![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আল্লাহর অলি আত্তাধিক মহামানব বায়েজিদ বোস্তাম রা ,
ইরানের কোন এক মসজিদে ভক্তদের নিয়ে আল্লাহর গুন কীর্তন
গাইছিলেন । হটাৎ এক ইহুদি এসে তার কথা বন্ধ করে দিয়ে বললেন
হে জ্ঞান তাপস যদি এই মুহূর্তে আল্লাহকে দেখাতে পারেন আমি
তওবা করে মুসলমান হয়ে যাব ।
আল্লাহর অলি লোকটি কে বললেন পাহাড়ে যাও , লোকটি কথামত
পাহাড়ে অবস্থান করলেন , হটাৎ এক মস্ত বড় ভাগ হুংকার ছেড়ে
সামনে দাঁড়াল , লোকটি ভয়ে কাঁপতে কাঁপতে অলির দরবারে
আরজি রাখল হুজুর আমাকে বাঘের দাড়ে পাটালেন আরেকটুঁ হলে
আমাকে খেয়েই ফেলত ।
এবার আল্লাহর অলি বললেন এই বাঘ টির মালিক আল্লাহ , তাকে ভয় কর ।
না হুজুর সে আমি মানিনা , আমি আল্লাকেই দেখতে চাই ।
এবার একটি গাছ দেখিয়ে বললেন এখানে যাও , লোকটি গাছে
আরোহণ করতেই দেখতে পাইলেন এক প্রকাণ্ড সাপ হা করে
আছে , এবার লোকটি আরও ভয়ে কম্পমান হয়ে এল এবং বলল
হুজুর সাপ আমাকে গিলেই ফেলত ।
আল্লাহর অলি বললেন এই সাপের মালিক আল্লাহ
এবার লোকটি বলল না হুজুর আমি আল্লাহকে নিজের চউখে না দেখে আর ফিরছিনা ।
আল্লাহর অলি এবার ইশারা করল দেখত
এবার সবাই দেখতে পাইল এক বৃদ্ধ লোক বাঘের পিষ্টে চড়ে
সাপটিকে হাতের লাটি বানিয়ে এদিকেই আসছে , হুজুর এ আবার কে
বায়েজিদ বোস্তাম রা বললেন এই লোকটি একজন মুমিন বান্ধা
সে আল্লাহকে না দেখে ভয় পায় এজন্য বাঘ এবং সাপ[ ঐ
লোকটি কে ভয় পায় ।
এবার ইহুদি তওবা করে মুসলমান হয়ে গেল এবং আর সবাই
আল্লাহর ক্ষুদ্রতি পায়ে লুটায়ে পড়ল ।
আল্লাহ ও রাছুল সা কে না দেখে বিশ্বাস করার মধ্যই মুমিন বান্ধার পরিচয় ও কল্যান ।
লাইলাতুল বরাতের রাত হোক সমগ্র জাতীর জন্য রহমত ।
এস সবে লুটায়ে পড়ি খোদার খুত্রতি পায়ে
শান্তি ও কল্যান আসুক সব মানুষের হৃদয়ে ।
নুর নবীজীর আদর্শ জীবন থেকে লই রহমত শিক্ষা
সত্য ও পুন্যপথে চলি হে মানব লই ব্রত দিক্ষা ।
২৩ শে জুন, ২০১৩ রাত ১:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ
২| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:৩২
তামিম ইবনে আমান বলেছেন: কপি পেস্টু প্রুডাকশন। তবে পোস্টে কি নবিজীর কথা বলা আছে? প্রথম কমেন্ট দেখে তব্দা।
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: ভাল করে পড়েননি
হয়ত চউখে ভাসেনি
ধন্যবাদ
৩| ২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫১
আলোর ভান্ডার বলেছেন: +++
২৩ শে জুন, ২০১৩ রাত ১:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
৪| ২৩ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৬
অচিন তারা বলেছেন: এ ধরনের লেখা আরও চাই
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ +
৫| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:২৪
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আল্লাহকে না দেখে ভয় পেয়ে একবার চিড়িয়াখানায় বাঘের অথবা কুমিরের খাঁচায় ঢুকে দেখতে পারেন। একটা ঈমানী পরীক্ষা হয়ে যাক।
২৩ শে জুন, ২০১৩ বিকাল ৪:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: দাওয়াত রইল আইসেন একসাথে যামুনে
৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ৯:১৩
মায়াবী ছায়া বলেছেন: সুবাহানাল্লাহ্....
লাইলাতুল বরাতের রাত হোক সমগ্র জাতীর জন্য রহমত ।
এস সবে লুটায়ে পড়ি খোদার খুত্রতি পায়ে
শান্তি ও কল্যান আসুক সব মানুষের হৃদয়ে ।
২৩ শে জুন, ২০১৩ রাত ১০:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: সহমতের জন্য ধন্যবাদ
মায়াবি ছায়া
৭| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২৪
ইমরান হক সজীব বলেছেন: এবার আল্লাহর অলি বললেন এই বাঘ টির মালিক আল্লাহ , তাকে ভয় কর ।
আমি হলে বলতাম 'আল্লাহ এতো বোকা কেন যে তাকে ভয় করতে বলে । কোন পরম ক্ষমতাশালী, সর্বজ্ঞ্যানি, পরম করুণাময় তাকে ভয় করতে বলাটা একটা নির্বোধ আর শিশুতোষ আচরন'
২৪ শে জুলাই, ২০১৩ দুপুর ১:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: কেন আল্লাহ বিদ্বেষী কথা
বন্ধু
আল্লাহ এক নিরাকার নিরাঞ্জন
তার গুন গান গাওয়া এবং
তাকে ভয় করার মধ্যই তো
মানব জীবনের মুক্তি
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৩ রাত ১:০৪
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: নুর নবীজীর আদর্শ জীবন থেকে লই রহমত শিক্ষা
সত্য ও পুন্যপথে চলি হে মানব লই ব্রত দিক্ষা ।