![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
স্বপ্ন খুজে
*********************
একদিন স্বপনে সে এল হৃদকাননে
যে দিল ভালবাসার ছুঁয়া
ঘুম থেকে জেগে বড্ড রেগে
ভাবলুম তারে ক্যামনে যাবে পাওয়া
ছুটি মেটূ পথ ধরে বাসনা অন্তরে
যদি মিলে যায় দেখা
কব কথা প্রান খুলে রঙিন স্বপ্ন দুলে
ফাল্গুনে জাল বুনি সেথায় একা ।
হেঁড়ে গলা ছেড়ে গান গাই জুড়ে
কোকিলের সুরে নিজে চুপসে যাই
দেখি কলসি লয়ে এক বালিকা ভয়ে
খুজিল কি যেন মনে ছুট পাই
নাম কি খুকি সুধাই তারে
বাঁকা নয়নে নজর কাঁড়ে
মিষ্টি ভাষায় কহে বসন্ত
আকাশে বাতাসে ওড়ায় পাখাসে
বাতায়নে লাগে দুলা বেজায় অনন্ত ।
২ ,
তার ঠিকানায়
********
সখি ভাবি বসে একা
কত রঙ মেখে
পাখির ডানায় এঁকেছি এ মন
ছুঁয়ে ছুঁয়ে মেঘ
হাওয়ায় হাওয়ায়
মাঠ আর পাঠে লভেছি জীবন
বৃষ্টির ছন্দে প্রান সজিব
নদী ও বনে মিশে যাওয়া ক্ষন
সূর্যের তাপ রঙিন ঘামে
বিজলী ও বজ্রে পড়েছি বসন ।
লুকুচুরি ছিল চাঁদের জোছনায়
ঝিলমিল জোনাকির আলোয়
পথটারে খুজা
তারা গুনে গুনে
সেই সে লগনে
আজও মন ছুটে শৈশব আঙ্গিনায়
ফুলে ফুলে তারে
কত না প্রহরে
ঘুধুলি বেলায় মন আবেশে হারায়
তার ঠিকানায় ।
তার ছবি আঁকা
************
আধারের বক্ষ থেকে ছিনায়ে তারে
এনেছি এ মন
আলোক সজ্জা কোথায় তবে
যার ছবি আঁকা ফাল্গুনী ক্ষন
বেনুবনে গান গাওয়া হল সাড়া
ভাবুক সত্ত্বায় তায় নজর ভারী
কেন তবে অন্তর
প্রিয়বেলা যতনে দিতে চায় পারী ।
আর যদি তারে
রেখে নজরে
অধর চুম্ভনে কিছু লভে উপহার
সেকি জানবে ফিরায়ে দিতে
মোর অধিকার ।
যাক বয়ে বেলা
তব শান্ত্রনা
মান অভিমান যত
পুস্প স্তব ঝরবে তত
তব জানি সেই কথা
অচেনায় ঢাকা
মনের অজান্তেই সত্য সায়রে
এই মনে চিরদিন রবে
তার ছবি আঁকা ।
১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যাবাদ বন্ধু
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪১
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর লিখেছেন ।।
ভালো থাকুন ।