নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

মউদুদি ,অহাবি , তব্লিগি , শিবির , জামাত , তব্লিগ , হেফাজত সহ সব দল ভণ্ডামির শামিল একমাত্র নবীজীর নির্দেশিত দল ছুন্নাত অয়াল জমাত জান্নাতি ল

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

কোরআন মজিদে আল্লাহ পাক বলেন

***********

এবং ইহাই { ইসলাম } আমার সহজ সরল পথ , এতএব ইহারই

অনুসরন কর , আর অন্য সব পথে চলিওনা , কেননা তাহা হইলে

তোমরা আল্লাহর রাস্তা হইতে বিচ্ছিন্ন হইয়া যাইবে , এইসব ব্যাপারে

তিনি তোমাদিগকে বার বার তাগিদ করিতেছেন , যেন তোমরা পরহেজগার হইতে পার । সুরায়ে আনআম ৮ প্যারা ১১ রুকু , ১৫৪

আয়াত ।।

হাদিস শরিফ নুর নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহেওয়াচ্ছাল্লাম বলেন ,



**********

এহুদিদের মধ্য ৭১ দলে বিভক্ত ছিল তম্মধ্য এক দল ব্যাথিত বাকি ৭০ দল জাহান্নামি ।

নাছারাদের মধ্য ৭২ দলে বিভক্ত ছিল এর মধ্য এক দল ব্যথিত

বাকি ৭১ দলই জাহান্নামী ।

আর আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে ১ দল ব্যাথিত বাকি

৭২ দলই জাহান্নামি ।

তিরমিজি এবং ইবনে মাজাহ শরিফে হাদিস টি এইরূপ

আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হইবে ।তার মধ্য এক দল ব্যথিত

সকল দলই জাহান্নামি হইবে । তখন ছাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাছুলুল্লাহ সা কোন দলটি বেহেস্তি হইবে ।

হুজুর পাহ নুরে খোঁদা সা ইরশাদ ফরমান , আমি এবং আমার ছাহাবায়ে কেরামের আকায়েদের উপর যাহারা প্রতিষ্ঠিত থাকিবে ,

তাহারাই বেহেস্তি হইবে ।।



আর সেই জান্নাতি দলের নাম হইবে , আহলে ছুন্নাতওয়াল জামাত ।



বিঃ দ্রঃ শিবির , তবলীগ , জামায়াত , হেফাজত , মদুদি ,

সালাফি , দেওবন্দি , কাদিয়ানি , অহাবি , মাদুসি , জঙ্গি এইসব

মানুষের মন গড়া দল । নিজেকে জাহির করা বা রাজনৈতিক পায়দা লুটের জন্য যারা সরব থাকে তারা ইসলাম থেকে অনেক দূরে ।

নবীজী এরশাদ ফরমান , যারা লোক দেখানো এবাদতের শামিল

তারা পথ ভ্রষ্ট , কেননা এবাদত একমাত্র আল্লাহর উদ্দেশ্য

এক আল্লাহ ব্যথিত আর কারও নিকট মাথা নত করা কুফুরির

শামিল ।।

হাদিস

হাদিস দলিলের জ্ঞান না থাকলে মন্তব্য করা উচিৎ নয়

আর গঠন মুলক মন্তব্য অবশ্যই বন্ধুত্তের পরিচয়

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১১

নষ্ট ছেলে বলেছেন: নামাজ পড়েন? যাকাত দেন? দাড়ি রাখেন? নবীর সুন্নত পালন করেন?

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: অবশ্যই , আর সবাই যেন নবীজী র ছুন্নাত কে জিন্দা রাখতে
পারি এই রমজানে আল্লাহ আমাদের রহমত ও বরকত দিন আমিন

২| ২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫

রাকি২০১১ বলেছেন: আপনার দলের নাম কি?

২৪ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: আমার ব্যক্তিগত দল বা মানুষের বানানো দলে আমি নাই
তবে নবীজীর নির্দেশিত একমাত্র বেহেস্তি দল
আহলে ছুন্নাত অয়াল জামাতের অনুসারি ।।

৩| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

নষ্ট ছেলে বলেছেন: " একমাত্র বেহেস্তি দল আহলে ছুন্নাত অয়াল জামাতের অনুসারি ।"

বেহেস্তে দেখি এক পা দিয়া রাখছেন =p~ =p~ =p~ =p~

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: যা সত্য তাই

৪| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০

মহসিন আহমেদ বলেছেন: আপনি আসলে কোন দলের নিজেই জানেন না। জানলে বিস্তারিত লিখুন, তখন আপনার বোঝতে পারবো আপনি সাইনবোর্ডদ্বারী নাকি সাইনবোর্ড ছাড়া।

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: একমাত্র আহলে ছুনাত অয়াল জামাত এর অনুসারি
আল্লামা সেরে গাজী যমানার শ্রেষ্ঠ মুজাদ্দেদ অলিয়ে কামেল
আত্তাধিক মহা সাধক প্রবীণ আলেম এ হক্কানি মুফতিয়ে আজম
আকবর আলী রেজভি ছুন্নি আলকাঁদরী ।।
তার বয়স ১৫৪ বছর , মাওলানা আবদুল হামিদ খান ভাসানির সমসাময়িক ।
তিনি ভারতের ৩ লাখ লোককে মুসলমানি কালমা পরিয়েছেন ।।
তার বাড়িতে আরবি বিশ্ব বিদ্যালয় , এতিম খানা , মহিলা এতিম খানা , আলিয়া , কারিয়া , মুফতি কোর্স সহ অনেক প্রতিষ্ঠান ।
ঠিকানা , রেজভিয়া দরবার শরিফ , শতরশ্রি , নেত্রকোনা ।।
তিনি ৩ শত কিতাব রচনা করেছেন এবং কোরআন ও হাদিসের সহজ ব্যক্ষা বিশ্লেষণ করেছেন ।।
তিনিই একমাত্র ব্যক্তি যিনি ছুন্নি জামাতের বিশ্ব ব্যাপি আলোড়ন সৃষ্টি কারী হক্কানি আলেম ।।
তিনি বেশ কয়েক বার বিশ্ব মুসলিম উম্মাহের ফতুয়া বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।।

৫| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০১

মহসিন আহমেদ বলেছেন: আপনি আসলে কোন দলের নিজেই জানেন না। জানলে বিস্তারিত লিখুন, তখন বোঝতে পারবো আপনি সাইনবোর্ডদ্বারী নাকি সাইনবোর্ড ছাড়া।

০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৫:০২

পরিবেশ বন্ধু বলেছেন: দেশে শতকরা ৯৭ জন লোক মুসলমান
মানবিক দৃষ্টি তে
মানুষ হিসাবে আল্লাহ আমাদের শ্রেষ্ঠ বানিয়েছেন মিথ্যা দল , ভান্ত মত
ভ্রান্ত পথে চলতে নয় ।
বাঙালী মুসলিম জাতী হিসাবে আমাদের কে এক থাকতে হবে এবং
সহিংসতা ভুলে মানুষ নামে বেচে থাকা উত্তম পন্থা ।।

৬| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সুপান্থ সুরাহী বলেছেন:

আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে কারা?

এই প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করছে আপনার সাথে হাদীসের দলীল দেওয়া যাবে কি যাবে না...

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশে কারা?
যারা অলিয়ে কামেল বা নবীজীর নির্দেশিত পথ ও মতের উপর
প্রতিষ্ঠিত তারাই আহলে ছুন্নাত অয়াল জামাত ।।

৭| ২৪ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

নতুন বলেছেন: বন্ধু আপনি পীর বিশ্বাস করেন.... মানুষ কিভাবে অলোকিক কাজ করে...

২৪ শে জুলাই, ২০১৩ রাত ১০:২২

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু আল্লাহ তোমায় বুঝার ক্ষমতা দিক
নবী অলি গন মানুষের মত কিন্তু আমাদের মত নয় , তাদের
ক্ষমাতা সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.