নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কবি সমাজ বাংলাদেশ ।। সম্পাদকীয়

০৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৩





mashud.rana কবি



সম্পাদকীয় বার্তা

*************

সংশ্লিষ্ট সংঘটন

১ , আহবায়ক ' বাংলাদেশ সামাজিক সংস্থা ।

২, কবি সমাজ বাংলাদেশ ।

৩, তরিকত এক্য বাংলাদেশ ।

৪, সংবাদ মাধ্যম সেবা ইউনিয়ন বাংলাদেশ ।

৫, জাতীয় বৃক্ষ রোপণ কমিটি

৬, বন্ধুসভা সেবা কল্যান গং

৭ , জাতীয় ইমাম কমিটি ।

৮, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধ কমিটি ।

৯, দ্রুবতারা সাংস্কৃতিক এক্য

১০ , জাতীয় তেল , গ্যাস রক্ষা কমিটি ।

১১ , সুমতে চল নাগরিক সমাজ ।



বাংলাদেশ সুচনা বা সুমতে চল নাগরিক সংস্থার ১২ দফা পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন ।

লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ

******************

** বাংলা সংস্কৃতির এতিহ্য ধারাবাহিকতা বজায় ও সংরক্ষণ ।

** সুশীল সমাজ গঠনে লাইব্রেরী ও বই পড়া কর্ম শালা ।

** সাহিত্য বিষয়ে সৃজনশীল মননে মহা মুনিশিদের জীবন আলেখ্য সভা সেমিনারে উপস্থাপন ও পরবর্তী প্রজন্মের নিকট মেধা বিকাশে সটীক ধারনা জন্মানো ।

** সেবা ও সমাজ কল্যান মুলক কর্ম কাণ্ডে অংশগ্রহন ।

** শিশুদের বিকাশমান মেধা ও মননে উৎসাহ সৃষ্টির লক্ষ্য বিভিন্ন কর্মশালা ।

** দুঃস্থ , প্রতিবন্ধি ,ও নির্যাতিত মানুষের পাশে এগিয়ে আসা এবং জনকল্যান তহবিল গঠন ।

** দুর্নীতি ও সন্ত্রাস মুক্ত জাতী গঠনে সব মহলের সংশ্লিষ্ট সহযোগিতায় দৃঢ় প্রত্যয় ও সম্পর্ক উন্নয়ন ।

** শোষণ মুলক সাম্রাজ্যবাদ নীতির গেঁড়াকল থেকে দেশ কে মুক্ত এবং শোষকদের কবল থেকে নির্যাতিত সাধারন প্রজাদের দিক নির্দেশ স্থায়িত্তে উপযুক্ত

আবাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা ।

** গণসচেতনতার মধ্য দিয়ে উপযুক্ত পরিবেশে ভাল কাজে উদ্ভুদ্য করা ।

** বৃক্ষ রোপণ , কাজের বিনিময়ে খাদ্য কর্ম সূচি / রক্তদান , স্বাস্থ্য সেবায় নিজেকে সমর্পণ ও যোগাযোগ রাখা ।

** এবং শিক্ষাঙ্গনকে সন্ত্রাস মুক্ত রাখার বাস্তব মুখি পদক্ষেপ গ্রহন ।



তবে এই হোক অঙ্গিকার /

দেশ ও দেশের মানুষ হয়ে সব আপন

গড়ে তুলি সাম্য ও ন্যায়ের এক মস্ত বাধন ।

বাস্তবায়নে

আমরা সব বাঙ্গালী । দেশি / বিদেশী ।

কর্মপরিকল্পনায় <> <> ?

বাংলাদেশ সুমতে চল নাগরিক সংস্থা ।

সবার পক্ষ থেকে

জেনারেল***

এম জিল্লুর রহমান মাসউদ মিয়া ।

কবি ও সংঘটক

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৮

পরিবেশ বন্ধু বলেছেন: সম্পাদকীয়

২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:১০

আমি বাঁধনহারা বলেছেন:



ভালো লাগলো:+++++++

আপনার উদ্যোগ সফল হোক।


ভালো থাকবেন
মনে রাখবেন!!!!

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধব্যবাদ কবি বন্ধু
অনেক দিন পর নিকে আশা
আবারও কি সেই দিন ক্ষন আসবে
মজা আর আনন্দে টাঁসা

শুভেচ্ছা তাই
ভাল থাকা চাই

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: আজ বিশ্ব বন্ধু দিবস অতপর কবিতা
**** পরিবেশ বন্ধু

বন্ধু স্বজন অনেক আপন
যদি খাটি রয়
রক্তের চাইতেও বেশি গাঁড়
ঘটলে পরিচয় ।।
ভাবনা যত অবিরত
শেয়ার করা যায়
বিপদ আপদ আসলে ক্ষনে
বন্ধু পাশে রয় ।।
জীবন তরির যত উৎসব
ভাল বন্ধু হলে
সব জলসাগরে ভাল মন্দে
বন্ধু আপন মিলে ।।

৩| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৮:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: কবি সমাজ বাংলাদেশ ।। সম্পাদকীয়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.