![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা ।
*************** দেশবাসী ও বন্ধুগন
**************
দেশ আজ , আর্থিক , সামাজিক , ও রাজনৈতিক ক্ষেত্রে মানুষের নৈতিক একতা ও ভাবনার
মধ্য বিশাল ফাটল দেখা দিয়েছে ।
এতে আমাদের দেশের চালিকা শক্তি বা প্রশাসন এর দায়ভার অনেকাংশে জনগনের সেবা থেকে
প্রায় বিচ্ছিন্ন বললেই চলে ।
এক দল অন্য দল কে দাবিয়ে রাখার যে কর্মকাণ্ড তা সমাজের একটি মস্তবড় কঠিন ব্যধি ।
এ ভাবে দেশ ও দেশের উন্নয়ন বহুলাংশে বিগ্নিত ।
টি , আইবির জরিফে বাংলাদেশ বিশ্বের বুকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান ।
আজ দাতা ধনি দেশ গুলু আর বাংলাদেশের জন্য কোন বরাদ্ধ দিতে অনিহা প্রকাশ করে ।
সরকারের বিরাট বড় ব্যায়বহুল বাজেট বাংলাদেশের অর্থনৈতিক এবং দ্রব্যমুল্যর উপর চাপ
বাঁড়ায় ।
এতে দেশ বিনিময়ের মাধ্যমে তার আর্থিক সংকট মোকাবেলা করে । যেমন টিপাইমুখ বাধ ।
যার বিনিময় দেশের সামান্য অর্থনৈতিক উপকার কিন্তু ক্ষতি বিরাট
ভবিষ্যতে সিলেট এর প্রধান নদী সুরমা এবং কুশিয়ারা সহ সারা অঞ্চল মরুভূমি হয়ে যাবে
এবং লক্ষ লক্ষ একর জমির ফসল নষ্ট হবে । যার ফলে দেস্খা দেবে দুর্ভিক্ষ ও ক্ষরা ।
সুনামগঞ্জের হাওর টাঙ্গুয়া , হাকালুকি সহ নানান বিল লিজ দিয়ে সরকার সামান্য মুনাফা
পায় কিনা সন্দেহ অথচ লক্ষ লক্ষ জমির ফসল উৎপাদন বিগ্নিত এবং হাজার হাজার জেলে
তাদের জীবিকা অর্জন মাছ চাষ থেকে মুনাফা বঞ্চিত ।
সুন্দর বন কে ভারতের কয়লা বিদ্যুত করার রায় দেয়ায় সরকার সামান্য মুনাফা পাবে কিন্তু
চিরদিনের জন্য বিশ্বের তীর্থভুমি অনিন্দ্য মনোরম বিশাল বনাঞ্চল হারাবে তার স্বকীয়তা ।
এবং এখনই হাজার হাজার গাছ কেটে তারা সয়লাভ ।
বাংলাদেশ ১৪৪ হাজার বর্গ কি,মি সিমান্তের বেড়ি খুঁটি ছিল যা বাংলার দালাল এবং ভারতের
যোগ সাজসে সব চুরি হয়ে গেছে ।
এসব খুঁটির ভিতরে শক্তিশালি ইউরেনিয়াম , ও রেডিও ট্রান্সমিটার বিশেষ ডায়নামো ছিল
যা আজ চুরের হস্তগত এবং বাংলাদেশ সিমান্ত অরক্ষিত ।
ভারত এ পর্যন্ত ২১৫ জন নিরীহ বাঙ্গালী কে খুন করেছে এবং শত শত নারির সম্ভ্রম এদের
নিকট বলি ।
সুধু তাই নয় বাংলাদেশের শেয়ার বাজার গারমেন্স খারকানা সহ গুরুত্ব বহু সব ধরনের মালিকানায়
এদের কর্তিত্ত ঈর্ষা মুলক ।
অথচ বাঙ্গালী রা আজ পর্যন্ত এদের নিকট থেকে কোন সুযোগ সুবিধা পায়নি । যেমন গঙ্গার পানি বণ্টন , সমুত্র সিমানা এবং কক্সবাজার চত্রগ্রাম নৈউপরিবহন সহ পার্বত্য চুক্তি এখনও
দুদুল্যমান ।
আমাদের সামরিক শক্তিকে এরাই বিভিন্ন উপায়ে করেছে দুর্বল ।
আমাদের এক্য স্থাপনের মধ্য দিয়ে এ সমস্যার সমাধান করা এখন সময়ের জন্য জরুরী ।
হে স্বাধীন মনা বাঙ্গালী আমরা আর কত পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকব ।
এস ৭১ এর শহীদ রক্তকে ছুয়ে পন করি
আর নয় কারও নিকট মাথানত
দুনিয়ার মজদুর দুনিয়ার বাঙালি সব এক হও ।
প্রজ্ঞাপনে
বাংলাদেশ সামাজিক নাগরিক সংস্থা ।,
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: সত্য কথা ধন্যবাদ
২| ০৬ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৭
স্বপ্নবাজ অভি বলেছেন: শিরোনামের "উট" বানান টা আগে ঠিক করেন !
এই হচ্ছে অবস্থা দেশের !
০৬ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: হুম
৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১২:১৬
সফদার ডাকটার বলেছেন: সমুত্র সিমানা এবং কক্সবাজার চত্রগ্রাম নৈউপরিবহন সহ পার্বত্য চুক্তি এখনও দুদুল্যমান ।
অদ্ভুত 'উট' আর কিম্ভুত পুস্ট
০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই তাই
ধন্যবাদ
৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:১০
মামুন (১০৮) বলেছেন: শব্দ গঠনের আধুনিকায়নের বিবেচনায় মাসাধিক কাল ব্যাপি পোষ্টটি স্টিকি রাখা হোক।
০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: হুম
৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৩:১২
নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: রাইতে ঘুমাই না, জাইগাই থাকি!
এমুন দুর্দশা কেনু???
০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২১
পরিবেশ বন্ধু বলেছেন: আমরা আবাল বাঙ্গাল তাই
দুর্দশার শেষ আর নাই
ঘন্যবাদ
৬| ০৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭
বটবৃক্ষ~ বলেছেন: আর কত পরাধীনতার শ্রিংখলে আবদ্ধ থাকব ।
বানানের এ অবস্থা থাকলে সারাজীবনই পরাধীন থাকতে হবে ভায়া!!
প্লিক একটু কি ঠিক করে দেয়া যায়না!!??
০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:২২
পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তো
সব এডিটে টিক হয়ে যাবে ।
৭| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৬
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: এইখানে না একটা কোবতে ছিলো ??
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: মজলুমের কান্না
************
আর কত নিষ্কণ্টক পথ করে অতিক্রম
বুকের রক্ত শিখা করে জল
দিয়ে এই মজলুমের সব টুকু পরিশ্রম
কি অধিকার থাকে সমাজে
বিনিময়ে কষাঘাত নিঃশেষে
ধুক ধুক প্রান
না খেয়ে হয় আরও দুর্বল
দাও ফিরায়ে সে অধিকার
ন্যয্য সম্মান আর বাঁচার মত বুক ঠান
মাথা উদ্দ্যত করে
চাই শান্তির এক মুহূর্ত নিঃশ্বাস ।
এই তো কবিতা
শুভকামনা
©somewhere in net ltd.
১|
০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫১
জাহাজ ব্যাপারী বলেছেন: দালালে ছেয়ে গেছে দেশটা!
আর দেশপ্রেমের ভেকধারীর অভাব নেই।