![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ইসলাম এবং কেয়ামত আভাস ভবিষ্যৎ বানী **
***********************
আল্লামা কবি
আশ্চর্য এমন কিছু দৈব ঘটবে মানুষ শংকিত হবে ।
পাপাচার বৃদ্ধি পাবে , পৃথিবীর বক্ষ থেকে ধন সম্পদ রত্নাদি বেরিয়ে
আসবে এবং লোভ চাঙ্গা হবে তা নিয়ে মারামারি কাটাকাটি শুরু করবে । বস্তুত দুনিয়াবি মোহে ঈমানকে বিকিয়ে পরস্পর ধ্বংসের
দিকে লিপ্ত হবে ।
মেশকাত ও বায়হকি
মুসলমানদের মধ্য ৭৩ দলে বিভক্ত হবে , এক আহলে ছুন্নাত এক্য ব্যাথিত সব দাজ্জালের অনুসারী হইবে
নবীজী বলেন সেই সময় আমার আহলে ছুন্নাত বা নবীজীর আদেশ , বিধি বিধানের মধ্য যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই
বেহেস্তি ।।
মেশকাত শরিফ
৪০ জন আলেম মিলে আর ৪০ জন আলেম কে পারস্পারিক তর্কে হারাবে , কিন্তু মুল ঈমান কে তারা হেফাজত করবেনা
এরাই হবে ইসলাম ধংশের মুল কারন ।
মসজিদ সুন্দর তীর্থস্থান হবে , কিন্তু নামাজী হবে অধিকতর কম ।
নারিরা সমাজে প্রাধান্য পাবে সব ক্ষেত্রে । যিনা ব্যাভিচার
বৃদ্ধি পাবে , মুলত আল্লাহুকে ভুলে গোমরাহির দিকে ছুটবে ।
জানিও সেই সময় টুকু অতিত জাহেল বা অন্ধকার যুগের চাইতেও
নিকৃষ্ট , ঐ সময় ইমানদারের সংখ্যা হবে খুব কম ।
এহুদি নাছারাদের বক্ষ হইতে দাজ্জালের জন্ম হইবে ।
এবং আচানক ক্ষমতার অধিকারি হইবে । পৃথিবীর বহুলাংশ মানুষ তার অনুসারি হইবে । বস্তুত এক হাতে চন্ত্র আর অন্য হাতে সূর্য উদিত হইবে এবং তার আকৃতি হইবে এক চক্ষু বিশিষ্ট
মুলত তার দিকে যারা অগ্রসর হইবে তারাই জাহান্নামি ।
তার অত্যাচার যুলুমে তামাম দুনিয়ায় বিশ্রিংখলা ও হত্তা কাণ্ড ঘটবে । এত লাছ পচবে বাতাস বিষাক্ত হয়ে পশু পাখি নিশ্চিহ্ন হতে থাকবে ।
আল্লাহর নির্দেশিত মহা মানব ইমাম মেহেদির
আগমন হবে , তিনি এদন পাহাড়ে অবস্থান নিবে ঐ সময় তার
সংবাদ শুনে পাহাড় বা বরফের চাইয়ের উপর হামাগুড়ি দিয়েও যদি যেতে হয় তার হাত ধরবে । নিশ্চয় তিনি আল্লাহর প্রতিনিধি
তার ছুরত হবে গৌড় বর্ণ ইউছুফ আ এর মত সুন্দর , সাথে থাকবে মুসা আ,এর লাটি , ইশা আ, এর কেশ আদম আ,এর নমুনা এবং হজরত মোহাম্মদ সা এর আদর্শ । পাহাড়ে উদয় হয়ে
এমন এক তাজাল্লা চাওয়া দিবে সাথে সাথে দুনিয়াবি
মারনাস্র সব ধংশ হয়ে যাবে ।
মক্কার কানায়ে কাবার
পশ্চাদ দেশ হতে ইশা আ, চতুর্থ আকাশ থেকে নেমে আসবে
এবং বহুসংখ্যক মুসলিম নিয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে ।
ইমাম মেহেদির আদেশে ইশা আ দাজ্জাল কে ধরে এক আছাড়ে
পাথরের মধ্য ফেলে ধংশ করে দেবে ।
তামাম দুনিয়ার যারা থাকবে সবাই ইমাম মেহেদি ও ইশা আ এর নিকট তওবা করে নিবে । ইশা আ ৪০ বছর রাজত্ত করবে এবং স্বাভাবিক মৃত্যু বরন
করবে ।
নবীজীর রওজা মোবারকের পার্শে তাকে দাফন করা হবে । ইমাম মেহেদি আ এর কি হবে তা হাদিস শরিফে স্পষ্ট উল্লেখ নাই ।
আমাকে প্রকৃত তাৎপর্য জানতে শিহা সিত্তাহ ও কোরআন শরিফের তরজমা এবং বিশিষ্ট অলিদের কিতাব ঘাঁটতে হল । লেখক
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
নিকে আসার জন্য
২| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৩৩
খাটাস বলেছেন: ভাল পোষ্ট। ++++++++
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ++
৩| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৩
নতুন বলেছেন: বন্ধু কবে নাগাদ কেয়ামত হতে পারে? ২০৫০ এর মধ্যে হবার কোন সম্ভবানা আছে?
উপরের বলাঅনেক কিছুই তো এখন দেখা যায়...
অনেক বাগীর দাবি ইমাম মাহাদী এসেছে...
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ইমাম মেহেদি আসার আগে বেশ কয়েক জন ভণ্ড দাবি করবে
যে তারা ইমাম মেহেদি
সাহাবায়ে কেরাম নবীজীকে জিজ্ঞাসিলেন ইয়া রাছুলুল্লাহ
আখেরি যামানায় যখন আসবে তখন ইমাম মেহেদি কে কিভাবে
চেনা যাবে ।
নবীজী বললেন বৃক্ষ লতা জীব জন্তু সবে সাক্ষি দেবে যে তিনি মেহেদি এবং ইমাম মেহেদি আসার আগে দুনিয়ায় আজব খারকানা দেখা দেবে যা মানুষেরও বোধ গম্যর বাইরে ।।
ধন্যবাদ , গঠন মুলক আলোচনায় অংশ নেয়ার জন্য
৪| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:৩০
বাংলাদেশী দালাল বলেছেন:
প্রশংসনীয় পোস্ট ।+++
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ এবং অভিনন্দন
৫| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:০২
ছািব্বর বলেছেন: সুর্য পশ্চিম দিকে উদিত হওয়ার ১২০ বছর পর কিয়ামত হইবে।
১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি
আমরা হয়ত থাকবনা , আমাদের নাতি পুতিরা দেখবে কেয়ামত
যে কি জিনিষ
৬| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর পোস্টে ৩য় প্লাস ।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ থাকল , সেই সাথে অনেক অনেক শুভকামনা
৭| ১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১২
নিষ্কর্মা বলেছেন: যে ভাবে বর্ণনা করলেন, তার অনেক কিছুই পশ্চিমা বিশ্ব শুরু হয়ে গেছে। আল্লাহর রহমতে মুসলমাদের ভেতরে তা শুরু হয় নাই, যে ভাবে চলছে, তাতে শুরু হতে অনেক দেরী আছে বলেই মনে হয়। এখনও মসজিদে মুসল্লী সংখ্যা কমে নাই, এখনও বাচ্চাদের কুর'আন শিক্ষা দেওয়াটাকে পিতামাতারা কর্তব্য বলেই মনে করে। তাই আরো অনেক দিন অপেক্ষা করা লাগবে।
৭৩ দলের হদিস মেলে নাই।
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: হুম , সময় ও ক্ষন সবই আল্লাহই জানে
৮| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২১
অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: সেই আগের মত আর আড্ডা জমেনা
নিকে আসার জন্য শুভকামনা
৯| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৫
ইমরাজ কবির মুন বলেছেন:
চমৎকার বন্ধু।
শুভাকমনা ||
১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু ভাল থাক সব সময়
১০| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮
সমন্বয় বলেছেন: ভাল লাগল। কিছু অজানা তথ্য ছিল ধন্যবাদ।
০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ঈদ শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:০৮
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: +++++++++