![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
কবি সাহিত্যিক গন এর আত্তাধিক মর্যাদা ।
*************************
একজন কবি দার্শনিক , সমাজ বিজ্ঞানি , রাস্টের পথ প্রদর্শক এবং
সমাজ সংস্কারক বহুমুখি প্রতিভার অধিকারি ।
একজন পরিপূর্ণ প্রতিভাবান লেখক সাহিত্যিক সমস্ত জাতীর দিক
নির্দেশক ।
সাহিত্যর বিচার খুব শক্ত এবং সুক্ষ নির্ভুল ।
এ হিসাবে আল্লাহর কোরআন এবং রাছুল সা এর বানি সমুহ কে
প্রকৃত প্রতিভা যশা সাহিত্যিকেরা সম্মান মোতাবেক অনুসরন এবং প্রাধান্য দিয়ে থাকে ।
কোরআনের ১১৪ টি সুরার মধ্য একটি সুরার নাম কবিগন ।
ইসলামের সুরা সমূহ অনেকাংশে কবিতা আকারে রচিত ।
যেমন কুলহুয়াল্লাহু আহাদ
আল্লাহুসচছামাদ
লামিইয়ালিদ ওয়ালাম ইউলাদ
অয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ ।
রাছুল সা কবিগন কে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন ।
বেশ কয়েক জন উল্লেখ যোগ্য সাহাবায়ে কেরাম কবিতা রচনা
করতেন । এর মধ্য বাল্যবন্ধু এবং নবীজীর ১ম খেলাফত প্রাপ্ত
সাহাবা হযরত আবুবকর রা ছিলেন অন্যতম । হজরত আলী কাররামুল্লা অয়াজহু এবং তদিয় পুত্র ইমাম হসাইন রা আ ও কবি ছিলেন ।
পরে ইবনে সাদ রা , সালমান তায়েমি রা , এবং খাত্তাব ইবনে যুবায়ের রা ইসলামের পক্ষে কবিতা রছনা করে হাজার হাজার
বেদিন কে নবীজীর নিকটে হেদায়েত সাহায্য করেছিলেন ।
পরে তাবেয়িন , তাবেতাবেয়িন যুগেও কবিগন ইসলাম সমৃদ্ধ করেছিলেন এর মধ্য প্রধান ছিল ইমামে আযম আবু হানিফা রা ।
ইবনে মাসউদ রাজি রা ,
পরে আউলিয়া কেরামগনের যুগ আসে
অলিকুল শিরমনি শাহ সুলতান সৈয়দ বড় পীর আব্দুল কাঁদির জিলানী রা ও কবিতা লিখতেন ।
বায়েজিদ বোস্তাম রা ও কবিতা লিখতেন ,
এমনকি ইসলামের জিন্দা রত্ন , ভারত বাংলার ইসলামের প্রান সঞ্চার মহতি আত্তাধিক সাধক , আউলিয়া প্রধান হযরত শাহ
জালাল ইয়েমেনি রা আ ও কবিতা লিখতেন ।
আরও পরে বহু মুসলিম কবিগন ইসলামের পক্ষে কবিতা লিখে
আল্লাহ ও রাছুল সা এর প্রতি হামদ নাত ও শের কিয়াস রচনা করেন ।
যেমন , আল্লামা কবি মাওলানা রুমি রা , আল্লামা ইকবাল , শেখ
সাদি রা , এবং বাংলাদেশে ,শাহ মোহাম্মদ ছগির , মীর মশাররফ হোসেন , গোলাম মস্তুফা , ও কবি কাজী নজরুল ইসলাম প্রমুখ মুসলিম কবিগনের ভুমিকাও উল্লেখযোগ্য ইসলামী জাহানে
মুমিনদের শিক্ষা দিক্ষায় প্রশংসার দাবিদার ।
আল্লাহ বলেন
আল্লাজি আল্লামা বিল কালাম
আমি কলমের মাধ্যমে তোমাদের কে শিক্ষা দিয়াছি
কোরআন সুরা আলাক আয়াত ৩
নবীজী বলেন , বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চাইতে
পবিত্র , মুসলিম ও আবুদাউদ শরিফ ।
কবি ও একজন আত্তাধিক সাধক বা আউলিয়া কেরাম ।
***************
এস তবে জ্ঞানের প্রদীপ জ্বালি খোদার রহমতে
যার ক্ষুত্রতের শেষ সিমা নেই ব্রহ্মাণ্ড এ জগতে
তারি নিকট জ্ঞান গুনের রত্ন ভাণ্ডার কত রয়
এ দান যার মগজে আসে সেই জগতে ধন্য হয় ।
কবি কহে হে দয়াময় দাও সে জ্ঞান কল্যাণে
মানব মুক্তির দিক চিনাও আজ সত্য মহৎ সন্ধানে
পথহারা সব চিনতে তোমায় ভুল করে রয় আধারে
দাও জ্বালিয়ে জ্ঞান প্রদীপ ভাঙতে ভান্তি বাধা রে
সেই সে পথের অভিযাত্রী কর হে দয়াময়
যে পথ শত পুন্য ভরা যারা তোমার প্রিয় হয় ।
কবি আল্লামা মোহাম্মদ মাসউদ মিয়া শাহি
সৈয়দ পুর , বাদশাগঞ্জ , ধরমপাশা
বাসা ঢাকা মিরপুর , ১২ ।
রবিবার ১০ ই বৈশাখ ১৪২০ ।
২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: যুগে যুগে মানবের মুক্তি দুত হয়ে
জগতে আসে তারা দিতে আলোর সন্ধান
মানবের দিশা হয় লয়ে শ্রেষ্ঠ মানব পরিচয়
এস তবে তাদের বানী শিখি দিব্য জ্ঞান
২| ২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩
সুফিয়া বলেছেন: ধন্যবাদ। বিষয়টি আমার জানা ছিল না।
২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: জ্ঞানের রত্ন যারা তারাও আল্লাহর দুত
কোরআন ও হাদিসে রয় সেই প্রতিশ্রুত ।
ধন্যবাদ
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৫
পরিবেশ বন্ধু বলেছেন: এ মরম বেদনা সাভারের অগনিত লাছ এর হিম শিতল নিরবতার
আহুত চিৎকার
আকাশে বাতাসে আজ তাই শুধুই ভাসে রোধন হাহাকার
এযে নিয়তি অমনি অজানা গন্তব্য নিরব যাত্রা
শেষ নাই এর অবারিত গমন
হে খোঁদা বারিতায়ালা দাও এদের আত্মায় শান্তি আর শান্তি
মানবেরে দাও দিশা আর যেন না আসে এমন মরণ ।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: আর + কবিতা
*******
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল বন্ধু হওয়া ভাল মনের পরিচয়
সব রকমের সুদ্ধ সত্ত্বায় মনোরমে মিশে রয় ।
কবি
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: দেশ বাসী ও বন্ধুগন
**************
আমরা আজ এমন এক মানসিক , আত্মিক , ও সামাজিক চরম সংকটে যে সারা বাংলাদেশ এবং বিশ্ব অবাক ও শোকে ম্রিয়মান সাভারের দুর্ঘটনায় । এ পর্যন্ত জীবিত প্রায় ৪ হাজার মানুষ
কে উদ্ধার করা হয়েছে ।
এবং ১০০০ এর উপরে মৃত দেহ স্বজন দের নিকট হস্তান্তর করা হয়েছে ।
ইতিহাসের এমন বিভীষিকা ময় গটনা জাতী আরও প্রত্যক্ষ করেছে কিনা সন্দেহ ।
রানা প্লাজা ধ্বসে যাওয়ার পর যারা অলক্ষ্য , বেচে আছে খোদার কৃপায় তারা মৃত্যুর পর আবার
জীবিত হওয়ায় মতই । ধুকে ধুকে পাশের মৃত সাথির রক্তাব শরীরে গা এলিয়ে অক্সিজেন হিন
হিমঘরে আর কত টিকবে প্রান ।
তবু উদ্ধার কর্মীদের এত টুকু অবহেলা ছিলনা । বাংলাদেশের যৌথ বাহিনী সেনা নৌ বিমান , আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ , র্যব , বিজিবি , ফায়ার সার্ভিস সহ সাধারন জনগণ ব্লগার সেচ্ছাসেবকেরা ও
জীবনের ঝুকি লয়ে প্রানান্ত পরিশ্রমে রয়েছে সেথা সব সময় তৎপর ।
নেই চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম , মানুষের মানবিক আর্থিক সহায়তা অনেকেই যুগিয়েছে
ডাক্তার দের সংশ্লিষ্ট দুর্গতদের চিকিৎসা সেবা ।
যারা অনাকাঙ্গিত মৃত্যুর লেলিহান থাবায় প্রান হারাল তাদের আত্মার শান্তি কামনা করি এবং
স্বজন দের প্রতি জানাই সমবেদনা ।
আর যারা এখনও বেচে আছে তাদের প্রতি জানাই শুভ কামনা সুস্থতা ফিরে আসুক জীবনের
জলসাগরে ।
আমরা আর এমন মৃত্যুর দাবদাহ চাইনা
হে দেশ বাসী
এস সবে এদের পাশে মানবাতার শানিত বিবেক ঢেলে দেই শান্তি , সেবা , ও আর্থিক সহযোগিতার মাধ্যমে ।
জীবন জীবনের তরে
মানুষ মানুষের সেবায়
শ্রেষ্ঠ জাত নেই ভেদাভেদ
এস কিছু করি এদের জন্য পীড়িত আত্মার শান্তি কামনায় ।
*** মহা পরিচালক
সুমতে চল নাগরিক সমাজ বাংলাদেশ ।
ও কবি সংসদ ।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪০
রাজীব নুর বলেছেন: ।