নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

দেশের গান , মুক্তির বারতায়

০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

একটি জনসচেতন মুলক গান



************

*********** শান্তির বারতায় আমরা সবাই

এস এক হয়ে দেশটা সাজাই

নহে অন্যায় অসত্য সন্ত্রাস

নহে বিশ্রিংখলা আর অবিশ্বাস

গড়ব মিলে সুশীল সমাজ

জাগরন ও বন্ধনে এস সাম্যর পতাকা ওড়াই ঐ

সবার মুখে ফুঁটায়ে হাসি

নব প্রজন্মের স্বপ্ন দিগন্ত খুজি

চির মমতায় নব আয়োজনে

পরিবেশ গড়ি , এস সবাই সবার পাশে দ্বারাই ঐ

গরিব নিঃস্ব অসহায় যত

তারাও মানুষ আমাদের মত

কেন ওদের লাঞ্ছনা উপহাস

এস সকলে এদের মুখেও হাসি ফুটাই ঐ



*এই আমাদের দেশ *

এম,জি,র মাসুদ রানা



এইআমাদের দেশ , এই আমাদের দেশ

স্বপ্ন মধু ভরা আমার বাংলাদেশ

ছোট্ট সোনার গাঁ গাছে গাছে ঢাকা

বয়ে চলে নদী সেথা আঁকা বাঁকা

মাঠ রয় সাজানো ছবির মত অপরূপ বেশ ।

বনে বনে ফুল ফুটে ফল ধরে গাছে

গান গেয়ে পাখিরা ডালে ডালে নাছে

মেঠূ পথ চলে যায় দুর সিমানায় রূপের নাই শেষ ।







, আমার দেশের এই মাঠির তরে মনরে

দেখলে জুড়ায় নয়ন ভরে



রাঙ্গা রবি ছড়ায় হাসি পুব আকাশের গায়

জাগে পাখি কলতানে গাছের ও শাখায়

নব রূপে উদয় সবি তায় নতুন ভোরে ঐ



ভরা নদী নিরবধি বহে দূর গায়

দুকুলে তার জল টল মল মাঠের কিনারায়

বনের বৃক্ষ লতা ফুলে ফুলে ভ্রমর কত ওড়ে ঐ



মাঠে মাঠে সোনার ফসল বায় বাতাসে দুলে

তরুলতায় সজীবতা দেখায় নানা ফল ফসলে

মেঠূ পথে শোক নো পাতা হাওয়ায় কভু ওড়ে ঐ





মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:২৭

আরজু পনি বলেছেন:

ছবি এবং লেখা দুটোই বেশ ভালো লাগলো ।

বানানের ব্যাপারে আরেকটু সাবধান হওয়া প্রয়োজন।
শুভকামনা রইল।।

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ১০:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপু ।।

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ২:৩৯

নাজিম-উদ-দৌলা বলেছেন: সুন্দর লিখেছেন।
বেশ কিছু বানান ভুল দেখছি, এডিট করে নিলে ভাল লাগবে।

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৯

কবিেহপী বলেছেন: পরিবেশ সংক্রান্ত যেকোন সংবাদ, ফিচার, আর্টিকেল, ফটো, ভিডিও সহ তথ্য পেতে যুক্ত থাকুন

http://www.bdenvironment.com/ সাথে।

বিজ্ঞাপন করার জন্য মনে কিছু নিবেন। ইহা একটি অলাভজনক পোর্টাল। ধন্যবাদ।।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:২২

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৪| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪

প্রত্যাবর্তন@ বলেছেন: দেশাত্ববোধক লেখা ভাল্লাগলো

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
দেশ প্রেম ঈমানের অংশ বিশেষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.