নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ঐতিহাসিক আন্তর্জাতিক মে দিবসে সবাইকে ফুলেল শুভেচ্ছা

০১ লা মে, ২০১৩ দুপুর ১২:৩৮

মে দিবসের তাৎপর্য তুলে বিশ্ব মেহনতি মানুষের পাশে

*****************************************

বিশ্বের ৮২ টি দেশের সাথে সংহতি স্থাপন করে বাংলাদেশ সমাজ

তান্ত্রিক দল বাসদ , জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এন, ডি , এফ এবং

শ্রমিক ইউনিয়নের নেতৃ বৃদ্ধ ও কর্মী গন , রাজধানী ঢাকা , সিলেট , রাজশাহি , চত্রগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একই সাথে

বিভিন্ন কর্ম সুচির মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের

কথা ব্যাক্ত করেন ।

আনুষ্ঠানিক ১ম পর্বে সাভার দুর্ঘটনা কবলিত নিহত গারমেন্স শ্রমিকদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা অবলম্ভন করা হয় এবং দুর্গতদের পাশে থাকার জন্য সমবেত সংশ্লিষ্ট সহযোগিতা কামনা করে তাদের সেবায় বিভিন্ন আর্থিক , সামাজিক , আশাবাদ ব্যক্ত করা হয় ।

এবং সকল শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় স্বাধীন ভাবে

সার্বিক ব্যাবস্থাপনা সংযোজিত নীতিমালা প্রণয়নের মাধ্যমে

শপথ বাক্য পাঠ করা হয় ।

সামাজিক শ্রমিক ইউনিয়নের সংবিধান নীতিমালা ।

১ , শ্রমের মর্যাদা এবং ন্যায় মুজুরি নির্ধারণ যোগ্য সকল কলখারখানা , অফিস আদালত , মাঠ ময়দান ও নির্মাণ কাজে

শ্রমিকের অধিকার বলবত রাখা এবং দৈনিক আট ঘণ্টা কাজের

উপযুক্ত শ্রমের মুল্যায়ন নিশ্চিত করা ।



২ , তাদের উপযুক্ত সামাজিক সম্মান বোধে সব ক্ষেত্রে অযথা হয়রানী , বিরূপ আচরন , নির্যাতন , পক্ষপাত ধৃষ্টতা হুমকি , অশ্যালিন অশোভন আচরন সহ সব রকমের মানবতা বিরোধ কার্যক্রম থেকে বিরত থাকা এবং বন্ধুভাবাপন্ন পরিবেশের মধ্য দিয়ে সামাজিক অধিকার নিশ্চিত করা ।



৩ , শিক্ষা , স্বাস্থ্য , পুনর্বাসন , চিকিৎসা , প্রকৃত ন্যায্য বিচার সহ রাস্টীয় সব ধরনের

পূর্ণ অধিকার লাভে সামাজিক সব সহযোগিতায় স্বাধীন ও সব সমান নাগরিক অধিকার নিশ্চিত করা ।



৪ , সব রকমের সামাজিক , সাংক্রিতিক বিনোদনের মাধ্যমে

নিজ নিজ সহযোগিতা প্রসারিত রাখা সমাজ ও রাস্টের সব নাগরকের নিবিড় সম্পর্ক স্থাপনে অপযোগ সৃষ্টি করা ।





এবং মঙ্গল কামনায় নিজেদের একে অপরের সহমর্মিতা বৃদ্ধি সহ

নিতিমালা তুলে ধরে আন্তর্জাতিক মে দিবসের তাৎপর্য গুরুত্ব সহ বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য উটে আসে ।



জানাই দুনিয়ার মজলুম শ্রমজীবী মানুষের প্রতি গভীর অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা ।

বিজয় আসুক মেহনতি মানুষের শান্তি ও সেবায় সুদ্ধ আত্মায় ।





মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.