![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
লাইলাতুল বরাতের রাতে আমাদের করনীয়
**********************
* উত্তম ভাবে স্নান করা , নবী পাক সা বলেন ঐ রহমতের রাত্রিতে
যারা পবিত্রতা অর্জনের জন্য শরীর কে উত্তম ভাবে ধৌত করবে , তার শরীর থেকে যত ফুটা পানি ঝরবে ততটুকু রহমত বান্ধার আমলনামায় যোগ করে দেওয়া হবে ।
হাদিস সংকলন থেকে ।
* ঐ রজনিতে আল্লাহ পাক বান্ধার সারা বছরের ভাল মন্দ , আগামি দিন যেমন কাটবে সেই সব দিনের জন্য বান্ধার ঘটমান
জীবনী নির্ভুল ভাবে আল্লাহ পাক তা প্রত্যক টা মানুষের জীবন বিধানে তা লিপিবন্ধ করে রাখবেন এবং বান্ধার খেয়াল খুশি অনুসারে পবিত্র মনে এবাদতের মাধ্যমে তার নিকট যা চাইবে
আল্লাহ তাই কবুল করবে ।
* আল্লাহ পাক সপ্ত আকাশের উদ্ধ হইতে নিম্ন আকাশে অবস্থান
করবেন এবং বান্ধার রহমতি আর্জি শুনবেন ।
আল্লাহ পাক ঐ রজনিতে ফেরেস্তাদের ছুটি দিয়ে দেবেন এবং
মুমিন বান্ধাদের প্রতি অজশ্র নেয়ামত ও রহমত বিলায়ে দেবেন ।
* ঐ রাত্রিতে ফরজ নামাজের সাথে সাথে নুর নবিজির উপর বেশি বেশি দরুদ , ছালাম জ্ঞাপন করা উত্তম এবাদতে গন্য ।
নবী পাক সাল্লাল্লাহু আলায়হেওয়াছাল্লাম বলেন যারা আমার সাথে
বেহেস্তে যাওয়ার আশা রাখে তারা যেন আমার প্রতি বেশি বেশি দরুদ ও ছালাম জ্ঞাপন করে ।
* নফল এবাদত যত ইচ্ছা খুশি পড়া যায় ততই ছওয়াব ।
জিকির করা আরও উত্তম কাজ
আল্লাহ বলেন বান্ধা যখন আমাকে প্রান ভরে স্মরণ করে আমি
তার তত নিকটে থেকে তার প্রতি রহমত বর্ষণ করে থাকি ।
* কোরআন তেলাওয়াত করা আরও উত্তম । প্রতি অক্ষরে ১০
নেকি মিল্বে এবং হাসরের মাটে এই কোরআনের অক্ষর বান্ধার
জন্য রহমতের ছাতা হবে ।
এবং নবী পাক সাল্লাল্লাহু আলায়হেওয়াচ্ছাল্লামের জীবনাদর্শ আলোচনা করা আরও উত্তম ।
আল্লাহ আমাদের সবার জন্য লাইলাতুল বরাত কে এবাদত যোগ্য
করে , আমাদের কুলুসিত অন্তর থেকে পাপ তাপ মাফ হওয়ার
রহমত ও মুক্তি দিন , আমিন ।
২৪ শে জুন, ২০১৩ রাত ১:০১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
শুভকামনা রইল
২| ২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৫৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: অসংখ্য ধন্যবাদ বন্ধু
আল্লাহ বরকত ময় রাতে আমাদের রহমত ও নাজাত দিন
৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:০৯
গেস্টাপো বলেছেন: আওয়ামী লীগের ধ্বংস চাইয়া এইবার দোয়া করুম
২৪ শে জুন, ২০১৩ রাত ১:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: বান্ধা যা চাইবে বলা ও চাওয়ার আগেই আল্লাহপাক জানে
এতএব ইসলাম ও পবিত্র রাত কে লয়ে ভণ্ডামি মন্তব্য থেকে
বিরত থাকা স্বাস্থ্যর জন্য ভাল
৪| ২৪ শে জুন, ২০১৩ রাত ২:৫২
নিষ্কর্মা বলেছেন: যা যা বলেছেন, তার সবই তো শবে ক্বদরের জন্য প্রযোয্য বলেই জানতাম।
২৪ শে জুন, ২০১৩ বিকাল ৩:১২
পরিবেশ বন্ধু বলেছেন: হা তাও টিক অবিকল শর্ত শবেকদরেও প্রযোজ্য ।
মহামান্নিত মর্যাদা পূর্ণ রাত হাজার মাস হইতে উত্তম , যে কয়টি
রাত উত্তম , শবে মেরাজ , শবে বরাত , শবে কদর , দুই ঈদ ,
এবং ঈদে মিলাদুন্নবি সাল্লাল্লাহু আলায়হেওয়াচ্ছাল্লাম ।
©somewhere in net ltd.
১|
২৪ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬
মুকুল সালাহউদ্দীন বলেছেন: আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ধন্যবাদ ভাল থাকবেন,