস্থা ও
বিশ্বাস , সামাজিক রাস্ট সার্ব ভৌমত্ব বজায় ইসলামের স্বাধীনতা ও পবিত্রতা সংরক্ষণ সহ নীতি মালা সংরক্ষিত আছে ।

যদি আইন পাশ করে আরও কিছু ভাল দিক বিবেচনায় আনা যায়
তাহলে তো তা রাস্ট ও মানবের কল্যান হবে কিন্তু সব প্রস্তাব যে
বিবেচিত হবে সেটা অযুক্তিক ।

২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: সাধু সাবধান
****************
আল্লাহর নিকট প্রত্যক টা দিনই তার রহমতের এবং দিনের প্রত্যক টা নেক কাজের জন্য
রয়েছে মুসলিম জাতীর জন্য দুনিয়া ও আখেরাতে মুক্তি ।
আর প্রত্যকটা ভাল কাজই ইসলামের মহান আদর্শ ।
এজন্য দয়াল নুর নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম এর অমিয় মধুময় বানীর কোন বিকল্প নাই ।

রাজনীতি ধর্ম নয় । বরং যুগে যুগে আল্লাহ পাক ইসলামের মহান আদর্শ শিক্ষা দেয়ার জন্য
মানব জাতীর নিকট আসমানি কিতাব সহ সত্য হেদায়েত এর প্রতিনিধি বা নবী রাছুল , অলি আউলিয়া গণকে প্রেরন করেছেন ।
সমাজ ও রাস্ট গঠন এবং মানব জীবনের চালিকা হিসাবে ঐ সব প্রতিনিধি বা আল্লাহর
বন্ধুদের সুসম্পর্ক মানব জাতীর জন্য হেদায়েত ও রহমত ।
আমাদের কে আল্লাহ রাছুল এবং সমাজ এর দিক নির্দেশ পাইতে হলে অবশ্যই কোরআন
যার যার নিজ ভাষায় সহজ ভাবে বুঝা অতিব জরুরী ।

আর রাজনিতি কথাটির অর্থ রাজার ন্যায় যার নীতি ।
কে রাজা
যারা জনগণের সেবার ব্রত লয়ে জনগণের শান্তি সেবা , মুক্তি ও উন্নয়নে কাজ করে জনগণের
মন জয় করে একটি রাজ্য বা ভূখণ্ড শাসন করে সেই রাজা ।
আর রাজনীতি করে কারা ?
যারা জনগণের ভাগ্য উন্নয়ন এবং তাদের অধিকার আদায় করার মানসে দেশ ও জাতীর মঙ্গল
কামনা করে তারাই রাজনীতি বিদ ।

এ সম্পর্কে ইসলামের উজ্জ্বল আদর্শ নবীজী বলেন যারা সত্য প্রজা পালক এবং নির্লোভ ন্যায়
বিচারক তারা নিশ্চই আমার সাথে বেহেস্তি ।
সুতরাং অসৎ উদ্দেশ্য লোভী রাজনৈতিক যারা , তারা কখনো ইসলামের বা আল্লাহর রহমত লাভ
করতে পারেনা ।

২| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

পরিবেশ বন্ধু বলেছেন: রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্তুষ্ট হলেন এবং সেই হাদীছ শরীফখানা বললেন-لايؤمن احدكم حتى اكون احب اليه من والده و ولده والناس اجمعين وفى رواية ‍ من ماله و نفسه
অর্থ: “তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মু’মিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা-মাতা, সন্তান-সন্ততি এবং সমস্ত মানুষ অপেক্ষা আমাকে বেশি মুহব্বত না করবে।” অপর এক বর্ণনায় রয়েছে, তার মাল ও জান অপেক্ষা বেশি মুহব্বত না করবে। (বুখারী, মুসলিম, মিশকাত)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.