![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
হে ক্ষমতাধর সতীর্থ কাণ্ডারি
*********************
যাদের লয়ে জনগণের প্রতিশ্রুতি পুরনে ক্ষমতায় যাওয়া , তাদের
নিকট থেকে জনগণের কি পাওয়া , হিসাব মিলে কি সাভারের নরক
কুঞ্জে ।
জেনেছি প্রত্যক টা মৃত ব্যক্তির জন্য সরকার এক কালীন ২০ লক্ষ
টাকা বরাদ্ধ দেওয়া হবে এবং আহতদের জন্য মাসে ১০,০০০ টাকা
বরাদ্ধ দেওয়া হবে ।
বড় পরিতাপের বিষয় জীবন যার অসীম গন্তব্য চলে যায় তাদের তো সারা দুনিয়ার বিনিময়ে ফিয়ে পাওয়া যাবেনা ।
রানা কমপ্লেক্স এ ১ সপ্তাহ আগে রাজউক কর্তৃপক্ষ এবং সামাজিক ইউনিটের কর্মকর্তা বৃন্দ সাবধান করেন ফাটল এবং
ঝুঁকিপূর্ণ বসবাস অযোগ্য হিসাবে কিন্তু লোভী সুহেল রানা এবং
তার প্রশাসনিক ধুসর রা তা শুনেনি , যার পরিনতি হল ভয়ংকর
বিভীষিকাময় ।
আমরা আজ সারা বাংলাদেশের গারমেন্স শ্রমিকের নিকট দায়বদ্ধতার শিকার ।
কেন , স্বাধীন নামটি নামে মাত্র ব্যবহার করে ক্ষমতাধরদের নিকট জনগন আজ পরাধীন ।
হে মিথ্যাবাদি প্রতিশ্রুতি মুখর ক্ষমতা ধর চামুণ্ডারা আর কত মানুষ তাদের আর্থিক , সামাজিক , নৈতিক অধিকার হরণ হয়ে
এমনি ভাবে মৃত্যুর দিকে ধাবিত হবে ।
জবাব চাই ।
আর নয় এ দেশে মানুষের অধিকার হরণ
নহে অন্যায় মিথ্যার ধুকাবাজি রাজনীতি
মানুষ মানুষের জন্য , সবারই রক্ত লাল
ভান্তি ঘটায়ে আর নয় জনগন কে লয়ে প্রহসন ।
চাই শান্তি চাই মিলে মিশে গড়তে
একটি জাতী একাগ্রতায় হবে সুসভ্য এ সমাজ
নতুনেরা কি শিখবে পরাধীন কুকীর্তি
তাই এস এদের পরিবেশ দিতে করি ভাল কাজ ।
©somewhere in net ltd.
১|
৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:০২
পরিবেশ বন্ধু বলেছেন: শ্রমের মর্যাদা আর দাসত্বের শ্রিংখল ভেঙ্গে
ওরা গড়েছিল সত্যর সংগ্রাম আর প্রতিরোধ
সব জালিম যুলুমের নাগপাশ ছিন্ন করে
অধিকার আদায়ে রক্ত দিল তারা , হল বিশ্ব বিবেকের চেতনা বোধ ।
মে দিবসে সকল শ্রম জীবী মানুষের শান্তি ও মুক্তির
বার্তায় জানাই শুভকামনা
জয় হোক মেহনতি জনতার ।