নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

মডু সাহেব সাবধান

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৬

পাঠক হৃদয়ে জানাই অবারিত অভিনন্দন ।



উৎসর্গ , আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্মরণে ।

সব পাঠকের হৃদয়ে ।।

এম , জিল্লুর রহমান মাসুদ রানা

কবি ও সাহিত্যিক

জন্মতারিখ , ৬/১০//১৯৭৭ ইং



পিতা * মোঃ দেওয়ান আলী

মাতা * মোছা ঃ শামছুননাহার মাহমুদ ।

গ্রাম, সৈয়দ পুর ।

ইউনিয়ন , বাদশাগঞ্জ ।

উপজেলা , ধরমপাশা সুনামগঞ্জ ।

বিভাগ সিলেট । ঢাকা বাংলাদেশ ।



কাব্য সমালোচনায় "" আলহাজ আল্লামা মুফতি ছদরুল আমিন রেজভি

সম্পাদক , মাসিক আলঈমান ।

প্রধান উপদেষ্টা , তরিকত এক্য বাংলাদেশ ।



পুস্তিকা , লেখক কর্তৃক সর্বস্বতঃ সংরক্ষিত ।

লেখা নকল করা , বা অন্য নামে প্রকাশ

বিশ্ব বুক মার্ক আইনে কঠিন শাস্তির বিধান ।



এছাড়া লেখকের অনলাইনে প্রকাশিত বই এর তালিকা ,

কবিতার বই সংখ্যা ***

******************

সত্যর মুক্তি ,

ফুলেল সুভাস ,

অচেনা ভারি মুখ ,

বাংলার হৃদয় ।



উপন্যাস ***



প্রিয়তার ছায়া

, ভাঙ্গা গড়া এ সমাজ ।

নাটক ***

, দেশ গড়ার সংগ্রাম ।

গিতিকাব্য ***

প্রিয় জেনে নিও

, গ্রামিন লোকজ কথা ।

কাব্য ***

মন মহুয়া ।

গবেষণা গ্রস্থ ***

ইসলাম মানবের মুক্তি ।

*** নুর নবী হযরত এবং আউলিয়া কেরামের হেদায়েত প্রসঙ্গ ।

বাংলার লোকগাথা , ও গ্রামবাংলার গল্প সমগ্র সহ নানা বিষয়ে ।

সম্পাদক *** একুশে ম্যাগাজিন

" উদ্ঘাটন ও সুচেনা বার্তা ।

আহবায়ক সংঘটক

*** কবি সমাজ বাংলাদেশ ।

সংশ্লিষ্ট <>

জাতীর প্রেস ও ইন্টারন্যাট অনলাইন অফলাইন সমন্বয়

কমিটি ।



মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯

ম্যানিলা নিশি বলেছেন:

সামহোয়্যারইন....ইন ব্লগে মস্তিস্ক বিকৃতদের ঢোকা নিষেধ :-B

২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫২

পরিবেশ বন্ধু বলেছেন: এটা একটা রঙ্গ
তবে অবশ্যই পাগল ছাগল সাবধান , অন্য কিছুতে মুখ দিয়েন না
ম্যানিলা আপুর নিকট কাঁটাল পাতা আছে , চাইলে পুরস্কার ধরিয়ে
দেওয়া হবে ।।

২| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪

মামুন রশিদ বলেছেন: কি হইছে ভাই ??


আপনারে পিলিজ লাগে, এই গরীব দেশটা থাইকা ইন্টারনেট সুবিধা তুইলা নিয়েন না ।


আপনার ভয়ে মডুরা সব ব্লগ ছাইড়া ভাগছে । তারা এখন ব্লগ দিয়া ইন্টারনেট চালায় ।

২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: তারা এখন ব্লগ দিয়া ইন্টারনেট চালায় ,হুম এটা তো জানা ছিলনা । উল্ল্যাখ্য মুখ্য বিষয় , তাইলে আসেন আমরা মডু সাহেবগনের
জন্য স্বাস্থ্য ও শান্তি কামনা করি ।।

৩| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৫

জ্বীন কফিল বলেছেন: দশের ইন্টার্নেট বেবস্থা ফানা ফানা কইরা ফেলান ভাই সাহেব

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: কেন ? এত ক্ষোভ কিসে

৪| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫

মুহম্মদ ফজলুল করিম বলেছেন: মাফ করেন ভাই ;)

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: পাল্লা কই ,
ধন্যবাদ কমেন্টে

৫| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

রাখালছেলে বলেছেন: দেন পারলে বন কইরা । এখন যে অবস্থা তাতে বন হইলেই কি আর না হইলেই কি। কাউয়াবি চালাইয়া জান পুরা ছালা ছালা কইরা ফালাইতেছে ।

আপনে কি কোন নেতার ভাই বেরাদার নাকি ? :-B :-B

মুর্খরা বুঝল না কে আসছে ব্লগে .... :||

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: কথার বেলুয়া কেমন জানি
আরেক টু ভালা হইলে মন্দ হইতনা ।।

৬| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭

রেজোওয়ানা বলেছেন: শুধু 'মডু সাবধান' বললে হবে না পরিবেশ বন্ধু ভাই, এদের উচিত শিক্ষা দিতে হবে, বিষ দাঁত ভেঙ্গে দিতে হবে! দেন ইন্টারনেট বন্ধ কইরা, এরা তখন দেখবেন মাপ চাওয়ার পথ খুঁজে পাবে না.....রেজা ঘটক

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

পরিবেশ বন্ধু বলেছেন: এখানে ঘটকালী করলে বেসুবিধা হবে কিন্তু কইলাম
সময় থাকতে রাস্তা খুজেন
কমেন্টে ধন্যবাদ , রেজূয়ানা

৭| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

"চিত্ত যেথা ভয় শূণ্য, উচ্চ সেথা শির" বলেছেন: কিছু বুঝলাম না শিরোনাম কি আর.........................

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭

পরিবেশ বন্ধু বলেছেন: চমক , ধন্যবাদ

৮| ১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৯

সাইফুল আলী বলেছেন: হা হা মজা পেলাম ভাই :)

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: আসলে ভাল মন থাকলে সব কিছুতেই মজা
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.