![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
আর কত রক্ত নেবে কবির দেহ খুবলে
বিদ্যা ও সমাজের যারা আলো জ্বালে
কথার মালায় আঁকে জগতের দৃশ্য ছবি
চেতনা আনে ভ্রান্তি দূর করে জাগ্রত কবি
কবি শাহেদ কায়েসের উপর হামলার তীব্র প্রতিবাদ জানাই।
সুস্থতা কামনা করি কবি কায়েস এর জন্য
দ্রুত সেরে উট , আবার তোমার হাসি ফুটুক এই বঙ্গ নীড়ে
২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: হুম
২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: সাইবার যুদ্ধ
**********
জগতের যত নর আর নারি
নিজেদের বাক স্বাধীনতায়
সমাজে রাখতে উন্নত শীর
অধিকার লয়ে কথা কহে আজিকায় ।।
নিত্য নতুন আবিস্কারে
দিগ্বিজয়ে ছুটে বিশ্ব প্রান্তরে
যরা জীর্ণতা পরিহারে
নিজ পায়ে দাঁড়াবার জানায় অভিপ্রায় ।।
যত সব ভণ্ড
ভুল কাজের পাষণ্ড
অপ্রিয় কর্ম কাণ্ড
একতার আহবানে মিথা দলে পায় ।।
ভালবাসার বাধনে
ফুল ফুটায় কাননে
জাগ্রত নয়নে
গড়ে নব সমাজ স্বাধীন বাসনায় ।।
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫১
আবু আমর বলেছেন: কবি বাংলা সাহিত্যাকাশে জাজ্বল্যমান ধ্রুবতারা। তিনি মহাবিশের অহংকার। তাঁর কবিতায় দেশপ্রেমের অনন্য নিদর্শন ও চিরচেনা মাটির সোঁদা গন্ধ পাওয়া যায়। তাই কবিকে আমার খুব ভাল লাগে।