নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

দেশ রক্ষা ও দেশ গড়ায় সচেতন সুনাগরিকের প্রতি আহবান

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সচেতন নাগরিক মাত্রই দেশ ও স্বাধীনতার জন্য উদ্ভুদ্য রাখে চিত্ত সজাগ

*************************



পরিবেশ বন্ধু *** ভাষণ , দেশ রক্ষা ও দেশ গড়ায় সুনাগরিকের প্রতি আহবান ।

*******************

ঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁঁ



প্রিয় দেশ বাসী ও বন্ধুগন

এই দেশ , এই বাঙালী জাতীর হৃদ স্পন্দন মিশে আছে ১ লক্ষ ৪৪ হাজার বর্গ মাইল জুড়ে ।

যুগে যুগে বাঙ্গালী জাতী একাত্মতার মধ্য দিয়ে নিজেদের অস্তিত্তের লড়ায়ে বীরের পরিচয় বহন

করে টিকিয়ে রেখেছে বিশ্ব মাঝে স্বাধীনতা ও ঐতিহ্যর গৌরব ।

স্বাধীনতার ৪২ বছর পর আমরা আজ কেন ? নিজেদের মধ্য বৈরিতার এক চরম সামাজিক , আর্থিক , রাজনৈতিক দণ্ডে দিধাবিভক্ত ।

যার পরিনতি ভয়াভহ সহিংসতার জন্ম নেয় এবং বিশ্ব বুকে নিজেদের কে হেয় করার যে প্রবনতা তা আজ বিবেকবান মানুষের জন্য মানবিক বিপর্যয় হিসাবে চিহ্নিত ।



হে রাজনৈতিক শোভাকাংকি কাণ্ডারি

আপনারা ১৭ কোটি মানুষের ভাগ্য উন্নয়ন ও জীবন নিয়ে হিংস্র খেলায় মেতে উটবেন না ।

যে দেশের শতকরা ৯৭ জন মুসলমান , এবং শতকরা ৯০ ভাগ মানুষ দারিদ্র সিমার নিচে

বসাবাস করে । বিশাল এ জাতী ৫২ , ৭১ পেরিয়ে বাস্তবিক জীবনে কত টুকু শান্তি বা স্বাধীনতার

স্বপ্নে বিভোর ।

৩০ +২ লক্ষ শহীদের রক্তে প্লাবিত বাংলার স্বাধীনতা অর্জন ১৭ কোটি মানুষের সার্বভূম একটি দেশ । সবারই আছে এদেশে স্বতন্ত্র সুখে স্বাধীন ভাবে বাঁচার অধিকার ।

যে দেশে মানুষের বাঁচার জীবন সংগ্রাম বড় বিচিত্র , নানা প্রতিকুলতার মধ্য দিয়ে নিজেদের

কে টিকিয়ে রাখতে হয় প্রকৃতির সাথে প্রনিনিয়ত দূর্বার চেতনায় । যেমন সাভারের ট্র্যাজেডি ,

ঘূর্ণিঝড় , বন্যা , পাহাড় ধ্বস , জলোচ্ছ্বাস ও জলবায়ু পরিবর্তন শীল নানা দুর্যোগ মোকাবেলায় । এসব হতে প্রান রক্ষা এবং নিজেদের সামাজিক অবস্থান খাদ্য , বশ্র , বাসস্থান , শিক্ষা , চিকিৎসা প্রভৃতির নেই উল্লেখ যোগ্য সংস্থান ও অভাব পূরণ ।



আজ অহেতুক রাজনৈতিক প্রোপাগান্ডায় এক দল অন্য দলের উপর প্রভাব প্রতিপত্তি দখল

বাজ মনোভাবে বাংলার কুল আজ রক্তাক্ত ।

যারা ভোট দেয় তারা নাগরিক আর যারা সেবার ব্রত লয়ে ক্ষমতায় যায় তারা নেতা ।

নেতা বানায় জনগন , দেশ কে নিয়মতান্ত্রিক ভাবে চালানোর জন্য , চুরি বা স্বার্থ সিদ্ধির জন্য নয় ।

হে জাতী , আমরা আজ স্বাধীনতার প্রশ্নে ৩০ লক্ষ বাঙ্গালী শহীদ আত্মার নিকট দায়বদ্ধ ।

স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন । যদি সব দল মত নির্বিশেষে এক্ষনি

একতার সিদ্ধান্তে জাতীয় ঐক্য নিজেদের স্বার্থকে দেশ গড়ার ও দেশ রক্ষায়

এগিয়ে না আসে তাহলে জাতীর ধ্বংস সমূহ অনিবার্য ।

বিবেকবান বুদ্ধিদিপ্ত নাগরিক গন সাবধান ।



মহাপরিচালক ***

জাতীয় গণতান্ত্রিক এক্য

ও বাংলাদেশ সামাজিক সুনাগরিক সংস্থা ।





কবিতা

*************

মুটূ বা একতায় এস সবে মিলে

দেশ গড়ি স্বপ্ন গড়ি

সাম্যবাদি সত্য আওয়াজ তুলে ।



এক হয়ে সব শ্রমিক কৃষাণ

জীবন সাজাই ভেদাভেদ ভুলে

বাঁচতে শিখি বাঁচার মত

ঘাত প্রতিঘাত ধলে ।



হিংসা , লোভ , ভ্রান্তি ক্ষুভ

নহে ভাল কাজ

পরিবেশ সাজাই স্নেহ মমতায়

গড়ি এস নব মন্ত্রে সুসভ্য সমাজ ।

মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: মুটূ বা একতায় এস সবে মিলে
দেশ গড়ি স্বপ্ন গড়ি
সাম্যবাদি সত্য আওয়াজ তুলে ।

এক হয়ে সব শ্রমিক কৃষাণ
জীবন সাজাই ভেদাভেদ ভুলে
বাঁচতে শিখি বাঁচার মত
ঘাত প্রতিঘাত ধলে ।

হিংসা , লোভ , ভ্রান্তি ক্ষুভ
নহে ভাল কাজ
পরিবেশ সাজাই স্নেহ মমতায়
গড়ি এস নব মন্ত্রে সুসভ্য সমাজ ।

২| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৫

লিটল হামা বলেছেন: ভচাপ্নি খুবৈ হেনচাম।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
ঈদ মোবারক
*************** ঈদ মোবারক
*******পরিবেশ বন্ধু কবি

আনন্দেরই ভেলায় চড়ে
ঈদ মোবারক আসে হৃদয় জুড়ে
মুসলিম সব ভেদাভেদ ভুলে যায়
ঘরে ঘরে খুশি বয়ে যায়
একতার এক বাধন গড়ে ঐ
ধনি গরিবের বিভেদ থাকেনা
মহব্বতের লয়ে নজরানা
বুকে বুকে মিশে কুলাকুলি করে ঐ
নব বারতার লয়ে সওঘাত
খোদার দরবারে করে সবে মুনাজাত
শ্রেষ্ঠ মানবতার মহত নজরে ঐ
তাই মাসুদ কহে হে বারিতায়ালা
মাফ চাহি গোনাহ কর দিল উজালা
দাও শান্তি ও কল্যান সবার তরে ঐ

৩| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভচ! মঠেল আরেপ খান ফেইল!

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: হে কেদা

৪| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১

সফদার ডাকটার বলেছেন: ভচের হেনচাম ফুডুটা আপডেট কৈরা দিসি,,


View this link

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: ডাঃ ইম্রানের খালাত্ত ভাই
ধন্যবাদ

৫| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫২

প্রত্যাবর্তন@ বলেছেন: লিটল হামা বলেছেন: ভচাপ্নি খুবৈ হেনচাম।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি
ধইন্না

৬| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

অপর্ণা মম্ময় বলেছেন: কবিতা , ভাষণ খুবই সৌন্দর্য হইছে। লাস্টের ফটুক দেইখ্যা ডরাইছি । মারতে চান ক্যান বন্ধু ভাই ?

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৬

পরিবেশ বন্ধু বলেছেন: বিশ্ব জগত দেখব আমি আপন হাতে মুটুয় পুড়ে
কাজী নজরুল ইসলাম
মুট অর্থ একত্র বা একতা বুঝায়
ধন্যবাদ মন্তব্য
ঈদ মোবারক

৭| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫৮

ভূতাত্মা বলেছেন: আসেন ভাই, সইত্য আওয়াজ তুলি |-) |-)

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: চেতনা ওয়ালা বাঙ্গালীরা কখনও অন্যায়ের নিকট মাথা নত করেনি , করতে জানেনা
শুভকামনা

৮| ৩১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০০

দায়িত্ববান নাগরিক বলেছেন: জয় বন্ধু ! :-B

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
ঈদ শুভেচ্ছা বন্ধু

৯| ৩১ শে জুলাই, ২০১৩ সকাল ৭:৩১

একজন আরমান বলেছেন:
ভচ আপনে তো স্বাধীনতার ৪২ বছর পরেও বাংলা ভাষাকে ধর্ষণ করলেন। এই দায়ে কি আপনার ফাঁসি আমরা চাইতে পারি না? :|

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: দর্শন আর ধর্ষণ এক নয়
এজন্য অ ,আ , ক ,খ শিখতে হয়
শুভকামনা

১০| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭

কান্ডারি অথর্ব বলেছেন:

ভচ আপনি আসলেই ভচ

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

১১| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৯

অদ্বিতীয়া আমি বলেছেন: এত ভাল ভাল কথা বইলা শেষে আইসা ঘুষি দেখাইলেন ক্যান বন্দু ভাই ? :-B :-B B:-/

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: ঘুষি নয়
এঁকে কয় মুষ্টি বা একতা
ধন্যবাদ মন্তব্য , ঈদ শুভেচ্ছা

১২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৫০

বিডি আমিনুর বলেছেন: ভচ কতা দেন আপনি সামু ছাইরা কোন দিন চলে যাবেনা না :!> :!>
আমি আপনার ভক্ত হয়ে গেলাম।
আম্নার মত জুকার আমার বয়সে দেখিনি।

জয় বাংলা জয় পরিবেশ ভন্দু।

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ঈদ শুভেচ্ছা

১৩| ০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০০

নতুন বলেছেন: বস আপনি আসলেই জিনিস.... এখন বুজতে পারতেছি দিনে দিনে...

আগে আপনার আজগুবী গল্প বিশ্বাস নিয়া প্রশ্ন করতাম....

এখন থিকা আর করবো না..... সরি বস...

আপনার মতন বসের পক্ষেই সম্ভব দুনিয়ার সব আজগুবী গল্পবিশ্বাস করা... :)

চালাইয়া যান... বস ,

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
ঈদ শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.