![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
শ্রমিকের মর্যাদা
*********************************
এম, জি,আর, মাসুদ রানা
কত ভালবাসা কত মমতায়
গড়ে উটে জগত তাদের শিল্পছোঁয়ায়
শক্ত কটিন ইট ওরা ভাঙ্গে
পুস্কা পড়ে গাঁয়
ধরে হাল খাটে নিপুন কারিগরে
দুর্বার স্বপ্ন সাজায় ।
ধুকধুক শ্রম কিনাঙ্ক প্রান ভাঙ্গে মরিচিকা
ওরা তিলে তিলে নিঃশেষ হয়
গড়ে রাজপথ সৌধ সমাধি আর অট্টালিকা
রুদে পুড়ে বৃষ্টিতে ভিজে
ধরনিরে কভু করে বরণীয়া
আর মরে বিলাসিদের নিষ্পিষ্ট যাতাকলে
দুবেলা দুমুটুঁ অন্ন তাও জুটেনা ললাটে
যদিও অক্লান্ত খাটে ।
ওরা কাজ করে মনের মাধুরী মিশিয়ে
দেশের তরে নগর শহর বন্দর সাজায়
প্রহর গুনে গুনে
রাঙ্গে ধরণী কভু ওদেরই লৌহ খুনে
শক্ত মুষ্টিতে হাতুড়ি শাবল গাইতি কভু
বং বেরংগের লয়ে হাতিয়ার
দিগ্বিজয়ে দেয় পাড়ি বানায় সামুত্রিক জাহাজ
লঞ্চ স্টিমার আর মহাশূন্যর যাত্রী নানা আবিস্কার ।
ওরাই মাটে সোনা ফলায় বিকিয়ে দিয়ে দেহ
তোমরা কারা স্বার্থ লোভী সুখের স্তব গাহ ।
পরখ করে দেখ
অধিকাংশ তাদের নেই একটু মাথা গুজার টাই
নাই বিছানা , শিতের কাপড় , ঔষধ পত্র , ভুগ বিলাসের ঘর
এমনকি কখনও জুটেনা অন্ন দানা তাও ।
ওরাই খাটি সোনার মানুষ তবু দেখি
ওদেরই মুখে স্নিগ্ধ ভরা হাসি ললাট আভায় দিপ্ত ক্ষনে সাজে
হে প্রিয়জন নিরেট ভালবাসা পাবে ওদের মাঝে
যদি শান্তির স্বর্গ চাও সব ভুলে মাথানত কর ওদের শ্রদ্ধাভরা কাজে ।
মহান মে দিবসের প্রতি সবার তরে শুভেচ্ছা ।
কবি সমাজ
ও বাংলাদেশ সামাজিক এক্য ।
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন:
ধন্যবাদ কবি
স্বাগতম
২| ০২ রা মে, ২০১৩ সকাল ৯:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: আরও +
০২ রা মে, ২০১৩ দুপুর ১:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: হৃদয়ের সুদ্ধতায় মিলে ভাল বন্ধু
ভাল কাজে বাড়ে জ্ঞান সিন্ধু
৩| ০২ রা মে, ২০১৩ সকাল ১০:১৮
কোবিদ বলেছেন: চমৎকার পংক্তিমালা।
দারুন হয়েছে, শুভেচ্ছা রইলো।
০২ রা মে, ২০১৩ দুপুর ১:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
নিকে আসার জন্য
শুভকামনা অনেক
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উদ্যোগ