![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আল্লামা গাজি আকবর আলী রেজভি সুন্নি আলকাদরি একজন আল্লাহর ওলি
**********************
, মাত্র ১২ বছর বয়সে তিনি কোরআন
হেফজ করেন , এবং ভারতের একটি ছুন্নি মাদ্রাসা থেকে টাইটেল পাশ করেন । জীবদ্দশায় তিনি বহু আন্দোলন সংরামের মধ্য দিয়ে তিনির সগ্রামি জীবন পরিচালনা করেন ।
ইসলামের বিরুদ্ধে এবং নবীজীর বিরুদ্ধে যারা সমালোচনা করেন তাদের বিরুদ্ধে তার বলিস্ট কণ্ঠ সদা সর্বদাই ছিল
ন্যায়ের পক্ষে ।
তিনি বেশ কয়েকবার বিশ্ব ফতুয়া বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন ।
তিনি বহু ইসলামী কিতাব রচনা করেন । সহজ বাংলায় তার আগে আর কেউ কোরআনের তফছির লিখেনি , তার লেখা কিতাবের সংখ্যা হবে প্রায় ৩ শতাধিকের উপরে । তিনি তার বাড়িতে নিজ প্রচেষ্টায় এতিমখানা এবং ছুন্নি আলিয়া / কারিয়ানা এবং মহিলা ও ক্যাডেট সহ নানা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন ।
এবং তার তরিকত ভিত্তিক আত্তাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেন ' রেজভিয়া দরবার শরিফ ; বর্তমানে তার
লক্ষ লক্ষ ভক্ত আশেক সটীক আকিদা লয়ে আল্লাহর পরিচয় লভিয়া ধন্য , গিনেস রেকর্ড অফ অয়াল্ড বুকে তার বয়স ১৫৩ বছর শীর্ষে স্থান লাভ করায় আমরা তাকে অভিনন্দন জানাই , আল্লাহ তাকে হায়াত দারাজ করুক আমিন , ভক্তকুল এর পক্ষে কবি মাসুদ রানা ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: Yesterday
AmaderShomoy.Com (আমাদের সময়.কম)
http://www.amadershomoy2.com
আমাদের সময় Amader shomoy.Com, daily news paper in bangladesh, The Editor of amadershomoy is Mr Nayemul Islam Khan
Like · · Share