নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আমি যুগে যুগে আসি , আসিয়াছি পুনঃ

২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৮

হে জগত দৃশ্য ছবি আজি নব প্রভাত উদয় কবি





************

আমি জন্ম কবি , যেদিন থেকে মুখে ১ম এসেছিল ভাষা

সেদিন থেকেই আমার লেখার ব্যঞ্জনা

আমি কবি হয়েই জন্ম নিয়েছি , জগতে কবি হতে আসেনি

যিনি কথার জন্ম দেয় , সৃষ্টির আনন্দে

যার মধ্য দিয়ে বাক শক্তির বিস্ফোরণ ঘটে

সমাজ ও মানুষের চালিকা শক্তি দিক নির্দেশনায়

যার চারিত্রিক মাধুর্য ভরা এক সত্যর প্রজ্জলিত শিখা

বিজ্ঞান রহস্য ও ধর্মের সার তাত্ত্বিক জ্ঞান ভাণ্ডার

বিশ্ব বিদ্যালয়ের সাগ্নিক অনির্বাণ শিক্ষা গুরুদের অসীম সাধনা ,

রাস্ট বিজ্ঞান , সমাজ বিজ্ঞান , দার্শনিক চেতনার

এক অনবধ্য ফসল ফলায় ভাবের জগতে

সুর , ছন্দ , আনন্দ আর সংস্কৃতির নব জাগরনে

নব জলসায় যুগের সাথে তাল মিলিয়ে

যিনি দূর করে সমাজে কুহকের অন্ধকার , সমাজ সংস্কারে

সেই কবি শতাব্দী থেকে শতাব্দি , প্রজন্ম থেকে প্রজন্মে

আসে মানবের তরে , শিশু পুস্প হয়ে, বাক স্বাধীনতায় চেতনার সম্ভারে সুদ্ধ নির্মল আত্তাধিকতায় নব নব প্রান সঞ্চারে ,

বিকশিত হয় বিধাতার এক শ্রেষ্ঠ সৌরভ কল্যান

কোটি প্রানের ভিড়ে জগত মাঝে আজি সেই আমারই আবির্ভাব ।

হে জগত দৃশ্য ছবি আজি নব প্রভাত উদয় কবি ***

নিজেরে বিলিয়ে দেই সেবায় , শান্তিতে সবার হৃদয়ে

ফুলের জলসায় আঁখি স্বপ্ন ছবি কত স্নেহ মমতা গড়া ভালবাসায় ।



মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: মন্তব্য গ্রহণীয় নয়

২| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

বাংলাদেশী দালাল বলেছেন:


ওকে :(

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫

এম এম কামাল ৭৭ বলেছেন:
++

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
শুভকামনা দেখার জন্য

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৫

আমি বাঁধনহারা বলেছেন:




ভালো লাগলো:+++++++++


কত সুন্দর এ পৃথিবী
পৃথিবী আরো সুন্দর হত
যদি সবাই হত কবি!!!



ভালো থাকবেন
মনে রাখবেন!!!

২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
আজিকার আসরে
কবি তার আয়নায়
দেখে ছবি নজরে

ভাল থাকেন
সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.