![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
নারী হয় পুরুষ / পুরুষ সাজে কি
*********************
মোহনগঞ্জ ষ্টেশনে মানুষের উপচে পড়া ভিড় । যাব নেত্রকোনা
যথাসময়ের অনেক পরে ট্রেন এলে উটে পড়লাম একটা কামড়ায়
শুরু হল চেচামেচি চিৎকার সীট দখলের পায়তারা । সাথি মামুন কে দেখালাম দৃশ্য টা , একজন মোল্লা টাইপের লোক পরনের
বেশ ভূষা অদ্ভুদ দুচোখ ছাড়া সারা শরীর আল কেল্লায় ডাকা ।
বসল আমাদের পাশেই । ট্রেন ছেড়ে দিল নানা গল্প গুজবে আমরাব্যাস্ত । অতিতপুর থামতেই একটা আজব কাণ্ড ঘটল ,
বিদেশী শট কাট পোশাক পড়া এক বাঙালি মহিলা সবাইকে টেলে
উটে পড়ল আমাদের কামড়ায় । লোভীর মত যুবক ছেলে বুড়ূ ঘিরে
ধরল যেন এমন চিজ ওরা আর কোণ দিন দেখেনি । টেলা ধাক্কা
সহ্য করে অবশেষে বারহাটটায় নেমে পড়ে মেয়েটি । সম্ববত কোণ এন জি ও তে চাকরি করে । মোল্লা এবার চেচিয়ে উটে বুঝলেন মিয়ারা
এইসব কাল কিয়ামতের লক্ষন । এইযে আমি ব্যাটা মানুষ সমস্ত
শরীর আব্রুতে ডাকা আর বেলাজ বেসরম মাইয়া ওদের শরীরে
আব্রু নেই , পর্দা নেই । কি কন আমাকে ফুল লে ডিস ডাকলে
ভুল হবে । লোকটির কথা শুনে আমরাই লজ্জিত হলাম ।
১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: পরে বোরখা পড়া এক মহিলা ঐ মেয়েটির মত গাড়িতে
উটলে তাকে সম্মান মোতাবেক জায়গা করে দেয় সবাই
আমি পর্দা আর বেপর্দার তুলনা লক্ষ করলাম ।
২| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:২৭
বাংলাদেশী দালাল বলেছেন: ভাই বিধর্মী রাও সম্মান দেয়। একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা না সব সময়। দেশের বাইরে আমার দেখা।
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: তাত্ত্বিক কথা
পর্দা ওয়ালা মহিলার সন্তান হয় বেহেস্তি উদাহারন বড়পির অলি কুল শিরমনি আব্দুল কাদের
জিলানী রা ।
আর বেপর্দার সন্তান হয় এজিদ ও মীরজাফর ।
এটাও পর্দা ও বেপর্দার মধ্য আল্লাহর পুরষ্কার ।
কারন বেপর্দা নারির শরীর শয়তানের কুনজরে
থাকে এবং সেথা কোন রহমত আসেনা । ধন্যবাদ
৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ ভোর ৬:০৭
মুহসিন বলেছেন: খোলা কাঁঠালে মাছি আসবেই।
অনেক মহিলা নিজেকে পরপুরুষের সামনে নিজেকে আকর্ষণীয়া দেখাতে ব্যস্ত হয়ে পড়েন। কিন্তু এভাবে নিজের অজান্তেই যে চরম হামলার স্বীকার হয়ে পড়তে পারেন, তার প্রমাণ দেশে বিদেশে ভুরি ভুরি আছে। পরিসংখ্যানই সেটা বলে।
আর পুরুষেরাও নারীসংগের লোভে নারী প্রগতির নামে তাদেরকে কর্মক্ষেত্রে একান্ত পাশাপাশি রাখতে চায়, বেআব্রু দেখতে চায়। আমি ব্যক্তিগতভাবে অনেক ধনাঢ্য শিল্পপতিকে দেখেছি মেয়ে পিএস রাখতে। আবার তাদের যোগ্যতা হতে হবে, সৌন্দর্য ও মডার্ণ ভাবের আড়ালে যেন বেলেল্লাপনায় আগ্রহী হয়।
দেশ আস্তে আস্তে মডার্ণ হতে গিয়ে অশ্লীলতার দিকে ধাবিত হচ্ছে সেটা কে আর বুঝিয়ে বলবে! যেদিন বুঝবে সেদিন কতটুকু ফেরার উপায় থাকবে কে জানে।
১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:১১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য
©somewhere in net ltd.
১|
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৩
সেফানুয়েল বলেছেন: দৃষ্টিভিঙ্গীতে সমস্যা।