নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বেহেস্তি এবং দুযকি দলের পরিচয় ।।

১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪১

কোরআন কারিমে আল্লাহ পাক বলেন

আশ-শুরা ৪২:৭আয়াতঃ

وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِّتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ

অর্থঃএমনি ভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশ-পাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে।



কুরআন বুঝতে হলে হাদিস পড়তে হবে ।। কোরআনে রহস্য আর হাদিস তার ব্যক্ষা ।।

* এবং ইহাই আমার সহজ সরল পথ (ইসলাম ) , এতএব ইহারই অনুসরন কর ।। আর অন্যসব পথে চলিওনা তাহা হইলে তোমরা আল্লাহর

রাস্তা হইতে বিচ্ছিন্ন হইয়া যাইবে ।এই সব ব্যাপারে তোমাদিগকে তিনি বারবার তাগিদ করিতেছেন যেন তোমরা পরহেজগার হইতে পার । সুরা আনআম ১৫৪ আয়াত ।।



বেহেস্তি ও দুযখি দলের পরিচয় ,

*********

বেহেস্তি ঐ দল যাহারা আহলে ছুন্নাতওয়াল জামাতের আকায়েদ

ততা মত ও পথের উপর দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত থাকিবে ।।মানে

ছাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম , তাবেয়িন , তাবেতাবেয়িন ,এবং ছালফে ছালেহিন রা আলাইহিওয়াচ্ছাল্লামের মতাদর্শের

হুবুহু অনুসরন করিবে ।।



বর্ণিত রয় যে হুজুর নবি করিম সাল্লাল্লাহু আলাইহেওয়াচ্ছাল্লাম কে বেহেস্তি দল সম্পর্কে জিজ্ঞাসা করিলে হুজুর পাক বলিয়াছেন

যারা আহলে ছুন্নাতয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত তারাই বেহেস্তি ।।

হজরত ইবনে আব্বাস রা আনহুম হইতে বর্ণিত

হজরত আবুবকর রা আনহু এবং হযরত ওমর রা আনহুমকে

সমস্ত সাহাবিদের মধ্য আফজল বা সর্বশ্রেষ্ঠ যাহারা জানিবে তাহারা বেহেস্তি দলের অন্তর্ভুক্ত ।।



যাহারা হজরত ওসমান রা আনহুম এবং হজরত আলী কাররামুল্লাহু ওয়াঝাহুকে তাজিম এবং সম্মান প্রদর্শন করিবে

তারা তাহারা বেহেস্তি দলের অন্তর্ভুক্ত ।।



যাহারা বায়তুল্লাহ শরিফ এবং বায়তুল মুকাদ্দাস কে তাজিম ও সম্মান প্রদর্শন করিবে তাহারা বেহেস্তি ।।



যাহারা বদকার / নেক্কার বা ভাল/মন্দ নির্বিশেষে সকল মুসলমানের জানাযার নামাজে শরীক হয় তাহারা বেহেস্তি দলভুক্ত । ।



নেক /বদ বা ভাল মন্দ উভয় শ্রেনির ইমামের পেছনে ইক্তেদাহ করতঃ নামাজ আদায় করে তাহারা বেহেস্তি দলভুক্ত ।।



নেক্কার /বদকার রাস্ট প্রধানের বিরুদ্ধাচরন যাহারা না করিবে

তাহারা বেহেস্তি দলভুক্ত ।।



যাহারা ছফরে কিংবা নিজ বাসস্থানে চামড়ার গালিছা বা পা পোশে

পা মুছা বা সমর্থন করিবে তারা বেহেস্তি দলের অন্তর্ভুক্ত ।।



যাহারা তকদিরের ভাল মন্দ উভয়েই আল্লাহ তায়ালার পক্ষ হইতে হয় বলিয়া দৃঢ় বিশ্বাস রাখে তাহারা বেহেস্তি দলের অন্তর্ভুক্ত ।।



যে সকল সাহাবাগন কে বেহেস্তি সু সংবাদ দেওয়া হইয়াছে তাহা

বিশ্বাস এবং আল্লাহর অধিক নৈকট্য লাভ করার দৃঢ় ঈমান মজবুত কারি রাও বেহেস্তি দলের অন্তর্ভুক্ত ।।



যাহারা নামায ও যাকাত আদায় করিবে তাহারা বেহেস্তি দলের

অন্তর্ভুক্ত ।।

****************

আল কোরআন এবং হাদিস ব্যতিরেকে , আর যারা শয়তানের পদাঙ্ক অনুসরন করে তারাই দুযকি ।।

আল হাদিস ।।

চলবে <>/







মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

একজন পথশিশু বলেছেন: যে কথাগুলা বললেন প্রত্যেকটার কোরআন বা হাদীসভিত্তিক রেফারেন্স দেন।

২| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৯

একজন পথশিশু বলেছেন: যে কথাগুলা উল্লেখ করলেন প্রত্যেকটার কোরআন বা হাদীসভিত্তিক রেফারেন্স দেন।

৩| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: বুখারি শরিফ ২য় খণ্ড ২০৭ কথকা
তিরমিজি শরিফ ৩য় খণ্ড ১৫২ নং হাদিস
দেখুন

৪| ১৫ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: আশ-শুরা ৪২:৭আয়াতঃ
وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِّتُنذِرَ أُمَّ الْقُرَى وَمَنْ حَوْلَهَا وَتُنذِرَ يَوْمَ الْجَمْعِ لَا رَيْبَ فِيهِ فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ
অর্থঃএমনি ভাবে আমি আপনার প্রতি আরবী ভাষায় কোরআন নাযিল করেছি, যাতে আপনি মক্কা ও তার আশ-পাশের লোকদের সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে, যাতে কোন সন্দেহ নেই। একদল জান্নাতে এবং একদল জাহান্নামে প্রবেশ করবে।

কুরআন বুঝতে হলে হাদিস পড়তে হবে ।। কোরআনে রহস্য আর হাদিস তার ব্যক্ষা ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.