![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
কবি কি সমাজে শুধুই ছবি
***************
কবি শেখ সাদি সাধারন পোশাক পরিধান করে গিয়েছিলেন
বাদশাহের দরবারে । খবর শুনে এবং সাধারন পোশাকের জন্য
অতি সাধারন মানুষ মনে করে ,যৎসামান্য আপ্যায়নের ব্যাবস্থা
করলেন । তাও চাকর বাকরদের দিয়ে । চলে এলেন দরবার ত্যাগ
করে তিনি অগোচরে । বেশ কিছুদিন পর আবার ঝাক জমক ও
জরির পোশাক পড়ে বাদশাহের দরবারে উপস্থিত ।
পরিচয় জেনে বাদশা আমির ওমরাহ্ তার অমাত্যগন বিপুল ভাবে
যত্ন আত্তি করতে লাগলেন এবং কবির আগমন সংবাদে বিরাট
ভুঁড়ি ভোজের আয়োজন করলেন । সয়ং বাদশা এটা অটা এগিয়ে
দিতে লাগলেন ।উপস্থিত সবাইকে অবাক করে দিয়ে কবি খানা দানা তার পোশাকের পকেটে ভড়তে লাগলেন ।
বাদশা নিরব থেকে অবশেষে বললেন বেয়াদবি মাফ হয় , এমন কি
ভুল আমাদের হল যে এই আচরন জানতে চাই দয়া করে ।
কবি এবার উটে দ্বারায় বাদশা নন্দন বেশ কিছুদিন আগে সাধারন
পোশাকে এই আমিই এসেছিলাম মুল্যায়ন ছিল অনেক অনেক
কম
আর সেই আমি দামি পোশাকে কতই না কদর , তাইলে খানা
আমি কেন ? আমার পোশাকের খাওয়া উচিৎ ।
সকলেই এবার মাথা নত করলেন ।
আমরাও ইতিহাস থেকে একটা মস্ত শিক্ষা পেলাম ।
পোশাকে মানুষের পরিচয় নয় । কর্মই তার সটীক গন্তব্য এগিয়ে
নিয়ে যায় ।এবার আমার কথা কেউ কাউকে ছোট চোখে
দেখবেন না । যার যে ওজন তার তেমন সমাজে স্থান ।
যুদ্ধ নয় বিভ্রান্তি নয় শান্তি চাই শান্তি শুধুই শান্তি ।
©somewhere in net ltd.