![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
মৃত্যুর মিছিলে রোধন আওয়াজ
শোণিতের রঞ্জিত কাফনে আবৃত
নিরব শবযাত্রায় এ কেমন সাজ
বাঁধভাঙ্গা অশ্রু কনাও অগ্নিসম ক্ষত ।
দিয়েছ ওদের খোদা মৃত্যুর সাধ
তব আকুল হৃদয়ে গ্রাসে শুধুই বিষাদ
এমন নগ্ন মৃত্যুরে জড়ায়ে
আজি প্রানের যে অজানা গমন
কেউ কি করেছিল এমন আশা
রুদ্ধ শ্রমজীবীদের অনাকাংকিত মরণ ।
হে খোদা বারিতায়ালা তোমার কৃপা
যেভাবেই তাদের তুমি কর ক্ষমা
জান্নাত দিও , দাও মোদের ধরয্য
রাখি শির নত সবই তোমার ক্ষুদ্রতি মহিমা ।
©somewhere in net ltd.