![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
যখন আল্লাহু ব্যথিত আর কোন কিছুই ছিলনা তখনি নুর নবী হজরত সা আল্লাহর রাছুল
**************************
আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি নুর নবী হযরত
আমরা তার অনুগত সেরা উম্মত
আল্লাহর পর যার স্থান
সৃষ্টি মুলে কেউ নাই তার সমান
যত নবী রাছুল সবার সর্দার
আমরা তার মুক্তির দাবিদার ।
মোহাম্মদ মস্তুফা নুরুল আলা নুর
আলমে মাখলুখাত নুরে মুহাম্মাদি নুর । মুসলিম ও বুখারি
অর্থ আল্লাহর নুরে মোহাম্মদ পয়দা
নবীজীর নুরে তামাম জগত ও সৃষ্টি সমুদয় পয়দা ।
হাদিস লাওলাকা মা , খালাক তুল আফ লাক ।
ইয়া হাবিব যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোন কিছুই
সৃষ্টি করতাম না ।
আমার দার্শনিক মতামত
সৃষ্টি রহস্য
তিনি আদিতে নিরাকার হে রহমতের ভাণ্ডার
আকার নিলে এসে মানব বেশে
মোহাম্মাদ নামে অবশেষে
আল্লাহর ক্ষুত্রত কামিলে ঝিনুকে ছিলে
প্রলয়ে নুর ফাটিলে বিশ্ব ব্রহ্মাণ্ড সাজিলে
সেই নুর ত্রিভুবনে ভাসে
আরশে সাজরা তুল একিন ডালে ময়ূর বেশে ছিলে
আল্লাহু আল্লাহু রব তুলে সকল রুহ স্রিজিলে
তক্ষনি তারা ছালাম ভেজে এসে
ফেরেস্তা রূপ ধরে শিক্ষা দিলে ফেরেস্তারে
লৌহ কলম খোদার কালাম দিলে এঁকে আরশের উপরে
কালমা তে দিব্য ভাসে
নুর এল আদম আ এর কপালে ক্রমান্বয়ে আব্দুল্লার কপালে
জন্ম নিলেন মা আমেনার কুলে
সেরা আরবের কুরাইশ বংশে ।
আল্লাহু ও তার রাছুল কে চেনা এবং মানার নামই ঈমান ।
সংক্ষেপ ।
১৪ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: ছূবহানআল্লাহ কন
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৩ রাত ২:৫৬
ত্রিভুবন বলেছেন: