নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বিশ্ব মা দিবস , মধুর আমার মায়ের হাসি

১১ ই মে, ২০১৩ বিকাল ৩:২০





আজ বিশ্ব মা দিবস উপলক্ষে মায়ের জন্য মমতা

*********************************

পরিবেশ বন্ধু কবি









মধুর আমার মায়ের হাসি

জগত মাঝে তাই

এমন মায়ের মমতা ছবি

আর যে কোথাও নাই





সুখে দুখে মা যে আমার

স্নেহ মধুর পাই

কষ্ট সয়েও সবসময়ে তার

আচল মাঝে ঠাই ।



যা ছিলনা বুঝতে অভাব

শিখতে ভাষা চলা

ভাল মন্দ , ক্ষুভ আনন্দ

স্বাধীন সত্য বলা



আজ মনে হয় সবই

মোর সাজানো জীবনটাই

তারি ছোঁয়ায় হল গড়া

তুলনা যে নাই ।

বিশ্ব মা দিবস উপলক্ষে কবিতা

********************



*মায়ের দোয়া * এমজি,র, মাসুদ রানা



মধু ভরা এমন হাসি কোথা খুজে পাই

জগতে মা তোর তুলনা যে নাই

সকল শুন্য তোমা ছাড়া

তোর হাসি যে চাঁদ তারা

দেখলে একবার হাসির সে মুখ

জুড়ায় যে অন্তরা

আমি দেখব এমন মধু হাসি নয়নে সদাই ।

কাছে থাকলে প্রদিপ জ্বলে

না দেখলে আধার

শুনে তোমার মধুর বানী

প্রানে আঁকি আসার সঞ্চার

থাকলে সাথে মায়ের দোয়া কোথাও ভয় নাই ।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ দুপুর ২:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: মধুর আমার মায়ের হাসি
জগত মাঝে তাই
এমন মায়ের মমতা ছবি
আর যে কোথাও নাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.