![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আর কত বাড়বে মৃত্যুর মিছিল
*********************
এম , জি , আর , মাসুদ রানা
মৃত্যুর মিছিলে রোধন আওয়াজ
শোণিতের রঞ্জিত কাফনে আবৃত
নিরব শবযাত্রায় এ কেমন সাজ
বাঁধভাঙ্গা অশ্রু কনাও অগ্নিসম ক্ষত ।
দিয়েছ ওদের খোদা মৃত্যুর সাধ
তব আকুল হৃদয়ে গ্রাসে শুধুই বিষাদ
এমন নগ্ন মৃত্যুরে জড়ায়ে
আজি প্রানের যে অজানা গমন
কেউ কি করেছিল এমন আশা
রুদ্ধ শ্রমজীবীদের অনাকাংকিত মরণ ।
হে খোদা বারিতায়ালা তোমার কৃপা
যেভাবেই তাদের তুমি কর ক্ষমা
জান্নাত দিও , দাও মোদের ধরয্য
হে বিধতা সবই তোমার ক্ষুদ্রতি মহিমা ।
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: ধব্যবাদ বন্ধু
এযে নিষ্ঠুর সত্য
ছিন্ন করে বাধন
ব্যবদান স্বর্গ আর মর্ত্য
©somewhere in net ltd.
১|
২৫ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৮
খাটাস বলেছেন: ভাই সম্ভবত আপনার ধর্মীয় মতবাদের সাথে আমার মতবাদ যায় না। তাই মাঝে মাঝে কটু মন্তব্য করি। আশা করি তা আমার সমালচনা বলে গ্রহন করবেন। কবিতার প্রসঙ্গে বলতে হয় অপ্রিয় বাস্তব সত্য তুলে ধরেছেন। ধন্যবাদ।