নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বেদীন ও মুসলমান এর মধ্য তর্ক যুদ্ধ , একটি শিক্ষা

১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫৯

একজন বেদিন আর অন্যজন মুসলমান এর তর্ক যুদ্ধ

*************

মুসলমান , আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহেওয়াছাল্লাম সমস্ত নবীদের সর্দার

বেদীন , আমাদের নবী ইশা আ মৃতদের জিন্দা করে কুশল বিনিময় করতেন ।

মুসলমান , আমাদের নবীজীর শ্রেষ্ঠ উম্মত বড়পির আবদুল কাদির জিলানী রা তিনি মৃত

ব্যাক্তিকে জিন্দা করতে পারতেন ।



বেদীন , তাই নাকি

হু শুধু তাই না তিনি একসাথে অনেক জায়গায় গিয়ে দাওয়াত গ্রহন করতেন ।

বেদিন , ক্যামনে তাও কি সম্ভব ।

মুসলমান , রমজান মাস , বড়পির আব্দুল কাদির জিলানী রা ইফতারি সামনে নিয়ে

বসে ছিলেন , তানার অধিক ভক্ত কুল এসে দাওয়াত দিলেন । হে আমাদের কাণ্ডারি

আমার বাড়ীতে আজ আপনার দাওয়াত , একে একে ৭০ জন ভক্ত দাওয়াত দিলেন

একই সময়ে তিনি ৭০ জনের বাড়ীতে দাওয়াত গ্রহন করে আবার নিজ বাড়ীতেও মিলাদ

মাহফিল পরিচালনা করলেন ।

পরের দিন সব ভক্ত কুল একত্রিত হয়ে বলতে লাগলেন হুজুর আজ আমাদের বাড়ীতে গিয়েছিলেন , অন্য আর সব তাই বললেন ।

একজন কমজুর ইমানদার ব্যাক্তি বলতে লাগলেন , তা কি করে সম্ভব তিনি তোঁ ঐ সময়

আমার বাড়ীতে ছিলেন ।।



পরের দিন জিলানি রা ঐ অবিশ্বাসী লোককে নিয়ে এক বটবৃক্ষের সামনে বসলেন এবং

জিজ্ঞাসিলেন হে ভুত্ত্য আল্লাহর বন্ধুদের নিয়ে এত অবিশ্বাস কেন ,

দেখ তোঁ বৃক্ষের পানে তাকায়ে ।

চাকর লোকটি এবার বিস্ময় নিয়ে দেখলেন বৃক্ষের ডালে দালে , পাতায় পাতায় বড়পির আব্দুল

কাদির জিলানী রা বসে তাসবি পাঠ করতেছেন এবং গাছের নিচেও তিনি ।

অবিশ্বাসী লোকটি সাথে সাথে তিনির পায়ে পড়ে ক্ষমা চাইলেন ।।



বেদীন লোকটি আব্দুল কাদির জিলানী রা এর গুণগান শুনে সাথে সাথে তিনি কলমা পাঠ

করে নবীজীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে লুটায়ে পড়লেন ।

চলবে <><>

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১২:২৫

রাজনীতির ভাষা বলেছেন: কিসব আজব গল্প। এগুলি কই পান। যে ঈশা আলাইহিসসাল্লাম কে মানে, সে বেদ্বীন হয় কি করে? সে হয় খৃস্টান অথবা অন্য কিছু।

১২ ই জুলাই, ২০১৩ রাত ২:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: যারা মুসলমান নয় তারা সবাই বেদীন
শুধু ইসলাম কে বলা হয় দ্বীন

আর সত্য না জানলে তো সেটা অনেকের নিকট আজব মনে হবে ।
ভাল করে জানার চেষ্টা চালান অবশ্যই প্রমান পেয়ে যাবেন
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.