![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
ইসলামের সত্য বানী
******
হালাল খাও হারাম থেকে বাঁচ , ইসলামের সত্য বানী ।।
*************পরিবেশ বন্ধু
রহমতের ১০ দিন চলে গেল । এবার বরকতের দিন এল
বরকত হল আল্লাহর ক্ষুত্রতি নেয়ামত
গাছে গাছে শস্য আর ফল
আকাশ , বাতাস , হাওয়া আর জল
সবি বান্ধার জন্য আল্লাহর নেয়ামত ও বরকত
মানুষের তিল পরিমাণ সাধ্য নেই
যে সামান্য পরিমান খাদ্য সে তৈরি করে
এসব খাদ্য আল্লাহর নাম নিয়ে তার শোক্রিয়া আদায় করে ভক্ষন করতে হয় ।
বিসমিল্লাহি আলা বারকাতুল্লাহ
হে আল্লাহ তোমার বরকত ও নেয়ামত এর শোক্রিয়া জানাই ।।
নবীজী বলেন , হে আমার প্রিয় উম্মত গন হালাল খাদ্য খাও এবং হারাম থেকে দূরে থাক ।
তিল পরিমান খাদ্যর মধ্য যদি আল্লাহর নেয়ামত ও বরকত মিশ্রিত থাকে , সেই ব্যাক্তি অবশ্যই
বরকত ময় খাদ্য গ্রহনের জন্য বেহেস্তি ।।
একদিন খলিফা আমিরুল মোমেনিন আবু বকর রা বসে আছে মদিনার মসজিদে , এক ভক্ত
এসে কিছু খাবার তিনির নিকট দিয়ে বললেন হুজুর এটা আপনার জন্য , আবু বকর রা
তা গ্রহন করলেন এবং ক্ষুদার তাড়নায় তা খেয়ে ফেললেন , এবার তার পেটে বিস্তর বেদনা
দেখা দিল , আবুবকর রা লোকটিকে প্রশ্ন করলেন এই সব খাবার কি হালাল রোজগার , লোকটি
বললেন না , আমি সুদের ব্যাবসা করতাম , সেই সুবাদে এই খাবার তার নিকট থেকে আনা ।
আবুবকর রা , মুখে আঙ্গুল ডুকিয়ে পেটের সমস্ত খাবার বুমি করে বের করে নিলেন এবং বললেন
দূর হয়ে যা আমার সম্মুখ থেকে হারাম খাদ্যর জন্যই আমার পেটে পিড়া দেখা দিল ।।
লোকটি তৎক্ষণাৎ তওবা করে নিল এবং অঙ্গিকার করল আর কোন দিন সে সুদ ঘুষের পয়সা
দিয়ে হারাম খাবার খাবেনা এবং ইসলাম বহির্ভূত জন্তু জানোয়ার এর খাবার খাবেনা ।।
হালাল রিজিক ভক্ষন করা আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত ও বরকত ।।আল হাদিস
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: একমত পোষণের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৮
মাহতাব সমুদ্র বলেছেন: হারাম থেকে সব সময় দূরে থাকার তৌফিক দান করুক আল্লাহতালা।