নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

এ কেমন শিক্ষা / ব্যঙ্গ চিত্র ।। সমাজ আজ নষ্ট দের দখলে

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩৯

শিক্ষার কুরুচি

*************

সমাজে যারা গরীব , নিঃস্ব মেধাবি ছাত্র

দেখি শিক্ষার মুল্য রয় নামে মাত্র

ওরা বাচার তাগিদে চাকুরির আশায়

বারে বার দ্বারে দ্বারে ধর্না দিয়ে যায়

উপরে নেই তাদের মামা , চাচা , দুলাভাই

রেজাল্ট ভাল হলেও চাকুরির আশা নাই ।



আবার কতক দলে ভিড়ে পিছু নেয় নেতাদের

চাকুরি মিলে যায় কাল হাত চালবাজের

গরিবেরা আশাহত মিলেনা দুবেলা অন্ন

ছুটে চলে দ্বারে দ্বারে একটা কর্মের জন্য

ক্ষনে শুনে তারা পিতামাতার গালাগাল

পথে নামে মুজুরের সাথে সংসারের ধরে হাল ।



আবার কতক ধরা খায় ছিটারের পাল্লায়

বিদেশ এর স্বপ্ন দেখে বড় লোক সাজতে চায়

গলা কাটা ভিসা লয়ে হয়ে যায় পার

ধরা পড়ে খাটে জেল আবার হয় বেকার

ভুয়া , কোম্পানি আর কত মহাজনে

চাকুরির লোভ দেখায়ে নামে তারা শোষণে ।



এভাবে মেধাবি গরীবের বাড়ে আরও কষ্ট

বেকার হয়ে তারা ধরে পথ ভ্রষ্ট

পথ হারাদের দল ভারি পায় সমাজে ধিক্কা

কেন > অভিশাপ হয় গরীব মেধাবিদের শিক্ষা ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.