নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুর আওয়াজ জাগে মনে ভয়

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০১

আর কত মৃত্যুর আওয়াজ

***********************

অবাক জগত নির্বাক সাভার

মৃত্যুর অগ্নিপ্রলয় ভেরি সেথা ভাসে

জনতার বোবাকান্না আর দুর্গতদের আর্ত চিৎকার

মানবের হৃদয়ে বেদনা গ্রাসে ।



লাছের গায়ে লাছ , হটাৎ নড়াছড়া

উদ্ধার কর্মীদের জীবনের সন্ধান

জীবন বাজি রেখে স্বজনদের আকুল নয়ন খুজা

যাদের বাচাতে এ উদ্ধার অভিযান ।



শত শত লাছ স্তুপ লাশ কাটা ঘরে

চিৎকার শুনি আজ লাছের ভিড়ে

সেচ্ছাসেবক আর ডাক্তার মিলে

অনন্ত চেষ্টায় থাকে দুর্গত লাছের প্রান সঞ্চারে



এখানে গেলেও নিথর নিস্তব্দ পুরী

মনে হয় নিজেরেই লাছের ছায়া

হায় হায় রব উটে আত্মার নিরব শব যাত্রায়

আমরাও তাদের মতই কি নই মানব কায়া ।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.