![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
মে দিবস একটি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় দুর্বার আন্দোলন ।
*****************************
যুগে যুগে মানব শ্রমকিণাঙ্ক আত্মার দাবমান শক্তি তে হয়েছে ধন্য
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গাঁয়ের জড়ানো ঘাম এনেছে মুক্তি
গড়ে সমাজ অনন্য ।
মাঠে মাঠে ফসলের শিখর জন্মানো পদ্ধ পাতায় এনে সজিবতা
তোমরা রাঙ্গালে সবুজ শ্যমলে শস্য দানা অন্নের যোগান ।
গৃহ আঙ্গিনায় মনের মাধুরি মিশিয়ে বৃক্ষ শোভন সাজে
কত যতন ভরে ফলাতে জান ফুল ও রসের সম্ভার নানা ফল বিচিত্র কারুকাজে ।
ইটের পর সাজায়ে ইট ইমারত গড়ে বানাও শহর , বন্ধর , রাস্তা ঘাট
আর রাজকুষ ঐতিহ্য , ইতিহাসের স্বারক স্তম্ভ , রাজ প্রাসাদ রাজধানী
তোমাদের ছুঁয়ায় পরিত্যক্ত ভাঙ্গা শ্মশান হয় স্বর্গ পুরী
মসজিদ , শিক্ষা প্রতিষ্ঠান , মন্দির , সমাধি আর তীর্থস্থান
জল , স্থল , ও সব নভোযান
সজিবতা পায় শ্রমের সার্থক সুদ্ধতায়
তোমাদের জানাই আজিকায় শানিত বিবেকে হৃদয় জুড়ানো
মহতি অভিনন্দন ।
শ্রমের মর্যাদা আর দাসত্বের শ্রিংখল ভেঙ্গে
ওরা গড়েছিল সত্যর সংগ্রাম আর প্রতিরোধ
সব জালিম যুলুমের নাগপাশ ছিন্ন করে
অধিকার আদায়ে রক্ত দিল তারা , হল বিশ্ব বিবেকের চেতনা বোধ ।
শ্রমের মর্যাদা দাও হে মানুষ হে দুর্লভ আত্মার আত্মীয়
ওরা খোদার সত্য বান্ধা , অভিযাত্রি জগতের দেব প্রিয়
ওদের সব অধিকার সব সময়ে সর্বাবস্থায় লালন চাই
জগত নিষ্প্রভ শ্রমজীবী মানুষ ছাড়া কোথাও মুক্তি নাই ।
মে দিবসে সকল শ্রম জীবী মানুষের শান্তি ও মুক্তির
বার্তায় জানাই শুভকামনা
জয় হোক মেহনতি জনতার ।
©somewhere in net ltd.