![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আমার বাংলাদেশ
********* এম , জি , আর মাসুদ রানা
তুমি দেখেছ কি ভোরের আলোয়
মেটূ পথের রাঙা ধুলোয়
স্নিগ্ধ সবুজের পল্লী কেশ
এই তো আমার বাংলাদেশ ।।
তৃণলতায় ঝরে শিশির কনা
মাঠে মাঠে সাজে সবুজ সোনা
বনে রয় ফুল , ফলের গুচ্ছ কেশ
এই তো আমার বাংলাদেশ ।।
নদীর তীরে মাঠের পাড়ে
গ্রামবাংলার চিত্র নজর খাঁড়ে
বৃক্ষ শোভিত পত্র পল্লবে অপরূপ বেশ
এই তো আমার বাংলাদেশ ।।
কতই মমতা ঘেরা স্বপ্ন রাশি
পাখিদের গান আর রাখালিয়া বাঁশি
কভু বা ছড়ায় সুরের আবেশ
এই তো আমার বাংলাদেশ ।।
পাহাড় , সাগর , অরন্য ছায়ায়
মনোরম সাজ আর বিচিত্রতায়
রূপে মনোহর তার বর্ণীল কেশ
এই তো আমার বাংলাদেশ ।।
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা
ফেলানির সম্ভম তার প্রমান
আর কত বাঙালী হবে নিগৃহীত
বিলিয়ে জান কোরবান ।
তাই এস আরেকবার গর্জে উটি
মুক্ত বাঁচার স্বাদে
হায় রে বাঙালি ক্ষতের দহনে
স্বাধীনতা শুন্য কাদে ।।
২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: সখি ভালবাসা কারে কয়
************
আজ সব ফেলে মুক্তির বারতায়
এস হে প্রিয় বন্ধু
দূর হোক কালো বিন্দু
আবার জাগিয়ে নতুন সে ক্ষন
হৃদয় ভরে খুজি সুখ সিন্ধু
জ্বালিয়ে প্রদিপ খুলে মনের দোয়ার >>
যত চেনা জানা সব স্মৃতি ভুলে
হৃদয়ের কাছাকাছি অজান্তেই এলে
মান অভিমানে ভরা দুটি আখি
লাজ রাঙা ভয়ে জিইয়ে রাখ ফাঁকি
তবূ জানি মন থাকে অনুক্ষন
সাধ লয়ে লগনে একটু দেখার >>
যত ভ্রান্ত মিথ্যুক ঘুরে অনায়াসে
নিজের থেকেও তারা কত ভালবাসে
আসলে কার ভালবাসা মনে
স্থান দিয়ে রাখ জিইয়ে হৃদ কাননে
যখনি বেলা সুদুরে বহিয়া যায়
ভাসে জানি সেই প্রিয় মুখ ভাললাগার <<
২| ২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:১৭
এহসান সাবির বলেছেন: কবিতায় ভালো লাগা...........
২৫ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: নিকে আসার জন্য ধন্যবাদ
শুভেচ্ছা তাই
ভাল থাকা চাই
৩| ২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: আরও কবিতা +
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: আরও +
ভাটি বাংলার ছবি
ভাটি বাংলার অসাধারন রূপ
হেরিয়া দুটি নয়ন
অপরূপ রূপের বাহার ,
কাছে টানে বারেবার মন ।
সাগরের ঢেউ যেমন
তেমনি হাওরের জল
গ্রাম খানি মনে হয় ভাসমান যান
বিচিত্রতায় টলমল ।
বাতাসের বেঘ নায়ের পালে
রমনির ওরে এলোকেশী চুল
জেলেরা ধরে মাছ মেধ রোদ্দুরে
সোনালী হাঁসের পালক ভাসে অবিরল ।।