নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আজি তার লাগি করি দোয়া / যে ছিল মোর হৃদয়ের ছায়া

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫৬

কেন ? পিরিতি বারাইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি

**********************



তার সাথে ১ম কমেন্ট

**********

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অনেক শুভেচ্ছা। শিরোনামের মানে কি? বুঝিনি।





লেখক বলেছেন: বন্ধু ঝড়ে না পড়ার অর্থই স্বর্ণা , উএস মানে সাদা মনের মানুষ

তোমার নামটি যথার্থ ধন্যবাদ





লেখক বলেছেন: ফুলের সুভাস

*************



সৃষ্টির সেরা আবেদন মানুষের হৃদয়ের কথা থাকে কবিতায়

অনন্ত ময় জগতের যত বিস্ময় , শিল্প রূপ আকা হয় সেথায়

যুগে যুগে যত প্রেম যত বেদনা যত ইতিহাস

ধরে ফল কবিতায় বারমাস ।

হৃদয়ের গহন থেকে যত শব্দ চয়ন

সবি উপহার হয়ে ভাসে কারও দুনয়ন । প্রমিজ পরিবেশ বন্ধু



এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: সুন্দর।



লেখক বলেছেন: কে গো তুমি স্বপ্ন চারিণী

একলাটি যাও বন পথে

ফুলের কুঁড়ি জড়ান কুপায়

এস কথা কহি দুজনাতে

কপালে টিপ অহে চন্রমুখি

যাদু করে দুটি কাল আঁখি

ঘোমটা পড়া নোলক ও নথে ঐ

খেলা চলে কত না নিরবে

খুজিতাই হৃদয়ে অনুভবে

তব বহুদুর মনে হয় চিনিতে ঐ



এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: অনেক ভাল এসব কিভাবে লিখেন ।।





লেখক বলেছেন: হৃদয়ে খোঁদার আসন

আমি অনির্বাণ বিশ্ব অশনি সংকেত কৃষ্ণ শ্যাম বাঁশরীর উত্তাল মহা

প্রলয় ভেরী

আমি সর্ব ভোলকে নিমিষে সহসা সঞ্চারী ।

যুগে যুগে প্রলউল্লাস কীর্তিনাশা বৃত্তে জাগ্রত বর্ণীল বিশালতায়

আমি নিরবধি সোচ্চার প্রচণ্ড উম্মাদ উসশ্রিংখলতায় ।

আমি মহা রাজ ধি্রেশ্বর স্বর্গ শিশু

সমস্তের মমতা ছবি

সব হৃদয়ে আমার বসবাস

এক পরিবেশ বন্ধু কবি ।





এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: এত কঠিন। বুঝিনা :||





লেখক বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: কেমন আছেন?





পরিবেশ বন্ধু বলেছেন: যেমন স্মরণ তেমন

এবার যেবার যখন

আমি খেয়াল রাখি

সব লেখায়

তুমি থাক খুলে আঁখি

আমার আঙ্গিনায় ।

ভুল হলনা তো

অনেক দিনের চেনা

সত্য কথা ফুলের হাসি

ভুলি হয়ে আনমনা ।

আমারও তোমার প্রতি

গভীর খেয়াল থাকে

জানিনা এ লেখা

সটিক কিনা যাকে ।





লেখক বলেছেন:

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: :(



লেখক বলেছেন: সখি লয়ে ছড়াই কিছু কল্পনার রঙ

যদি মিলে হৃদ আকাশে কুহকের সঙ ।

নয়ন তারায় সখি জল রং আখা

কত না ছবি সেথা মমতা মাখা ।





লেখক বলেছেন:

পরিবেশ বন্ধু বলেছেন: মাসুদ রান৮২ বলেছেন: এত ভালবাসি ফুলেরও হাসি

হ্রদয়ে ফুটে কুসুম

আর কত দিন তার সৌরভে

আসেনা দুচোখে ঘুম ।



পাপড়িতে ওড়ে প্রজাপতি

রঙ ছোঁয়া পাখনা যে রঙ্গিন

ফুলের হাসি তাই দিবানিশি

এনে দেয় প্রফুল্লতা প্রতিদিন ।



যদি চাও ধরি বারে

ফুলের সুভাস

আমার দেশে বিচিত্রতায়

সজিবতা পাবে বার মাস



এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন

কেমন আছেন মাসুদ? আশা করি অনেক ভাল আছেন। কবিতাটা কি আপনার লেখা? অনেক সুন্দর। সবসময় অনেক ভাল থাকবেন।



লেখক বলেছেন: ফুল হায় ফুল

সুভাসে আজি

হৃদয় আকুল



প্রজাপতি মৌ

ওড়ে ডানা মেলে

কেমন এ ফুল

সব গেলাম ভুলে ।



আর যদি তারে

গন্ধ বিলাও

ফুলের মুল্য বুঝে

নাম জেনে নাও ।



*** পরিবেশ বন্ধু বলেছেন: আজি নব সাজে রাঙ্গা ভুবন

এত ভাবি বসে

মানুষের চিরন্তন ভাবাবেগ

কোত্থেকে আসে



কাজ নেই কারও তবু লাজে মরে

ফুলের হাসি কভু তায় দেখিবারে ।



দিন যায় বদলে ভুলে সব স্মৃতি

কি জানি কি অভিমানে

বাধা রয় জনে জনে

ফুল তুলে লয় গলে হারায়ে সাথি



এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন

আপনাকে দেখে আমি অবাক, প্রিয় বন্ধু। সব সময় আপনাকে আমার পাশে পেয়ে আমি ধন্য!!!!!!!! প্লিজ কখনও ছেড়ে যাবেন না।



কথা বলো, না বলো

ওগো বন্ধু

ছায়া হয়ে তবু পাশে রইব।



পরিবেশ বন্ধু বলেছেন: প্রতিভা রয় লুকিয়ে

যারা লাগায় কাজে

তারাই আজি সফল

এ জগত মাঝে ।

প্রতিভার মুল্য বুঝে

দেয় যারা দাম

জগতে টিকে রয়

তাদেরি নাম ।

সাবাশ কামাল

অক্ষয় রবে কীর্তি

শুভেচ্ছা স্বর্ণা

দিলে সুন্দর পরিচিতি ।



এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন মন ভালনা ।।

পরিবেশ বন্ধু বলেছেন: বহুদিন যাবত চাঁদ উটেনা আকাশে

ফুটেনা বৃক্ষে কুসুমিত ফুল

তবে কি সবি মনের ভুল ।

স্বর্ণা ভাল আছ ?

ব্লগ দিবস শুভ হোক , সবাই মিলে অনেক আনন্দ উপভোগ কর ।

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন

ভাল আছি, প্রিয় বন্ধু। আপনি কেমন আছেন? আশা করি অনেক ভাল। আপনাকেও ব্লগ দিবসের শুভেচ্ছা। আপনি কি অনুষ্ঠানে আসবেন? আমি তো আসতে পারব না কিন্তু অনলাইনে সবার ছবি ও ভিডিও দেখব। অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য। ভাল থাকবেন ও মনে রাখবেন। অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইল।



এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে

সকাল বিকেল বেলা

কত পুরোনো নতুন পরিচিত গান

গাইতাম খুলে গলা

কত এলোমেলো পথ হেঁটেছি দু'জন

হাত ছিল না তো হাতে

ছিল যে যার জীবনে দু'টো মন

ছিল জড়াজড়ি একসাথে



পরিবেশ বন্ধু বলেছেন: স্বর্ণা ঈদের ছুটি শেষে আবার ঢাকায় / দেখত ভাল দৃষ্টিতে চিনতে

পার কিনা আমায় ।



এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

প্রিয় পরিবেশ বন্ধু,

আপনাকে চিনব না কেন? আপনি তো আমার প্রিয় পরিবেশ বন্ধু। ভাল দৃষ্টিতে কেন? আমার তো খারাপ কোনো দৃষ্টি নেই। আমি সব সময় ভাল দৃষ্টিতেই দেখি। আপনাকে আমি চিনেছি। ঈদ কেমন কেটেছে? আশা করি খুব ভাল। ঈদ মুবারাক। ঈদের অনেক শুভেচ্ছা রইল। আশা করি ভাল আছেন। আমি একটু অসুস্থ। আমার জন্য আশীর্বাদ করবেন।



"ভাল থাকবেন,

মনে রাখবেন!!!"



যদি তারে নাই চিনি গো সেকি,

সেকি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে?

জানিনে...



পরিবেশ বন্ধু বলেছেন: শুন মোর কথা

ভাবি নিরালায়

এমন প্রতিভা রয় লুকিয়ে

স্বপ্নে হুমায়ুন আমারে কাঁদায় ।



তার মত লিখি কত

মন আলো করে

কি লাভ কাব্য সাজায়ে

হুট করে যদি যাই মরে ।



আর ভাবি যার পানে

হৃদয় উজার করে

অবশ্যই আমায় মনে

রাখবে ধরে ।

মন্তব্য ৩৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:০৮

ভাল্লুক আকবর বলেছেন: ভাইজান ছবির মেয়েটা কে? তার পরিচয় জানতে মন ব্যাকুল :!> :!>

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: হৃদয় আকাশের স্বজন

২| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:২৯

ফুরব বলেছেন: আপনের স্বজন কি এখন অন্যের আকাশে উদিত হয়??

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: আকাশটা কোথায় ,কত নম্ভরে

৩| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৯

আলফা-কণা বলেছেন: জিনিশটা কি B-)

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: মন

৪| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৭

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
ভালবাসা লুকিয়ে থাকে এই হৃদয় নিলিমায়
মন শুধু মনেতে হারায় <><>

৫| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:০৫

মামুন রশিদ বলেছেন: ওরে আল্লাহ! তলে তলে এত দুর :| :#)


আলাপটা কোথায় হয়েছিল ? কোন পোস্টে ? নাকি কল্পনায় ঘুড়ি উড়াচ্ছেন প-বু :|| :P

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: ভদ্রতার উগ্রে দিয়া গেল

৬| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:১০

স্বপ্নবাজ অভি বলেছেন: ভাই দেহি আসলেই আয়োডিন যুক্ত লবণ খান ! সরি ভাই বুঝতে পারি নাই , আআমি মনে করছিলাম আপনি মনে হয় লবণ খান না !

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

পরিবেশ বন্ধু বলেছেন: আপনে কি লবনের উপর পিএইচ ডি ডিগ্রি নেবেন
কন তো এক কেজি লবনের দাম ৯ টাকা হলে আপনার বাড়ীর
পুকুরের গভীরতা কয় ফিট ।।

৭| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:

ব্যাপক পোস্ট হয়েছে। আয়োডিনের প্রভাব আছে বেশ।

"আয়োডিন যুক্ত লবন খান পোস্টের গুনাগুন বাড়ান"

এই হোক তব শ্লোগান।

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: আপনে কি বিজ্ঞাপনের লোক
কন কি কি সাহায্য লাগবে

৮| ২৭ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৯

বিশ্ব প্রেমিক বলেছেন: স্বর্ণার ঘরের কথা তো পরে জাইন্না গেল ..... =p~ =p~ =p~ তয় ছবিটা কিন্তু সংগ্রহে রাখার মত :> :> :>

২৭ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: সখি ভালবাসা কারে কয়
যারে না চেনাতেও ব্যকুল হয় হৃদয়

৯| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৮

ইমরাজ কবির মুন বলেছেন:
আহহা- স্বর্ণার সাথে যদি আমার এ ধরণের কমেন্ট আদান-প্রদান করার সৌভাগ্যি হতো, ধন্যি ধন্যি হয়ে যেতেম :( ||

২৭ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৩

পরিবেশ বন্ধু বলেছেন: প্রিয় দেশবাসী ও বন্ধুগন

জাতীয় এক্যর আহবানে দলমত নির্বিশেষে সব এক মঞ্চে আসা চাই ।।
**************

অলি আউলিয়ার দেশ বাংলাদেশ ।
কবি সাধকের দেশ বাংলাদেশ
বিজয়ী বীর যুদ্ধাদের দেশ বাংলাদেশ ।
কৃষক শ্রমিকের দেশ বাংলাদেশ
ভুখা নাঙ্গা হত দরিদ্রের দেশ বাংলাদেশ
প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ
নদী মাতৃক দেশ বাংলাদেশ
সবুজ ফসলের দেশ বাংলাদেশ
***************
শতকরা ৯৭ জন মুসলমানের দেশ বাংলাদেশ ।।
৭১ রে ৩০ লক্ষ শহীদের দেশ বাংলাদেশ
২ লক্ষ মা বোনের সম্ভ্রম হারানোর দেশ বাংলাদেশ
শতকরা ৬০ ভাগ শিক্ষিত জাতীর দেশ বাংলাদেশ
**********
তবে আজও অরক্ষিত স্বাধীনতার প্রশ্ন থেকে যায় ?
দিন দুপুরে ঘুম হয় নেতার তেজস্বী জলন্ত দেহ
শ্রমিকেদের ঝলসে যায় জীবন্ত শরীর
পথিক চাপা পড়ে গাড়ির পিষ্টে
রাজপথ হয় রঙিন ।
নারির সম্ভম খুবলে নেয় রাস্তার শকুন
শিক্ষার্থীদের মেধা বিক্রি হয়ে যায় ঘৃণ্য শাপদের কুচক্রে

গরিব অসহায় মানুষের খাবার লুটে নেয় দুর্নীতি বাজ
সামান্য সম্পদ তেল গ্যাস এমনকি নদী , বিল , সুন্দরবন
বিক্রি হয়ে যায় দুষ্কৃতির করাল গ্রাসে
আর সাধারন মানুষ আতঙ্কে হয় দিশেহারা
কবে জানি পৈত্রিক জান হয়ে যায় কোরবান ।।

হে নষ্ট বিবেকের অনিষ্ট কাণ্ডারি
আর কত ক্ষমতার দাপটে
প্রিয় মাতৃভূমির বুক হবে ক্ষত বিক্ষত ।।

এবার ধংশ নামবে আবার আসন্ন ৭১ , যারা আমাদের দিয়েছিল ছায়া প্রতিবেশির মূল্যায়নে
সেই ভারত আজ অবিকল সাজল শোষক স্বার্থান্বেষী সাম্রাজ্যবাদি ব্রিটিশ ।।

হে বাঙ্গালী এক হও
বাচার মত বাচতে শিখ
আমরা আমাদের স্বাধীনতাকে আর অদের নিকট বিকিয়ে দিতে চাইনা ।।
আমরা মিথ্যার ধুয়া তুলে ধর্ম কে অনিষ্ট নোংরা রাজনীতির কবলে
নিজেদের বিভাদ চাইনা , নিজেদের মধ্য সহিংসতা চাইনা
বরজুয়া ফ্যাসিস্ট সাম্রাজ্যবাদি দালালরা ধর্মের মিথ্যা ধুয়া তুলে সমাজে ভাঙন সৃষ্টি করে ,মুসলিম শক্তিকে দিদাবিভক্ত করে , এরাই ইরাক , আফগান বানায়
হে বাঙালি সাবধান , দাও দাও করে জ্বললে নির্বাণ করা হবে অনেক কঠিন
এখনই দেশ গড়া ও ভবিষ্যৎ স্বাধীনতা রক্ষার্থে জাতীয় এক্যর ডাক এখন বড়ই প্রয়োজন ।।
প্রচারে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ও বাসদ
Like ·

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি
নিকে আসার জন্য ধন্যবাদ বন্ধু

১০| ২৭ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৩

প্রত্যাবর্তন@ বলেছেন: একটু বেশি বেশি হয়ে গেল মনে হচ্ছে ।

২৮ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৪

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি
কি বেশি , বিষয় কি
যা সত্য মিথ্যা নয়
নয় ফাঁকি

১১| ২৯ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫

রোমেন রুমি বলেছেন: আমি কিছুই বুঝতে পারছি না /:)

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: এই যে আমি ভাল আছি , বুঝলেন
এটা একটা ব্লগ আড্ডা , নিকে আসার জন্য অনেক শুভেচ্ছা

১২| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :(( :(( চোখের পানি ধৈরা রাখতারলাম না!

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

পরিবেশ বন্ধু বলেছেন: সেটা কি ঔষধ না পানি

১৩| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩

এ্যাপোলো৯০ বলেছেন: লেখক বলেছেন:
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
দেখতে দেখতে চোখ ঘুরাচ্ছে ।

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: হুম

১৪| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:০১

শ্রাবণ জল বলেছেন: স্বর্ণার সাথে আপনার এমন কথোপকথন যদি হয়েও থাকে, সেটা এভাবে আলাদা পোস্ট দিয়ে সবাইকে দেখানোর মানেটা ঠিক বুঝলাম না। তাও পোস্টের শুরুতে লেখা- কেন পিরিতি বাড়াইলারে বন্ধু!!

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৩

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , আমি তো কোন মন্দ দেখিনাই

১৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৯

শুঁটকি মাছ বলেছেন: ভাই আপনার কি ঘরে বউ-পোলাপান আছে?

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: ভেজাল প্রশ্ন কমেন্টে না

১৬| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২২

ভূতাত্মা বলেছেন: মাথা ঘুরতেছে |-)

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

পরিবেশ বন্ধু বলেছেন: কেন ? বেশি কইরা পানি খান
ঈদ শুভেচ্ছা

১৭| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:২৭

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D :D :D :D

০৬ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ঈদ শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.