![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
রমজানের পবিত্রতায় আমাদের দয়াল নবীজীর বানী থেকে শিক্ষা
******************** পবিত্র মাহে রমজান / ও আমাদের করনীয়
*****************
পরিবেশ বন্ধু
কবি ও সুবক্তা
১, নবীজী বলেন , মিথ্যা কথা বলার সাথে সাথে ফেরেস্তারা দূরে সরে যায় এবং শয়তান নিকটে
ভিড়ে । মিথ্যা বলা থেকে নিজেকে বিরত থাকা উত্তম ।।
২ । হিংসা ও লোভ মানবতা ধ্বংস করে । নবীজী বলেন যার মধ্য তিল পরিমান হিংসা থাকবে
তার জন্য বেহেস্তের দরজা বন্ধ । এবং তার এবাদত আল্লাহর নিকট কবুল হবেনা ।
৩ । নবীজী বলেন পবিত্রতা ঈমানের অংশ বিশেষ । সদা সর্বদা পবিত্র থাকা এবং হৃদয় কে
অপার্থিব বিষয় হতে মুক্ত রাখা অনেক রহমত লাভের বিষয় ।
৪ , নবীজী বলেন মহব্বত করা অধিক পুন্যর কাজ , আমরা সদা সর্বদা একে অপরের মহব্বত
এর মধ্য দিয়ে নিজেদের ভাল কাজের দিকে আহবান করব , নবীজী বলেন দুনিয়াতে যার সাথে
যার ভাল সম্পর্ক তার সাথে আখেরাতে জান্নাতে অবস্থান করবে ।
৫, গিবত বা কুৎসা রটনা কারির এবাদত আল্লাহর নিকট কবুল হবেনা , নবীজী বলেন যার
মুখ এবং হাত হতে অন্যরা কষ্ট পায় তারা জাহান্নামী পক্ষান্তরে যারা এসব গোমরাহি থেকে
মুক্ত তারা অবশ্যই জান্নাতের সুখবর প্রাপ্ত ।
৬ , ফেতনা বা বিভান্তি হত্তার চাইতে জগন্য , নবীজী বলেন অযথা কাউকে কষ্ট দেওয়া বা লঞ্চিত করা বা মন্দের পক্ষ অবলম্ভন করা যালিমের অন্তর্ভুক্ত পক্ষান্তরে যারা যালিম যুলুমের
বিরুধিতা করে এবং যে অত্যাচারিত তাকে যালিমের হাত থেকে বাচায় তারাই আমার উম্মতের
মধ্য শ্রেষ্ঠ এবং সত্য খাটি বিচারক অবশ্যই জান্নাতি ।
৭, নবীজী বলেন এতিম অসহায় , পীড়িত যারা তাদের পাশে যারা দ্বারায় এবং তাদের সাহায্য এগিয়ে আসে
তারা অবশ্যই আমার শাফায়াত পাবে ।
৮ , নবীজী বলেন , মুসাফির বা রোজাদার ব্যক্তিকে যারা সেবা যত্ন করবে ,দানা পানি খাওয়াবে তার আমলনামা থেকে মন্দ বাদ দেওয়া হবে এবং নেকি দিয়ে ভরপুর করে দেওয়া হবে ।।
৯ , নবীজী বলেন , রোজাদারের শ্বাস নিশ্বাস ঘুম , কাজ কারবার সবি এবাদতের মধ্য গন্য , আর রোযা দারের মুখের গন্ধ হবে বেহেস্তি মেস্ক আম্ভরের চাইতেও উত্তম ।। রোজাদারের প্রতি
কদমের মধ্য ছওয়াব মিল্বে ।।
১০ , নবীজী বলেন , রোযা ঢাল স্বরূপ , যুদ্ধের ময়দানে ঢাল যেমন তার প্রান রক্ষার্থে নানা
আঘাত প্রতিঘাত ফিরায় তেমনি রোজাদারের জন্য দুনিয়াবি সব ধরনের শয়তানী কার্যকলাপ
থেকে রোজা মানুষকে রক্ষা করে ।।
আল্লাহ পাক জাল্লে শানহু বলেন রোজাদারের জন্য দুটি পুরষ্কার এক খুশির ইফতার দুই বান্দার
সাথে আমার দিদার ।। নবীজী বলেন সারাদিন উপবাস থাকার পর মুমিন বান্ধাগন যখন ইফতার
সামনে নিয়ে অপেক্ষা করে তখন আল্লাহ পাক ফেরেস্তাদের ডেকে বলেন হে ফেরেস্তারা সাক্ষি
থাক বান্ধাগন কেমন ধরয্য নিয়ে খাবার সামনে নিয়ে বসে অথচ তারা তা আমার ভয়ে গ্রহন
করেনা , আযান হবে তখন তারা আমার শোক্রিইয়া আদায় করে , জেনে রাখ ঐ সমস্ত রোজাদার
দের জন্য বেহেস্তে রাখিয়াছি সুন্দর সুন্দর বালাখানা আর সুপেয় পানির সুমিষ্ট নহর আর হুর গিলমান , যারা তাদের সেবায় নিয়োজিত থাকবে ।
ফেরেস্তারা তখন মুমিন রোজাদার বান্ধাদের উপর অসংখ্য রহমতের পাখা বিস্তার করে আল্লাহর
গুণগান গাইতে থাকে ।।
নবীজী বলেন বেহেস্তে রোজাদার ব্যক্তির প্রতি আল্লাহ এমন ভাবে চাইবে যে লক্ষ লক্ষ বছর
চলে যাবে তবুও আল্লাহকে দেখার আয়েশ মিটবেনা ।।
এস মুমিন এস সুদ্ধ পবিত্রতা লয়ে
লুটায়ে পড়ি আজি খোদার ক্ষুত্রতি পায়ে
নুর নবীজীর শ্রেষ্ঠ উম্মত চাই রহমত তার দরবারে
লক্ষ কোটি ছালাম ভেজি লুটায়ে নতশিরে ।।
©somewhere in net ltd.