![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমারও জাগে মরিবার সাধ
***************
এম , জি, আর , মাসুদ রানা
কবি , সাহিত্যিক
অনেক আধার হল এবার
এখন সাধ শুধুই মরিবার
কবে জানি হয়েছিল ভোর সেকথাও আজ গেলাম ভুলে
মৃদু মন্দ বাতায়নে জানালার দ্বারে অশথের ডাল ফুড়ে বারবার
নিশুতি পেঁচার অনাহুত চিৎকার
তবে কি সময় এল ঘনিয়ে জীবনের হিসাব লুফে নিতে
তন্দ্রাচ্ছন্ন আকাশ গেঁড়া টুপ খুলে
উঁকি দেয় ইন্দ্রাণী শশী
হালকা বাতাসও আজ স্পর্শ করে শিরদাঁড়া
ভুল সবই ভুল যেকথা জানান দেয় মনে
ক্ষনিকের জগত বড় ভিসময় অন্ধকার মনে হয়
তবে কেন সাধ নিঃস্বার্থ গমনে যে ঠিকানা না ফেরার
সেই অমৃত অদৃশ্য লোকে নিজেকে হারাবার ।
দুই
বারে বার চমকে যাই
থমকে দ্বারাই অপার্থিব উচ্ছন্ন অর্থব এক বাসনায়
মনে হয় কত যুগ যুগান্তর পেরিয়ে
এখনও আমি নিজেরেই খুজে ফিরি মৃত্যুর ভিড়ে
তবে যে সন্ধ্যায় দেখেছিনু তার ছায়া
হায় অজান্তেই ঘুধুলি বেলার মত সেও দেখি আমাতে লুকায়
২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২০
পরিবেশ বন্ধু বলেছেন: জন্মদিনের কবিতা
*************
সুদ্ধ শুভেচ্ছা শুভ জন্মদিনে
জগত তোমায় আজি লয়েছিল চিনে
আকাশ আধার আলো যত স্রিজনি
তোমারি আগমনে হেসেছিল জানি
কেদেছিলে তুমি পেয়ে নয়নে আলো
এই দিন হোক আর সব দিনের মত খুব ভালো ।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫
ধূসর প্রেইরী বলেছেন: বারে বার চমকে যাই
থমকে দ্বারাই অপার্থিব উচ্ছন্ন অর্থব এক বাসনায়
মনে হয় কত যুগ যুগান্তর পেরিয়ে
এখনও আমি নিজেরেই খুজে ফিরি মৃত্যুর ভিড়ে
তবে যে সন্ধ্যায় দেখেছিনু তার ছায়া
হায় অজান্তেই ঘুধুলি বেলার মত সেও দেখি আমাতে লুকায়