![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমি কবি শুধুই ছবি
*****************
বাহিরের আবরণে মানুষ সেজনা
ভিতরের চেনা টুকু আগে জানা চাই
জাগ্রত বিবেকে চিন নিজেকে
সত্যর দ্বীপ শিখা মগজে ফুটাই
চেনা জানা কতই জগত মাঝে
কে আপন কেবা পর বুঝিনা যে
যদি গিয়ে একটু কাওরে বুঝতে শিখি
নিজেই নিজের গহনে স্বপ্ন আখি ।
কভুবা হৃদয় নীড়ে শুন্যতা পাই ঐ
বুক ভরা যত রয় কথার মালা
কত প্রান গানে গানে খুজে ভাসা
সবি মোর অন্তরে জমা হয়ে রয়
দিয়ে সুর অপরের কণ্ঠে খাসা
আমি কি শুধুই ছবি হয়ে রই ঐ
সবার আমি / কবিতা / গানের ছন্দে
১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:৫৬
হাসান মুহিব বলেছেন: ভালো লাগলো, এই রাত্রি নিশিথে কবিতা পড়ে।
নিজেও লিখতে বসেছিলা একখানা।
মাথা থেকে কিছু বের হচ্ছেনা
মাথার মধ্যে শুধু কিল বিল করে
সময় মতো বের হয় না
-----------------------------------
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: হবে তবে কবিতা লেখা
শব্দ সাজায়ে নিরলে একা
ধন্যবাদ
শুভকামনা
৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৬
কাজী মামুনহোসেন বলেছেন: বাহিরের আবরণে মানুষ সেজনা
ভিতরের চেনা টুকু আগে জানা চাই
জাগ্রত বিবেকে চিন নিজেকে
সত্যর দ্বীপ শিখা মগজে ফুটাই
অসাধারন।
১৪ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
সুদ্ধ শুভেচ্ছা বন্ধু
কবিদের মধ্যই বাস করে
জগতের অবারিত জ্ঞান সিন্ধু
৪| ১৪ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৯
মাহমুদ০০৭ বলেছেন: ভাল লাগা দিয়ে গেলাম ।
প্লাস ।
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
শুভদিন আসুক জীবনের সাথে
ভালোয় ভালোয় সোনালী প্রভাতে
৫| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৬
কাজলরেখা-০১ বলেছেন: Bha khubi valo realstic poem.
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ থাকল
নিকে রইল আমন্ত্রন
কমেন্টের জন্য একরাশ
অভিনন্দন
৬| ১৪ ই জুলাই, ২০১৩ সকাল ১০:১৩
কান্ডারি অথর্ব বলেছেন:
কবির কবিতা ভালো বুঝে পেলাম
১৪ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: তাই দেখি চাইয়া
কাণ্ডারি পুরুষ না মাইয়া
একটু জুক্স করলাম বন্ধু
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১৩ রাত ২:১৯
আমিই মিসিরআলি বলেছেন: ভালো লাগলো কথার মালায় আঁকা ছবি +++