![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আল্লাহ বলেন আমি তোমাদের কে মৃত্যু ভয় , ক্ষুধা , দারিদ্রতা , এবং
মুছিবতের মাধ্যমে তোমাদের পরিক্ষা করি , যারা ধৈর্যশিল তারাই
সফলকাম ।
এ সম্পর্কে নবীজী বলেন
আল্লাহর অনুগ্রহ ছাড়া গাছের পাতা কেন ? সামান্য ধুলিকনার ও সাধ্য নাই এদিক অদিক হওয়ার ।
যারা আল্লাহ এবং তার রাছুলের আনুগত্য করবে তারাই মুক্তি প্রাপ্ত ।
যারা দম বন্ধ হয়ে , নিজের অনিচ্ছায় বিপাকে পড়ে মারা যায় তারা
শহীদ সমতুল্য , আর শহীদের মর্যাদা সয়ং আল্লাহ পাকের ঘোষনা বিনা হিসাবে জান্নাতে ফেরদাউস পুরস্কার ।
আলহাদিস , বায়হকি ।
হে দয়াময়
**************
বিপদে সম্মুখে রাখি তোমার মধুর নাম
যে মধুময় নামে ভরা জান্নাতি আঞ্জাম ।
দেহ মরে আত্মার কভু হয়না সে মরন
যেভাবে দাও সত্য দিশা হোক সে মহৎ পন ।
যার যা লেখা কপাল মাঝে ঘটবে তাহা জানি
বিশ্বাস রাখি খোদার লীলা তারই সত্য বানি ।
হে দয়াময় চিনতে তোমায় দাও বুকেতে বল
তোমার করুণা ঝরুক আজি চোখে মোদের জল ।
আর যাওয়ার নাইগো গন্তব্য ছুটি তোমার দিকে
দাও হে ভরসা দয়াল মোদের সুনজরে দেখে ।
দয়াল নবীজীর রহমত ইসলাম , দিও সত্য দিশা
ঈমানেরই সওদা লয়ে দিলে তাজা রাখি আশা ।
হে দয়াময় বারিতায়লা নামটি সদা রাখি স্মরণ
মোদের কলমা নছিব হয় যেন গো আসলে কঠিন মরণ ।
মোহাম্মদ মাসউদ মিয়া শাহি
মিরপুর সেনানিবাস , ১২
©somewhere in net ltd.