নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

কবির ভাষণ / আউলা বাউলা ।। এবং রোযা <>

১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৮



আমি কবি হয়েই জন্ম নিয়েছি ,

জগতে কবি হতে আসিনি

*****************

আমি কবি

এঁকে যাই জগতের দৃশ্য ছবি

আমি পরিবেশ বন্ধু

উপহার দিয়ে যাই অবারিত জ্ঞান সিন্ধু

নব চেতনার বাংলা ভাষায়

ফুল ফুটাই আর আনি জাগরন

সাম্য ও ন্যায়ে আমার মাঝে মিতালি গড়ে

সমাজ নামের এক মস্ত বাধন

সব হৃদয়ে আমি জাগ্রত সুর

নিকটেই থাকি ,পাঠে আর সংস্কৃতির আসরে

সাহিত্য এক কানন এই বাংলার <><>



সেহরির সময় সিমা প্রথম নবী পাক সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম নির্ধারণ করেন , তিনি বলেন

সঠিক সময়ের মধ্য সেহরি খাওয়া এবং নিয়াত করা ফরজ ।

যখন আযান হবে // খোদার ক্ষুত্রতি পায়ে লুটায়ে পড় ।।

রোযা দারের উপর ৭০ হাজার ফেরেস্তা রহমত বর্ষণ করতে থাকে

যা ইফতারি পর্যন্ত বলবত থাকে ।।

নিশ্চই রোযা সকল প্রকার মন্দ কাজ হতে আত্মাকে পবিত্র

রাখে ।। আল হাদিস











মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১

খেয়া ঘাট বলেছেন: আপনার চেহারা আপনার কবিতার চেয়েও সুন্দর। মাশাল্লাহ।

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: বিধাতার অনুগ্রহ
নিকে আসার জন্য ধন্যবাদ

২| ১৩ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪১

অপ্রিয় সত্য ৭০০ বলেছেন:
কবি না হয়ে পান-বিড়ি
খুচরো হলে ও টাকা কড়ি!
অনেক স্বাচ্ছন্দ বোধ করি..........
তবে আপনি কবি
ছবি দেখেই বুঝে ফেলেছি
শুভ কামনা কাড়ি কাড়ি...........

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ অপ্রিয় সত্য
যা যা কইলেন
তা কই পাইলেন
এসব কি পথ্য

৩| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১০

ভাল্লুক আকবর বলেছেন: ভাই আপনে কি লবন খান না? =p~ =p~ =p~

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: না না কেন যে অহেতুক কথা
লবন যে কি মিঠা না তিতা

৪| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: শুভকামনা রইল

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপু
স্বাগত নিকে

৫| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৭

বোকামন বলেছেন:
আপনার জন্য শুভকামনা রইলো
আস সালামু আলাইকুম।।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

পরিবেশ বন্ধু বলেছেন: অয়ালাইকুম ছালাম
আপনি পাইলেন ৯০ নেকি
আর উত্তর দিয়ে আমি পাইলাম ১০

৬| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

বাহলুল বলেছেন: ফটোগ্রাফি সুন্দর হইছে, চালায়া যান

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১১

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি বন্ধু
আল্লাহ মেহেরবান
তিনি সচল রাখলে অবশ্যই সব হবে
ধন্যবাদ

৭| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৫

কাজী মামুনহোসেন বলেছেন: দারুন কবিতা।


খেয়া ঘাট বলেছেন: আপনার চেহারা আপনার কবিতার চেয়েও সুন্দর। মাশাল্লাহ।

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:২০

পরিবেশ বন্ধু বলেছেন: হুম সবি দেখতাছি
বুদ্ধিজীবী

৮| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:১৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাল্লুক আকবর বলেছেন: ভাই আপনে কি লবন খান না? =p~ =p~ =p~

১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:২১

পরিবেশ বন্ধু বলেছেন: লবনের সাথে তেতই খাওয়া লাগে
হেইডা পাই কই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.