![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা ।।
******পরিবেশ বন্ধু ।
আর কত বাঙালি হবে অবরুদ্ধ
অরক্ষিত স্বাধীনতার বল্গাহিন সয়ারে
দেশ আজ লুটতরাজ
দখলদার আর দালালদের খপ্পরে
ফেলানির সম্ভ্রম ঝুলে থাকে সিমান্তে
নিরহ যুবকের লাছ পড়ে গুলিতে
টিপাইমুখ দখলে সুরমা নদী যাবে শোকীয়ে
বিশাল হাওর বিল হবে মরুভুমি
কৃষাণের সোনার ফসল আর হবেনা উৎপাদন
গরীব জেলে ধরে মাছ
করত রুজি রোজগার
সেইসব বিল ঝিল কেঁড়ে নেয় এঞ্জিও
আর বিদেশি ইজারাদার
দেশি পন্য বাদ দিয়ে শ্রমিকের বেতন ভাতা
ভোগ করে শেয়ার বাজার ,
একচেটিয়া সাম্রাজ্যবাদী দালাল চুর
দেশের যত খনিজ তেল গ্যাস , এমন কি সুন্দর বন
লুটেরার নখরে , নিতে চায় শোষণে
প্রকাশ্য প্রহরে ।।
অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা
ফেলানির সম্ভম তার প্রমান
আর কত বাঙালী হবে নিগৃহীত
বিলিয়ে জান কোরবান ।
তাই এস আরেকবার গর্জে উটি
মুক্ত বাঁচার স্বাদে
হায় রে বাঙালি ক্ষতের দহনে
স্বাধীনতা শুন্য কাদে ।।
২| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:২১
মামুন রশিদ বলেছেন: এটা কি আরবের উট! নাকি রাজস্থানের!!
৩| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:৪১
শুভখান বলেছেন:
মামুন রশিদ বলেছেন: এটা কি আরবের উট! নাকি রাজস্থানের!!
৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:১৬
একজন আরমান বলেছেন:
মামুন রশিদ বলেছেন: এটা কি আরবের উট! নাকি রাজস্থানের!!
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলাদেশের
৫| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:২৬
মেংগো পিপোল বলেছেন: গর্জনের আর দরকার নাই। এ যুগে যত গর্জায় তত বর্ষে না। এখন সময় মাথা ঠান্ডা রেখে পারস্পারিক ভাতৃত্য বোধ রেখে, দেশ গড়ার কাজে নিজেকে কাজে লাগানো। বেহুদা গর্জে উঠে দোকানের আয়না, বাস, সিগ্নাললাইট ভাংবার কোন দরকার নাই।
আপনি কবিতা ভালো লেখেন। বোধকরি সারা দিন কবিতা নিয়াই থাকেন। ভাই দুই একটা শান্তির কবিতা লেখেন।
ভাংগা ভাংগির দরকার নাই,
করো হাল চাষ।
আর যদি ভাংতে আসো,
পাব্লিকে দিবো ( )।
মন্তব্যটি সকল ভাং গাড়ি প্রিয় মানুষের জন্য। সে যে দলেরই হোক।
৬| ২৬ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: অরক্ষিত স্বাধীনতাই এ সর্ট অফ পরাধীনতা
২৬ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: একমতের জন্য ধন্যবাদ
৭| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০
নিমচাঁদ বলেছেন: কবিতা খুব ভালো হয়েছে
আরো কবিতা পড়ার জন্য মুখিয়ে আছি ।
আর একটা ইম্পোর্টেন্ট কথা , ব্লগে অনেক কবিতা 'চুর' লুকিয়ে আছে কইলাম , কবিতাগুলার কপিরাইট নিয়া রাইখেন ।
২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু মনে থাকবে
এমন দিন আইল
যে কারও বিশ্বাস নাই
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১:১৩
স্বপ্নবাজ অভি বলেছেন: লবণ খেতে হবে বেশী বেশী গর্জে উঠতে হলে ! আয়োডিন যুক্ত লবণ ! নাইলে উট থেকেই যাব !