![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
কবি সমাজ বাংলাদেশ ********** সুচেনা বার্তা
একটি স্বাধীন সাহিত্য সংঘটন
বাংলা ভাষা পুষ্পটিত হোক মেধা ও মননে মানবের তরে .
কবি সমাজ বাংলাদেশ
এর শুভ আয়োজন
*********************
সাহিত্য জীবনের প্রতিটি অধ্যায় এর স্বরূপ বিশ্লেষণ । সমাজ ও প্রকৃতির মর্ম বেদনা ফুটে উটে তার আরশিতে ।
সময়ের কালক্ষেপনে ধরণীর বৈচিত্র্যময় রূপ ভাসে সাহিত্যর সৃজনশীলতায় । তাই ত কবি , সাহিত্যিক লিখিয়ে দার্শনিকগনের ভাবনায় ধরা পড়ে সাহিত্য রস । সৃষ্টি হয়
ছন্দ , কবিতা , গল্প নাটক উপন্যাস , সুরের উচ্ছ্বাস ।
সাহিত্যর বিচার করা খুব শক্ত । তবুও যারা মুক্ত মনে লিখতে ভালবাসে এবং সুপ্ত প্রতিভাকে মেলে ধরার জন্য উদার ভাবনায় সাহিত্য পরিষদে সদস্য হতে ইচ্ছুক শুধু
তাদের জন্য আমাদের দরজা খোলা ।।
আমাদের সাহিত্য সংঘটনের নাম
কবি সমাজ বাংলাদেশ ।।
১ । নির্বাচিত লিখিয়ে বন্ধুদের লেখা [ কবিতা , ছড়া , গল্প , নাটক , ভ্রমন , অন্যান্য চমকপদ ] লেখা নিয়ে বছরে এক বা একাধিক সাহিত্য সংকলন বের হয় ।।
২। বছরের সেরা লিখিয়ে বন্ধুকে পুরস্কার প্রদান করা হয় ।
৩ । লেখা অবশ্যই কবি সমাজ বাংলাদেশ এর পেজ এ পোস্ট করতে হবে অথবা ইমেইল এ পাটাতে হবে ।।
ইমেইল mashudrana82k@gmail,com
mobail 01794513741
যে কোন রাস্ট বিরুধী অথবা হিনমন্য বক্তব্য অবশ্যই অগ্রহনযোগ্য ।।
লেখা বিবেচনা সম্পাদক মণ্ডলীর বিচারে চালিত হবে ।।
আমাদের নিকট চিটি লেখার ঠিকানা ।
সাহিত্য পত্র
সূচনা ,
কবি সমাজ বাংলাদেশ । মিরপুর ঢাকা ১২১৬ ।।
মিরপুর ১২ , ডি , এইচ , এস , ও বাসা ১০৩ । কক্ষ নং ৫ ।।
মননে ও মেধায় আমাদের সাহিত্য প্রতিভা উজ্জ্বল হোক প্রতিটি লিখিয়ে বন্ধুদের তরে ।।
সম্পাদক ,
সুচেনা সাহিত্য পরিষদ
ঢাকা মিরপুর ১২ ১৬
gmail *** [email protected]
mobail 01938788933
কবি সমাজ বাংলাদেশ ********** সুচেনা বার্তা
একটি স্বাধীন সাহিত্য সংঘটন
বাংলা ভাষা পুষ্পটিত হোক মেধা ও মননে মানবের তরে সম্পাদক , সুচেনা সাহিত্য পরিষদ
ঢাকা মিরপুর ১২ ১৬
gmail *** [email protected]
mobail 01938788933
১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: চেনা অচেনার মুহূর্ত
নিজেকে ভাসিয়ে সায়রে
কি যেন কি নাই হাতরাই শুন্যতারে
আবছা আধারে হটাৎ মনে পড়ে
যে ছিল অতি আপনার এ হৃদয় জুড়ে
আজ মনে হয় লক্ষ যোজন দিয়ে পাড়ি
সেই চেনা মুখ অচেনার শ্রুতে করে দল ভারি
ঝিলিমিলি আলেয়ার আলোয়
শুধুই দীর্ঘশ্বাস আর লুকুচুরি
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: মজলুমের কান্না
************
আর কত নিষ্কণ্টক পথ করে অতিক্রম
বুকের রক্ত শিখা করে জল
দিয়ে এই মজলুমের সব টুকু পরিশ্রম
কি অধিকার থাকে সমাজে
বিনিময়ে কষাঘাত নিঃশেষে
ধুক ধুক প্রান
না খেয়ে হয় আরও দুর্বল
দাও ফিরায়ে সে অধিকার
ন্যয্য সম্মান আর বাঁচার মত বুক ঠান
মাথা উদ্দ্যত করে
চাই শান্তির এক মুহূর্ত নিঃশ্বাস ।