নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আল্লাহকে দেখার অভিপ্রায়ে অলির দরবারে এক ইহুদির মুসলমান হওয়া

২২ শে জুন, ২০১৩ রাত ১১:২৭

আল্লাহর অলি আত্তাধিক মহামানব বায়েজিদ বোস্তাম রা ,

ইরানের কোন এক মসজিদে ভক্তদের নিয়ে আল্লাহর গুন কীর্তন

গাইছিলেন । হটাৎ এক ইহুদি এসে তার কথা বন্ধ করে দিয়ে বললেন

হে জ্ঞান তাপস যদি এই মুহূর্তে আল্লাহকে দেখাতে পারেন আমি

তওবা করে মুসলমান হয়ে যাব ।

আল্লাহর অলি লোকটি কে বললেন পাহাড়ে যাও , লোকটি কথামত

পাহাড়ে অবস্থান করলেন , হটাৎ এক মস্ত বড় ভাগ হুংকার ছেড়ে

সামনে দাঁড়াল , লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে অলির দরবারে

আরজি রাখল হুজুর আমাকে বাঘের দাড়ে পাটালেন আরেকটুঁ হলে

আমাকে খেয়েই ফেলত ।

এবার আল্লাহর অলি বললেন এই বাঘ টির মালিক আল্লাহ , তাকে ভয় কর ।

না হুজুর সে আমি মানিনা , আমি আল্লাকেই দেখতে চাই ।

এবার একটি গাছ দেখিয়ে বললেন এখানে যাও , লোকটি গাছে

আরোহণ করতেই দেখতে পাইলেন এক প্রকাণ্ড সাপ হা করে

আছে , এবার লোকটি আরও ভয়ে কম্পমান হয়ে এল এবং বলল

হুজুর সাপ আমাকে গিলেই ফেলত ।

আল্লাহর অলি বললেন এই সাপের মালিক আল্লাহ

এবার লোকটি বলল না হুজুর আমি আল্লাহকে নিজের চউখে না দেখে আর ফিরছিনা ।

আল্লাহর অলি এবার ইশারা করল দেখত

এবার সবাই দেখতে পাইল এক বৃদ্ধ লোক বাঘের পিষ্টে চড়ে

সাপটিকে হাতের লাটি বানিয়ে এদিকেই আসছে , হুজুর এ আবার কে

বায়েজিদ বোস্তাম রা বললেন এই লোকটি একজন মুমিন বান্ধা

সে আল্লাহকে না দেখে ভয় পায় এজন্য বাঘ এবং সাপ[ ঐ

লোকটি কে ভয় পায় ।

এবার ইহুদি তওবা করে মুসলমান হয়ে গেল এবং আর সবাই

আল্লাহর ক্ষুদ্রতি পায়ে লুটায়ে পড়ল ।

আল্লাহ ও রাছুল সা কে না দেখে বিশ্বাস করার মধ্যই মুমিন বান্ধার পরিচয় ও কল্যান ।

লাইলাতুল বরাতের রাত হোক সমগ্র জাতীর জন্য রহমত ।

এস সবে লুটায়ে পড়ি খোদার খুত্রতি পায়ে

শান্তি ও কল্যান আসুক সব মানুষের হৃদয়ে ।

নুর নবীজীর আদর্শ জীবন থেকে লই রহমত শিক্ষা

সত্য ও পুন্যপথে চলি হে মানব লই ব্রত দিক্ষা ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:০৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: নুর নবীজীর আদর্শ জীবন থেকে লই রহমত শিক্ষা
সত্য ও পুন্যপথে চলি হে মানব লই ব্রত দিক্ষা ।

২৩ শে জুন, ২০১৩ রাত ১:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ

২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:৩২

তামিম ইবনে আমান বলেছেন: কপি পেস্টু প্রুডাকশন। তবে পোস্টে কি নবিজীর কথা বলা আছে? প্রথম কমেন্ট দেখে তব্দা।

২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল করে পড়েননি
হয়ত চউখে ভাসেনি
ধন্যবাদ

৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫১

আলোর ভান্ডার বলেছেন: +++

২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

৪| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৬

অচিন তারা বলেছেন: এ ধরনের লেখা আরও চাই

:)

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +

৫| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: আল্লাহকে না দেখে ভয় পেয়ে একবার চিড়িয়াখানায় বাঘের অথবা কুমিরের খাঁচায় ঢুকে দেখতে পারেন। একটা ঈমানী পরীক্ষা হয়ে যাক।

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: দাওয়াত রইল আইসেন একসাথে যামুনে

৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:১৩

মায়াবী ছায়া বলেছেন: সুবাহানাল্লাহ্....
লাইলাতুল বরাতের রাত হোক সমগ্র জাতীর জন্য রহমত ।
এস সবে লুটায়ে পড়ি খোদার খুত্রতি পায়ে
শান্তি ও কল্যান আসুক সব মানুষের হৃদয়ে ।

২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ
মায়াবি ছায়া

৭| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৪

ইমরান হক সজীব বলেছেন: এবার আল্লাহর অলি বললেন এই বাঘ টির মালিক আল্লাহ , তাকে ভয় কর ।

আমি হলে বলতাম 'আল্লাহ এতো বোকা কেন যে তাকে ভয় করতে বলে । কোন পরম ক্ষমতাশালী, সর্বজ্ঞ্যানি, পরম করুণাময় তাকে ভয় করতে বলাটা একটা নির্বোধ আর শিশুতোষ আচরন'

২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৫

পরিবেশ বন্ধু বলেছেন: কেন আল্লাহ বিদ্বেষী কথা
বন্ধু
আল্লাহ এক নিরাকার নিরাঞ্জন
তার গুন গান গাওয়া এবং
তাকে ভয় করার মধ্যই তো
মানব জীবনের মুক্তি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.