![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
হে দুত যাও নব রাজ্য / দেখে এস আমার নব অথিতির বিচিত্র ভুবন ।
অবশ্যই আদেশ যথাজ্ঞা পালিত হবে মাবুদ কিন্তু কোথায় সে জাগতিক আভাস ভৌম , আর কেনই বা স্বর্গরাজ্য ছেড়ে নব রাজ্যর
আয়োজন ।
আমি যা জানি এবং যার অভিপ্রায়ে তা । তোমার বোধগম্য নাও হতে
পারে , দুত ভয়ে কম্পিত হয়ে শত সহস্র বার সিজদায় লুটায় তার প্রভুর ক্ষুত্রতি পায়ে ।
স্বর্গ রাজ্য ছেড়ে অসীমের পথে দুত দিল ডানা মেলে ।।
বিশাল মনোমুগ্ধকর এক জাগতিক অপরুপ সুন্দরয্য মায়াবি নয়নভিরাম সমতলে তার রথ থামে ।
বিশাল আকাশের ঝিমিমিলি ধুয়াশায় মেঘ আর পবনের সেকি উন্মাধনা ।
ধুলি ধুসরিত মরুর বুকে লু হাওয়া ।
অশান্ত সবুজ বাতায়নে পল্লবি চিত্রল শোভা বর্ধন আঁকে প্রকৃতির
দৃশ্য ছবি ।
নব আগুন্তুক এই প্রথম জগতের মাঝে তার পদস্থলন দিল একে ।
ঝরু হাওয়া আর মিশেল বালিকনা চোখে মুখে এসে লাগে
ক্ষনিকের এক বজ্রশিখায় যেন প্রচণ্ড উম্মাদনা । নিজেকে সমর্পণ
করে নব অন্নেসায় , এবার সম্মুখে দৃষ্টি মেলে , এক প্রজাপতি সপ্ত
রাঙা তার পাখনা ।
দুদুল্যমান জরু হাওয়ার সাথে তার নিষ্কণ্টক
লড়াই ।
আর কত টিকবে । দুত প্রজাপতির গাঁ দিল ছুঁয়ে , আরও শক্তিশালি আরও নব সজিবতায় নবসাজে প্রানদিপ্ত উল্লাসে ছুটে
সে গুনগুন গান ধরে হারিয়ে যায় সবুজ কাননে ।
এবার আগুন্তুক সামনে দৃষ্টি প্রসারিত করে //
সমুত্রের গর্জন বিশাল ফেনিল জলরাশির উচ্ছাস ভেঙ্গে পড়ে তার
পায়ে ।।
আকাশের মেঘে মেঘে যেন তার সাথে গভীর মিতালী ।
দুতের মনে আনন্দ জাগে
বিশাল ডানা প্রসারিত করে নেমে পড়ে সমুত্রের বুকে , জড়ায়ে তারে করে আলিঙ্গন ।
স্বচ্ছ জলরাশির সাথে তার শিহরন জাগে , আহাদে আনন্দে
জলকেলি করে সুখ পায় অতি । হটাত দেখে একটা প্রানি
ছুট ছুট পাখনা মেলে ছাড়ি দীর্ঘশ্বাস , ক্ষিনপ্রানে জলতরঙ্গে ভাসে ।
বাচার সেকি আকুলতা । দুত তারে দিল ছুঁয়ে , নবপ্রান পেয়ে
নব উল্লাসে তড়পায় জলে মিশে যায় সমুদ্র বক্ষে ।
এবার দুত সম্মুখে দেখে বিরাট এক পাহাড় সারি । উটে যায় অনায়াসে তার গভীর বক্ষ ভেদ করে , পায় অনিন্দ্য সুন্দর সবুজের
হাতছানি । এত সুন্দর ফুলের সৌরভ যেন স্বর্গরাজ্য আজি নেমে আসে এ ধুলির ধরায় ।
সাদা লাল নিল সবুজ হলুদ কম্লা আর বেগুনি রঙে রঙধনু সাজে
পত্র পল্লবে ।
একটা ফুল নিজেকে এত আকৃষ্ট করে যে , তারে লভিবারে যেই
দুত বাড়াইল পাখা অমনি স্বর্গ তোরণ গেল খুলে ।আওয়াজ এল ভেসে হে দুত আর
ফুল তুলিওনা তোমার কারয্য শেষ এবার আদেশ ফিরে এস ।
দুত আরহনে চড়ে তার প্রভুর সামনে নত করে মস্তক ।
প্রভু যা দেখিবারে পাই তা বর্ণনার আদেশ যদি পাই
প্রভু কহে হে দুত সব আমি জানি
এটাই হবে মানবের পরিক্ষা শালা যা তুমি দেখে আসলে
তার নাম হবে জগত , এক রহস্যময় মায়ার বেড়াজাল
যে সেখান থেকে ভাল কিছু ফল নিয়ে আসবে তারাই হবে আমার
প্রিয় আর জান্নাতের বাসিন্দা আর ভুল করে যারা আসবে তাদের
হবে চরম শাস্তি ।
দুত , হে আল্লাহ ধৃষ্টতা ক্ষমনিয়
তবে প্রজাপতি কে ?
প্রভু , মানবের জান
মৎস্য টা , কি ?
মানবের , বিশ্বাস ।
আর , ফুলেরা কি ?
প্রভু , মায়াজাল
চলবে <><> ??
সবার নিকট প্রশ্ন , দুতের নাম কি ?
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
ভাল থাকেন সব সময়
©somewhere in net ltd.
১|
০৬ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩০
টুম্পা মনি বলেছেন: ভালো লাগলো।