![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমার দেশ
***********
ভোরের উদয় রবি ছড়িয়ে দেয় যে হাসি আমার বাংলাদেশে
সেই হাসিতে কত যে তারুন্য ইতিহাসে রয় মিশে ।
হাজার সপ্নে গড়া এই যে ছবি
রয় দৃশ্য পটে আঁকা
অগনিত মানুষের ভিড়ে তার সাজান বাগান
কত যে মমতা ডাকা
কত বীরোচিত মানুষের জীবনে জাগে সে বিজিত বেশে ঐ
বিশ্ব বিবেকের তীর্থ ভুমি
এই সুন্দরবন আর হিমালয়
নদী ও হাওর ,সমুদ্র সৈকত
দৃশ্য সব কতই না বৈচিত্র্যময়
কবি ও শিল্পির তুলিতে বাউলের সুর আর পাখিদের বুলিতে
চির সবুজ ছোট গ্রাম মেট পথ অপরূপ দেখায় মমকেশে ঐ
০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো