![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
পরিবেশ বন্ধুর সংকিপ্ত কবি পরিচিতি । একটি ছবি একটি কবিতা
**************
পাঠক হৃদয়ে জানাই অবারিত অভিনন্দন ।
উৎসর্গ , আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্মরণে ।
সব পাঠকের হৃদয়ে ।।
এম , জিল্লুর রহমান মাসুদ রানা
কবি ও সাহিত্যিক
জন্মতারিখ , ৬/১০//১৯৭৭ ইং
পিতা * মোঃ দেওয়ান আলী
মাতা * মোছা ঃ শামছুননাহার মাহমুদ ।
গ্রাম, সৈয়দ পুর ।
ইউনিয়ন , বাদশাগঞ্জ ।
উপজেলা , ধরমপাশা সুনামগঞ্জ ।
বিভাগ সিলেট । ঢাকা বাংলাদেশ ।
কাব্য সমালোচনায় "" আলহাজ আল্লামা মুফতি ছদরুল আমিন রেজভি
সম্পাদক , মাসিক আলঈমান ।
প্রধান উপদেষ্টা , তরিকত এক্য বাংলাদেশ ।
পুস্তিকা , লেখক কর্তৃক সর্বস্বতঃ সংরক্ষিত ।
লেখা নকল করা , বা অন্য নামে চালিয়ে দেওয়া আইনত কঠিন শাস্তির বিধান ।
এছাড়া লেখকের অনলাইনে প্রকাশিত বই এর তালিকা ,
কবিতার বই সংখ্যা *** মেঘ বালিকার দেশে । একুশে বইমেলা ২০১৫ প্রকাশিত ।
******************
সত্যর মুক্তি , ফুলেল সুভাস ,অচেনা ভারি মুখ ,
উপন্যাস *** প্রিয়মুখের ছায়া , ভাঙ্গা গড়া এ সমাজ ।
নাটক ***
, দেশ গড়ার সংগ্রাম ।
গিতিকাব্য *** দিল দরিয়া / হৃদয়ে যে সুর বাজে । প্রিয় জেনে নিও
, গ্রামিন লোকজ কথা ।
কাব্য *** মন মহুয়া ।
গবেষণা গ্রস্থ *** ইসলাম মানবের মুক্তি ।
*** নুর নবী হযরত এবং আউলিয়া কেরামের হেদায়েত প্রসঙ্গ ।
বাংলার লোকগাথা , ও গ্রামবাংলার গল্প সমগ্র সহ নানা বিষয়ে ।
সম্পাদক *** একুশে ম্যাগাজিন " উদ্ঘাটন ও সুচেনা বার্তা ।
আহবায়ক সংঘটক *** কবি সমাজ বাংলাদেশ ।
সংশ্লিষ্ট
জাতীর প্রেস ও ইন্টারন্যট সমন্বয় কমিটি ।
একটি কবিতা ।। স্রস্টা ও বান্ধার নিগুড় তথ্য
************* পরিবেশ বন্ধু কবি
নিজ খুত্রতে হয়ে সমাসীন প্রভু নিরাঞ্জন
১ম মোহাম্মাদী নুর করিল সৃজন
প্রভুর নুর হতে নুর জাগে রহমত
নুরে হইল সৃজন কুল মাখলুকাত
মাটি আগুন পানি বাতাস
ত্রি ভুবন হইল প্রকাশ
আগুন পানি বাতাস মিশে
ঘূর্ণিউটে প্রলয়উল্লাসে
জলাকারে ডিম্ভু ভাসে
ফেটে সাজিল রবি শশী আসমান জমিন ।
হারিছ , মারিছ , সিংহ , অসুর
তারাও জাতী সৃষ্টি প্রভুর
সৃষ্টি অসংখ্য ফেরেস্তা জীন
খেলিছ কত যে খেলা সেজে ব্রম্ম নিরঞ্জন
ধংশ হল যত আদি জাত
বানালেন আদম ছবি নিজ ছুরত
কপালে ভাসল নুরে মোহাম্মাদ
হাওয়া পেয়ে আদমের সজীব হল প্রান
প্রভুর হুকুমে সেজদা করে ফেরেস্তারা
আদেশ বামেনে আবেদ হইল শয়তান ।
আদম হাওয়া বেহেস্তে ছিল
সুযোগে শয়তান ধুকা দিল
আদম হাওয়া আসল দুনিয়ায়
বহু বছর পর মিলন হইল কানায়ে কাবায়
আদম হাওয়ার মাঝেই লুকাইয়া সাই
সাজাইল প্রেমের বাগান বুঝার সাধ্য নাই
তিনি ভাঙে তিনি গড়ে
বহুরূপী যুগ যুগান্তরে
আবার হৃদয় মাঝে বসবাস করে
তারে খুজে পায় অলি সাধু আর নবী প্রেমিকজন ।
মিরপুর , ঢাকা ।
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু , আমরা আগের মত হতে চাই
এস তবে তুলি সুর , আগে কি সুন্দর দিন কাটাইতাম ,
আড্ডা জমত , ব্লগিং চলত
টাকি ভাইরা কত কি কইত
মধুর তিরস্কারে ঝগড়া হইত
তবুও সবাই মিলে সুখ পাইতাম , আগে কি সুন্দর
২| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩
হাসান মাহবুব বলেছেন: এত সাবধানবাণী না দিয়া আপনার ল্যাবের কম্পু ইঞ্জিনিয়ারদিগকে কন মডুরে হ্যাক করতে। আর ঠিকমত ঔষধ খাবেন।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২০
পরিবেশ বন্ধু বলেছেন: সহমতের জন্য কি আশা করা যায় , তাই দেওয়া হবে বন্ধু ।
৩| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩২
অপ্রিয় সত্য বলেছেন: আমার জানা মতে এমন ভয়াবহ থ্রেট মডু তার দীর্ঘ মডারেটর জীবনে পায় নি।
২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২২
পরিবেশ বন্ধু বলেছেন: ইতিহাসের অংশ হতে কে না চায়
তবে মডু খুব দিল অয়ালা মানুষ , তিনি যা বুঝা প্রয়োজন বুঝে """"""
৪| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
অপর্ণা মম্ময় বলেছেন: থ্রেট দিয়ে পোস্ট দেবার পর " প্লিজ " বলাতে মনে হয় মডুরা আর ভয় পাবেন না !
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: একদম সত্য
৫| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫
সাকিন উল আলম ইভান বলেছেন: ওরে আমারে কেউ ধর, হাসতে হাসতে লুঙ্গি উইড়া যাইতেসে
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধরমু কেমনে লুঙ্গি তো খুজে পাচ্ছিনা
৬| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫১
মামুন রশিদ বলেছেন: পিলিজ লাগে, মডুরা আপনার ভয়ে ব্লগ ছাইড়া পালাইছে ।
মডু না থাকলে ব্লগ দিয়া ইন্টারনেট চালাইবো কেডা
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: হুম , একটু মিথ্যা নয়
৭| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৭
লিন্কিন পার্ক বলেছেন:
আপনার এই হুমকি মডু আজীবন মনে রাখব !
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০০
পরিবেশ বন্ধু বলেছেন: আমি জানি তিনি ভাল তবুও
লিখলাম , মনে মনে ভিন্ন মাত্রা এবং সবার সাড়া ভাল একটা
আড্ডা জমল ,সুযোগ দেয়ায় সবাইকে ধন্যবাদ
৮| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০০
মামুন রশিদ বলেছেন: একই পোস্ট দুইবার আসছে,
তার মানে কী ডাবল হুমকী ???
মডু'র এবার খপড় আছে
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: খপড় আছে
কোন তে না কিতে
৯| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০২
আমিনুর রহমান বলেছেন:
সবাই বলেন সুবাহানাল্লাহ !
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: সুবাহানাল্লাহ !
তাই অনেক ভাল দোয়া
মন্তব্যর জন্য ধন্যবাদ
১০| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৪
রিমন রনবীর বলেছেন: কভি আপনি দেখি মডুদের লুঙ্গি খুলে ফেললেন। ভয়ে তো তাদের রোজা ভেঙ্গে যাবে। প্লিজ ইন্টারনেট সেবা বন্ধ করবেন না।প্লিজ প্লিজ প্লিজ
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: জানা চাই নেট খুললে আর বন্ধ হয়না
তাই বিকল্প উপায় থাকলে লাইক দেন
১১| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬
ফিরে এলাম নতুন নিকে বলেছেন: খাইছে আমারে। আপনার ল্যাবের কম্পিউটার ইঞ্জিনিয়ারদের কি ইঞ্জিন গরম হয়ে গেছে নাকি? আপনার কথাটা ভছ বাংলা ছিনেমার শেষ দৃশ্যের মতো লাগছে- 'আইন নিজের হাতে তুলে নিবেন না।'
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: আপনার কথাটা ভছ বাংলা ছিনেমার শেষ দৃশ্যের মতো লাগছে- 'আইন নিজের হাতে তুলে নিবেন না।'
আইন কি হেইডা খায় না মাথায় দেয়
১২| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৩
অনিক আহসান বলেছেন: পরিবেশ বন্ধুয়া ভাই আপনারে কি রোজায় ধরছে? ইফতারের আগে পর্যন্ত এট্টু রেস্ট নেন
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: রোযা রাখি
মন্তব্য ধন্যবাদ
১৩| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৭
শাহজাহান মুনির বলেছেন: ভাই এই কামডা কইরেন না ।
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: বোধোদয়ের জন্য ধন্যবাদ
১৪| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮
অর্ণব আর্ক বলেছেন: পিলিজ লাগে ভাই আপনি ইন্টারনেট সেবা বন্ধ কৈরেন না। তাইলে বাংলার নিরীহ পুলাপাইন ফেসবুক গুতাইবে কি দিয়া? হেগের কইলজ্যাত লাত্তি মাইরেন মিয়া বাই
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩২
পরিবেশ বন্ধু বলেছেন:
কবিতায় +++++++++
১৫| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮
শাহজাহান মুনির বলেছেন: ভাই এই কামডা কইরেন না ।
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠক বন্ধুগন
হৃদয় নিংড়ানো অবারিত অভিনন্দন
ব্লগ জগতের চেনাজানা কথা
আর ভাল সুসম্পর্ক অবশ্যই ভাল বন্ধুত্তের দাবিদার
আর একতার মেলবন্ধনে
দেশ ও মানুষের সেবায় নিজেকে অর্পণ
অবশ্যই মুক্তি ও স্বাধীনতা আনে বাংলার
আমি কবি আজিকায় ধন্য
পাইয়া ভাল একঝাক কলম সৈনিক বন্ধু বরন্য ।।
সাবধান বন্ধুগন ,ভাল থাক সবসময়
আর নিজেকে রাখ ভাল এবং অনেক ভালোয় ।। পরিবেশ বন্ধু
১৬| ২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০
আমি মোঃ চয়ন বলেছেন: আপনি তো দূর, আপনার রাজারবাগী বাবারও ক্ষমতা নাই যে মডুর একটা চুল ছিড়ে !!
আপনার ল্যাবের কম্পিউটার ইঞ্জিনিয়ারদের বলেন পারলে ১০ মিনিটের জন্য বাংলাদেশ থেকে ইন্টারনেট তুলে নিতে।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: আমার সাথে থাকবেন না , এইতো ডরাইছেন ।।
১৭| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
লিঙ্কনহুসাইন বলেছেন: এতো ক্ষইনে মডুদের জামা কাপর নষ্ট হয়ে গেছে
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: তা খপর তাইলে ভালই
১৮| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
দি সুফি বলেছেন: ভয়ের চোটে মডু আবার রাজারবাগের মুরিদ না হয়ে যায় :-& :-&
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: রাজারবাগ সেইটা আবার কনে
১৯| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
বিডি আমিনুর বলেছেন: এখন কি হপে
পিলিছ পিলিছ এহেন কম্ম করবেন না হে কবি
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: সঙ্গে না থাকার জন্য ধন্যবাদ
২০| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৯
সেচ্ছাসেবক বলেছেন: মডু আমারে ফুন দিছিলো, কইলো, এমন থ্রেটের পর তারা নিরাপত্তাহীনতায় ভুগতাছে ... পরিস্থিতি ঠান্ডা হওয়া পর্যন্ত সবাইরে সামু ছাইরা ফেবু ইউজাইতে অনুরোধাইছে। {যারা পুছে না তাদের জন্য নহে}
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪০
পরিবেশ বন্ধু বলেছেন:
২১| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৩
অচিন.... বলেছেন: আগেই বুঝতে পারছিলাম আপনে একটা আবাল। আজকে সিউর হলাম
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: বুঝলে ;
২২| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
সুদীপ্ত কর বলেছেন: ভাই, নেয়ার ক্ষমতা যেহেতু আছে সুতরাং দেয়ার ক্ষমতাও আছে।
বাংলালায়ন আর কিউবিরে দিয়া যদি কম দামে ভালো ইন্টার"ন্যাট" এর ব্যবস্থা করতে পারেন তাইলে বুঝমু আপনি পারেন
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪২
পরিবেশ বন্ধু বলেছেন: কন্ত্রাক লন ছব কি পানির মত
২৩| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
সেচ্ছাসেবক বলেছেন: মডু আমারে ফুন দিছিলো, কইলো, এমন থ্রেটের পর তারা নিরাপত্তাহীনতায় ভুগতাছে ... পরিস্থিতি ঠান্ডা হওয়া পর্যন্ত সবাইরে সামু ছাইরা ফেবু ইউজাইতে অনুরোধাইছে। {যারা পুছে না তাদের জন্য নহে}
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২১
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠক বন্ধুগন
হৃদয় নিংড়ানো অবারিত অভিনন্দন
ব্লগ জগতের চেনাজানা কথা
আর ভাল সুসম্পর্ক অবশ্যই ভাল বন্ধুত্তের দাবিদার
আর একতার মেলবন্ধনে
দেশ ও মানুষের সেবায় নিজেকে অর্পণ
অবশ্যই মুক্তি ও স্বাধীনতা আনে বাংলার
আমি কবি আজিকায় ধন্য
পাইয়া ভাল একঝাক কলম সৈনিক বন্ধু বরন্য ।।
সাবধান বন্ধুগন ,ভাল থাক সবসময়
আর নিজেকে রাখা চাই ভাল
এবং সামনের দিন আসুক অনেক ভালোয় ।। পরিবেশ বন্ধু
২৪| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
পুশকিন বলেছেন: বাই ঈণ্টাড়ণেঠে ষ্পিঈড আমি খম পাঈ খ্যাণো দেখভেন এ্যাখঠু :!> :#>
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৪
পরিবেশ বন্ধু বলেছেন: আরে এ যে দেখতাছি পুশকিন
২৫| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
নীরব দর্শক বলেছেন: কোন ইন্টারনেট? যেটা ব্লগ দিয়া চায়াল সেটা ?
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: মনে হয় তাই
ধন্যবাদ
২৬| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
চুক্কা বাঙ্গী বলেছেন: আমি মুভি ডাউনলোডে দিসি, এর মধ্যে যদি নেট চইলা যায় তাইলে কইলাম খবর আসে!!
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: খবর না সংবাদ
ধন্যবাদ
২৭| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন:
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩১
পরিবেশ বন্ধু বলেছেন: আরে মন্ত্রী মহোদয় যে কি খবর
বসবার দিতে পারুম না চেয়ার এর টেং ভাঙা
ধন্যবাদ
২৮| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
আজ আমি কোথাও যাবো না বলেছেন:
এখন কি হপে! ব্লগ দিয়া ইন্টার্নেট চালাবো ক্যামনে?
মডুরা আপনার এই হুমকি চিরজীবন মনে রাখপে!
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৬
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি
ধন্যবাদ
২৯| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
রক্তলেখা বলেছেন: মডারেটরদের এভাবে থ্রেট করা যায় না কি? :-& :-&
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন: তিনি ঘুমিয়ে না জাগ্রত সেটা বুঝার জন্য
ধন্যবাদ
৩০| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪২
জ্বীন কফিল বলেছেন: পুস্ট ইশটিকি করা হউক
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৩১| ২৯ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
সাহাদাত উদরাজী বলেছেন: মাথায় পানি ঢালেন, বরফ পানি!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: তাই মনে কি অশান্তি
৩২| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৭
একজন আরমান বলেছেন:
এন্টারনেট বন্ধ করলেও আমার সমস্যা নাই। আমি ব্লগ দিয়া এন্টারনেট চালাই।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: এতরা কথা বেবাকেই কয়
৩৩| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫২
নোবিতা রিফু বলেছেন: ডরাইছি...
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:২০
পরিবেশ বন্ধু বলেছেন: হুম
৩৪| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:০০
প্রিয়ভাষিণী বলেছেন:
সামহোয়ারের পরিবেশ রক্ষাকারী(!) বন্ধু এইবারের মতো ক্ষমা প্রার্থনীয়।আমার বাংলাদেশের সীমানার বাইরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।তারপর নেটের সুবিধা তুলে দিবেন প্লিজ প্লিজ প্লিজ
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: সামহোয়ারের পরিবেশ রক্ষাকারী(!) বন্ধু এইবারের মতো ক্ষমা প্রার্থনীয়
ধন্যবাদ প্রিয়ভাষিণী
সুন্দর মন্তব্যর জন্য
৩৫| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:০১
তন্ময় ফেরদৌস বলেছেন: কসকি মমিন !! পরিবেশ বন্ধু ইন একশন
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: ইকোনো সার্ভিস
৩৬| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৮
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আপনাদের কিসের ল্যাব ভাই? ক্যালকুলেটর তৈরির?
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: কম্পু ল্যাব
৩৭| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবনে প্রথমবারের মতো আপনার ব্লগে এলাম। এ অনন্যসাধারণ কবিতাটি পড়ে আপনার উচ্চমার্গীয় কবিপ্রতিভায় মুগ্ধ হলাম। কবিতা জীবনের কথা বলে, ব্লগের কথা বলে। সারাটা জীবন কবিতায় এ মর্মবাণী প্রচারে ব্রতী থাকবেন, আপনার প্রতি এমন দাবি রাখলাম।
বিঃ দ্রঃ কয়েকটা বানান ভুল ছিল, যদিও তা নগণ্য, তবে ভবিষ্যতে এর প্রতি সামান্য নজর দিবেন কবিবর।
অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: নিকে আসার জন্য ধন্যবাদ
আপনার জন্যও শুভকামনা
৩৮| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫১
নিমচাঁদ বলেছেন: আমি একজন মডুকে চিনি উনি থ্রেটের মাত্রা দেখে চাপাবেগে বাথ্রুমে চলে গেছেন এবং পরিবেশ গান্ধা করে ফেলেছেন ।
পরিবেশ বন্ধু হিসাবে আপনার মহান দায়িত্ব হইতাছে , এই সব সাফ সুতরা করা , সো দেরী কেন ?
কাজে লেগে যান , পরিবেশ বন্ধু
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: আমার হয়ে কাজ টা আপনি সাইরা লন নিমচাদ বদ হাওয়া আছান হবে
৩৯| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৫
পাকাচুল বলেছেন: সামুতে মজা কমে যাচ্ছিলো দিন দিন, এমন দ্রুপদী পোস্টের কারণে অনেকেই আবার ফেরত আসছে।
গতকাল পেলাম রেজা ঘটকের পোস্ট, আর আজকে আপনার।
সামুর পুরোনো সুদিন মনে হয় আবার ফিরে আসছে।
প্লাস লন।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২১
পরিবেশ বন্ধু বলেছেন: পালাশের জন্য ধন্যবাদ
৪০| ২৯ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৮
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: আপনাদের কিসের ল্যাব ভাই? ক্যালকুলেটর তৈরির?
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২২
পরিবেশ বন্ধু বলেছেন: সফটওয়্যার
৪১| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬
প্রত্যাবর্তন@ বলেছেন: যেই জোরে ধামকি মারসেন মডু না আবার লিংগ পরিচয় ভুইলা যায় ।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: সেটা কি খায় না মাথায় দেয়
৪২| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৯
প্রত্যাবর্তন@ বলেছেন: যেই জোরে ধামকি মারসেন, মডু না আবার লিংগ পরিচয় ভুইলা যায়
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৮
পরিবেশ বন্ধু বলেছেন:
৪৩| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতায় +++++++++
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: স্নিগ্ধ শোভন বলেছেন:
কবিতায় +++++++++
আমিও ____
৪৪| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১:২৩
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: একি হচ্ছে ব্লগে হচ্ছে বুঝলামনা আপু...... অনেক কিছু জানতে পারি সামুতে এসে বিশেষ করে কিছু ব্লগারের কারনে ,,, ইমন ভাইতো চলেই গেলেন.. হাসান ভাই , রেজু আপু, রানা ভাই এদের জন্যই ব্লগে পড়তে আসি ... তবে এখন তো অনিয়মিত হয়ে যাচ্ছি কারন পড়ার যেন কিছুই পাইনা এখানে... আপনার লেখার উপর কেউ হস্তক্ষেপ করলে আমার মত দুইটাকার ব্লগাররা আর থাকে কি করে... শুভ কামনা ,.. লিখতে থাকুন...
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: আপুনা , ভাইয়া , এমন ভুল কেউ করে ছরকা
৪৫| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:১৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্রেকিং নিউজঃ সামুর মডারেটর অন্যমনস্ক শরৎ এখন হৃদরোগ হাসপাতালে! এই পোষ্ট পড়ে তিনি ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন!!!!!!!
আপনি প্লীজ প্লীজ প্লীজ বাংলাদেশ থেকে ইন্টারেন্ট ভ্যান করবেন না। পিলিজ লাগে!!!!!!!!!!!
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ভাগি ক্যাম্নে পথ কনে পাই +
৪৬| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্রেকিং নিউজঃ সামুর মডারেটর অন্যমনস্ক শরৎ এখন হৃদরোগ হাসপাতালে! এই পোষ্ট পড়ে তিনি ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন!!!!!!!
আপনি প্লীজ প্লীজ প্লীজ বাংলাদেশ থেকে ইন্টারেন্ট ভ্যান করবেন না। পিলিজ লাগে!!!!!!!!!!!
৪৭| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৫
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্রেকিং নিউজঃ সামুর মডারেটর অন্যমনস্ক শরৎ এখন হৃদরোগ হাসপাতালে! এই পোষ্ট পড়ে তিনি ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন!!!!!!!
আপনি প্লীজ প্লীজ প্লীজ বাংলাদেশ থেকে ইন্টারেন্ট ভ্যান করবেন না। পিলিজ লাগে!!!!!!!!!!!
৪৮| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ২:২৬
স্বপ্নবাজ অভি বলেছেন: হ্যাঁ ভাই, আপনি সঠিক জায়গাতে এসেছেন ( যারা আমার পরে আসবে তাদের জন্য) ইহাই সেই ধ্রুপদী কবিতা, যেই কবিতার কয়েকটি ভারী শব্দাঘাতে পুরো মডারেশন প্যানেল হার্ট আট্যাক করেছিল, এই সেই দুরন্ত পোষ্ট যারা দূরদর্শিতা নিয়ে আজও গবেষণা চলছে হাভার্ডের আনাচকানাচে!
আমি নিশ্চিত বন্ধু আমার দেয়া আয়োডিনযুক্ত লবণ খেয়ে আপনি আপনার মস্তিষ্কের সক্ষমতা বাড়িয়েছেন! যার কারণে এই পোষ্ট এতটা ধ্রুপদী হয়েছে!
অফ টপিক : বুকে হাত দিয়ে বলছি আপনি সামুর অলংকার, নাকের দুল!
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: গুবেসনা ;;;কুবিতা এইগুলা আবার কনে
৪৯| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:২৫
বটবৃক্ষ~ বলেছেন: নীরব দর্শক বলেছেন: কোন ইন্টারনেট? যেটা ব্লগ দিয়া চায়াল সেটা ?
উফফফ!! হাসতে হাসতে সেহরি হজম হয়ে গেলো!!
আমার আব্বুর হাই প্রেশার আছে! ভাবতেসি আব্বুকে এনে দেখাই! তাহলে প্রেশারের জন্যে উপকার হবে!!! আব্বু খালিখালিই প্রতিদিন রমনা পার্কে যেয়ে হাসির প্রাকটিস করে!!
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫০
পরিবেশ বন্ধু বলেছেন: কোন ইন্টারনেট? যেটা ব্লগ দিয়া চায়াল সেটা ?
৫০| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৩৭
রাইসুল নয়ন বলেছেন:
প্রিয়,
পরিবেশ বন্ধু!!
কাল সারা দিন লগ ইন করতে পারিনি,
তাই আপনার পোস্ট পড়তে পারিনি
সোনাবীজ ভাই যা বলেছে তার সাথে পূর্ণ সহমত!!
পোস্ট আর একটু বড় হলে পাঠক মন শান্ত হতো।
লেখালিখি চালিয়ে যান,ছাড়বেন না প্লিজ।
আপনার পরবর্তী পোষ্টের আশায় রইলাম।
ভালো থাকুন।
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫২
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সুন্দর কমেন্ট করার জন্য ।।
৫১| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৪৪
রাইসুল নয়ন বলেছেন:
প্রিয়,
পরিবেশ বন্ধু!!
কাল সারা দিন লগ ইন করতে পারিনি,
তাই আপনার পোস্ট পড়তে পারিনি
সোনাবীজ ভাই যা বলেছে তার সাথে পূর্ণ সহমত!!
পোস্ট আর একটু বড় হলে পাঠক মন শান্ত হতো।
লেখালিখি চালিয়ে যান,ছাড়বেন না প্লিজ।
আপনার পরবর্তী পোষ্টের আশায় রইলাম।
ভালো থাকুন।
৫২| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৪:৫২
মাহবু১৫৪ বলেছেন:
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন:
কি কার দলে আছেন , ভাবছেন কিছু
৫৩| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০১
দিকভ্রান্ত*পথিক বলেছেন: পোস্ট প্রিয়তেঃ
প্রতিবাদি কন্ঠে তোলপাড় হয়ে
ধুয়ে মুছে যাক ব্লগময় !
রন্ধ্রে রন্ধ্রে যতো অসামাঞ্জস্যতা,
অনিয়ম লুকিয়ে আছে সর্বময়,
কবিতার ছন্দে ছন্দে হোক বিনাশ তাদের!
হোক অবসান অন্যায়ের,
অবিচারের!
এ আবেগে ক্ষোভ কতোটুকু,
কতোটুকু যুক্তি এই মহাপ্রলয়ের,
মহাকাল তা জানবেনা সত্য,
কিন্তু প্রতিবার প্রতিনিয়ত,
ধ্বনিত হোক নিত্য!
জয়ী হোক সত্য!
কবি, রাগ করবেন না, কবিদের রাগ করতে নেই, শুধু স্মিত হেঁসে বলুন, পৃথিবী পায়ের নীচে আপনার জানবেন! মডু কেন, ওবামারও সাধ্য কি কবিকে ফেরায়!? নিশ্চিন্তে ঘুমুতে যান, শুভ হোক আপনার সময়!
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন:
ডিঙ
৫৪| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০২
প্রিন্স হেক্টর বলেছেন: আমি আর কি কমু, এরাই তো সব কয়া দিলো
অচিন.... বলেছেন: আগেই বুঝতে পারছিলাম আপনে একটা আবাল। আজকে সিউর হলাম
হাসান মাহবুব বলেছেন: এত সাবধানবাণী না দিয়া আপনার ল্যাবের কম্পু ইঞ্জিনিয়ারদিগকে কন মডুরে হ্যাক করতে। আর ঠিকমত ঔষধ খাবেন।
বটবৃক্ষ~ বলেছেন: আমার আব্বুর হাই প্রেশার আছে! ভাবতেসি আব্বুকে এনে দেখাই! তাহলে প্রেশারের জন্যে উপকার হবে!!! আব্বু খালিখালিই প্রতিদিন রমনা পার্কে যেয়ে হাসির প্রাকটিস করে!!
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ব্রেকিং নিউজঃ সামুর মডারেটর অন্যমনস্ক শরৎ এখন হৃদরোগ হাসপাতালে! এই পোষ্ট পড়ে তিনি ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়েছেন!!!!!!!
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জীবনে প্রথমবারের মতো আপনার ব্লগে এলাম। এ অনন্যসাধারণ কবিতাটি পড়ে আপনার উচ্চমার্গীয় কবিপ্রতিভায় মুগ্ধ হলাম। কবিতা জীবনের কথা বলে, ব্লগের কথা বলে। সারাটা জীবন কবিতায় এ মর্মবাণী প্রচারে ব্রতী থাকবেন, আপনার প্রতি এমন দাবি রাখলাম।
বিঃ দ্রঃ কয়েকটা বানান ভুল ছিল, যদিও তা নগণ্য, তবে ভবিষ্যতে এর প্রতি সামান্য নজর দিবেন কবিবর।
প্রত্যাবর্তন@ বলেছেন: যেই জোরে ধামকি মারসেন মডু না আবার লিংগ পরিচয় ভুইলা যায় ।
একজন আরমান বলেছেন: এন্টারনেট বন্ধ করলেও আমার সমস্যা নাই। আমি ব্লগ দিয়া এন্টারনেট চালাই।
আমিনুর রহমান বলেছেন: সবাই বলেন সুবাহানাল্লাহ !
সাকিন উল আলম ইভান বলেছেন: ওরে আমারে কেউ ধর, হাসতে হাসতে লুঙ্গি উইড়া যাইতেসে
স্নিগ্ধ শোভন বলেছেন: কবিতায় ++++++++
অনিক আহসান বলেছেন: পরিবেশ বন্ধুয়া ভাই আপনারে কি রোজায় ধরছে? ইফতারের আগে পর্যন্ত এট্টু রেস্ট নেন
দি সুফি বলেছেন: ভয়ের চোটে মডু আবার রাজারবাগের মুরিদ না হয়ে যায়
চুক্কা বাঙ্গী বলেছেন: আমি মুভি ডাউনলোডে দিসি, এর মধ্যে যদি নেট চইলা যায় তাইলে কইলাম খবর আসে!!
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৬
পরিবেশ বন্ধু বলেছেন: আমি আর কি কমু, এরাই তো সব কয়া দিলো
বড় লইজ্জা ।।
৫৫| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৫:০৯
নোমান নমি বলেছেন: একদম সময়োপযোগী পোষ্ট! অসাধারণ টাইমিং। মডুরা যখন বুর্জোয়া শ্রেনীর মত করে গ্রাস করে নিচ্ছে সমাজ তখন আপনার এই কবিতা মডুদের মুখে ইমো আঘাতের মতো।
স্যালুট ভাই। চালায় যান। সাথে আছি
২৭ শে অক্টোবর, ২০১৪ রাত ১১:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: আছেন , থাকেন , লইরেন না কিন্তু
৫৬| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০৩
প্রিন্স হেক্টর বলেছেন: আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুরের বংশের কেউ?
আপনাকে অনুসরন না করে পারলাম না।
যাই হোক দুষ্টু লোকের কথা কানে নিবেন না। আপনার অনেকগুলো কবিতা পড়লাম। খুবই ভালো লেগেছে, ইন ফ্যাক্ট আমি এক্টু ইমোশনাল হয়ে পরেছি। রবীন্দ্র পরবর্তী সময়ে আপনার মতই কবির প্রয়োজন ছিল বাংলা সাহিত্যে। আপনার কবিতা অন্তরকে বিমোহিত করে দেয়। ওদের কথা কানে নিবেন না। শিল্পের কদর কয়জনে বোঝে?
লেখায় ৭ টা প্লাস, (আমার ৬টা মাল্টি থেকে।) ফেসবুক, টুইটার,গুগল প্লাস, ডিগ, রেডিট, ইয়াহু, নিউজভাইন, ব্লিংকলিষ্টে শেয়ার দিলাম।
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৫৭| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৬
আরজু পনি বলেছেন:
ইসসসস এমন একটা পোস্টে এখনো আঠা লাগানো হয় নি ! এটা কিছু হলো !
রিদমটা যে কি কাজ করছে ! আঠা্ও খুঁজে পাচ্ছি না....
পরিবেশ বাবু আপনি একদম চিন্তা করবেন না। মডুদের মিটিং ডাকা হয়েছে। শিগগীরই সিদ্ধান্ত জানিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে।
আর সার্ভারের এমন দুঃসময়ে এমন দারুণ একটা পোস্ট দেবার জন্যে আপনাকে অগুণিত কৃতজ্ঞতা জানাই ।
(আল্লাহই জানে, এই কমেন্টের লাইগ্যা না জানি আমার মডারেশন স্ট্যাটাস ডাউন হইয়া যায় !)
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: হাহাহা আপু ঝড় এল বক মরল ,অঝা কয় কেরামতি
জানিনা হপে কোন গতি
৫৮| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:১৮
প্রিন্স হেক্টর বলেছেন: প্রিয় কবি, আপনি কি রবী ঠাকুরের বংশের কেও? সত্যি বলি আপনার কবিতা পাঠ করে আমার মন বিগলিত বিমোহিত হয়ে গেছে। আমি এত সুন্দর কবিতা রবীন্দ্র পরবর্তী কোন কবির কবিতায় পাইনি।
আপনাকে অনুসরনে না নিয়ে পারলাম না।
৫৯| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:২১
প্রিন্স হেক্টর বলেছেন: ষ্টিকি করা হোক
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: প্রিন্স হেক্টর কে ষ্টিকি করা হোক
৬০| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৪০
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: এই পোস্ট ষ্টিকি করার মরযাদা নিয়েই ভুমিস্ট হয়েছে। সো, মডুদের লোক দেখানো স্টিকিরে কেডায় গুরুত্ব দেয়??? এই পোস্টের গরজনে আজ পৃথিবীজুড়ে ছরিয়ে থাকা সমস্ত বাংলা ব্লগাররা ভয়ে পুতুপুতু, তাহলে মডুদের কি অবস্থা ভাবতেই আমার চৌক্ষে মৌক্ষে জল চলে আসছে।
আমরা যারা মডুদের শুভাকাঙ্খী তারা আজকের রোজাটা মডুদের বাড়িতে গিয়ে ইফতার করি এবং তাদের জিবন্ত আত্নার জইন্যে মাগফেরাত প্রারথনা করি।
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: এটা কি রোজার মাস , এটা তো মহররম
৬১| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৩
প্রিন্স হেক্টর বলেছেন: @কায়রো ভাই, মডু শরৎদারে কোথাও পাওয়া যাইতেছে না, শুনলাম উনি হার্ট এ্যাটাক করে বিএনএসবি চক্ষু হসপিটালে ভর্তি হয়েছেন। জানা-আরিল পুরো পরিবার সহ নরওয়ে গিয়ে প্রান বাচিয়েছে। এখন আমরা কি করি? ইন্টারন্যাট উঠিয়ে দিলে কেম্নে বাচুম? আসেন সবাই ঘটি-বাটি নিয়ে ইন্টারন্যাট জমিয়ে রাখি। আমি অলরেডি ডাচ বাংলা ব্যাংকে ২ জিবি ইন্টারন্যাট জমা করেছি।
৬২| ৩০ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৫৬
প্রিন্স হেক্টর বলেছেন: পিলাচ দুইটা দিলো কেডায়?
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৩
পরিবেশ বন্ধু বলেছেন: নয়নে, সন্দেহ আছে বন্ধু
৬৩| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৬
হাতীর ডিম বলেছেন: েউ মডুরে মাইরালা
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: ইয়া টিসুম
৬৪| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৭
হাসান মাহবুব বলেছেন: পিলাচ আমি একটা দিছি। এই যুগে এরকম নির্ভীক, আপোষহীন কম্পিউটার ইঞ্জিন কয়টা পাওয়া যায়। আবার কবিতাও প্রসব করেন তিনি প্রতিদিন কয়েক্টা করে। এরকম প্রতিভা বাংলাদেশে দ্বিতীয়টা নাই। হ্যাটস অফ পরিবেশ বন্ধু!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
আগাম ঈদ মোবারক
৬৫| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৪৭
প্রত্যাবর্তন@ বলেছেন:
এই পুস্ট প্রিয়তে আবার নীল কিডা ?
৬৬| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫২
প্রত্যাবর্তন@ বলেছেন: ব্রেকিং নিউজ, প।ব'র হুমকিতে ভয় খায়া কৌশিক মডু এখন ভিন্ন নামে ব্লগিং করতেসে ।
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: খপর আছে তাইলে
৬৭| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৫
প্রত্যাবর্তন@ বলেছেন: এই কালজয়ী কবিতাটা কি পৃথিবীর সবচাইতে ছোট দ্রোহের কবিতা । কবিতা এক্সপার্টদের মূল্যবান মতামত আশা করছি ।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৬৮| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:০৭
দায়িত্ববান নাগরিক বলেছেন: এপিক কবিতা !
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: তাই ,
৬৯| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৩
ইখতামিন বলেছেন:
সেরকম কপিতা
ষ্টিকি করা হোক
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ইখতামিন
৭০| ৩০ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩২
অপু তানভীর বলেছেন: এটি আমার ব্লগ জীবনে পড়া দ্বিতীয় শ্রেষ্ট কবিতা ।
প্রথমটা ছিল মহা কবি মাইকেল মেহেদীর পেক পেক পেক !
এগিয়ে চল বন্ধু !!
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: পেকু পেকু কোন হায়
বেশ জানা হল
ধন্যবাদ
৭১| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
কোলে আয় থুক্কু কাঁধে আয় কবি।
কোলাকুলি করি।
এই ইন্টারনেটের জ্বালায় পড়ালেখা লাটে।
বন্ধ করে দেন, পোলাপাইন পড়ালিখা করুক।
দেশ জাতে উঠুক।
আমি কিন্তু এই থ্রেটের প্রশংসা করছি
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯
পরিবেশ বন্ধু বলেছেন: হুম
৭২| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০০
বিডি আমিনুর বলেছেন: হে কভি নিরব কেনু ?
এত এত কমেন্ট দেইখা কি বাসা হারিয়ে ফেললেন
৭৩| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৩
বিডি আমিনুর বলেছেন: হে কভি নিরব কেনু ?
এত এত কমেন্ট দেইখা কি বাসা হারিয়ে ফেললেন
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৪
পরিবেশ বন্ধু বলেছেন: নিরব ফুল প্রজাপতি নাই
বাসা কোথায়
কোন রাস্তায় , থুক্কু
কমেন্টে ধন্যবাদ
৭৪| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৪
সফদার ডাকটার বলেছেন: পড়ুন, পরিবেশ বন্ধু'র ব্লগ নিয়ে ব্যাপক গবেষণামুলক পোস্ট,,,
হালের সামু ক্রেজ 'পরিবেশ বন্ধু' রেট্রোসপেকটিভ : একটি ব্লগ গুবেশনা মুলক পোস্ট
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: হুম ,গবেসক এত বেশি যে পিএইচ ডি পালাইল
ধন্যবাদ কমেন্টে ।।
৭৫| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:০৫
তোমোদাচি বলেছেন: অনেক দিন থেকে ব্লগ টা কেন জানি ঝিমিয়ে ছিল;
বিনোদন দেওয়ার জন্য ধন্যবাদ !!
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠক বন্ধুগন
হৃদয় নিংড়ানো অবারিত অভিনন্দন
ব্লগ জগতের চেনাজানা কথা
আর ভাল সুসম্পর্ক অবশ্যই ভাল বন্ধুত্তের দাবিদার
আর একতার মেলবন্ধনে
দেশ ও মানুষের সেবায় নিজেকে অর্পণ
অবশ্যই মুক্তি ও স্বাধীনতা আনে বাংলার
আমি কবি আজিকায় ধন্য
পাইয়া ভাল একঝাক কলম সৈনিক বন্ধু বরন্য ।।
সাবধান বন্ধুগন ,ভাল থাক সবসময়
আর নিজেকে রাখা চাই ভাল
এবং সামনের দিন আসুক অনেক ভালোয় ।। পরিবেশ বন্ধু
৭৬| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২১
মেহেদী হাসান মানিক বলেছেন: অর্ণব আর্ক বলেছেন: পিলিজ লাগে ভাই আপনি ইন্টারনেট সেবা বন্ধ কৈরেন না। তাইলে বাংলার নিরীহ পুলাপাইন ফেসবুক গুতাইবে কি দিয়া? হেগের কইলজ্যাত লাত্তি মাইরেন মিয়া বাই
লেখকরে ইস্টিকি করা হউক
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ মেহেদি
৭৭| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৪
মো: আতিকুর রহমান বলেছেন: এটা আমার ব্লগিং জীবনের না ইন্টারনেট জীবনের শ্রেষ্ট পোস্ট । অনেকদিন এতটা প্রান খুলে হাসা হয়নি... আজ হাসতে পারলাম আপনার জন্য
। ধন্যবাদ লন...
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২২
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠক বন্ধুগন
হৃদয় নিংড়ানো অবারিত অভিনন্দন
ব্লগ জগতের চেনাজানা কথা
আর ভাল সুসম্পর্ক অবশ্যই ভাল বন্ধুত্তের দাবিদার
আর একতার মেলবন্ধনে
দেশ ও মানুষের সেবায় নিজেকে অর্পণ
অবশ্যই মুক্তি ও স্বাধীনতা আনে বাংলার
আমি কবি আজিকায় ধন্য
পাইয়া ভাল একঝাক কলম সৈনিক বন্ধু বরন্য ।।
সাবধান বন্ধুগন ,ভাল থাক সবসময়
আর নিজেকে রাখা চাই ভাল
এবং সামনের দিন আসুক অনেক ভালোয় ।। পরিবেশ বন্ধু
৭৮| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫
মো: আতিকুর রহমান বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য সামুকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি...
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৭৯| ৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬
মো: আতিকুর রহমান বলেছেন: পোস্টটি স্টিকি করার জন্য সামুকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি...
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: তাই ধন্যবাদ
৮০| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫
সপ্নাতুর আহসান বলেছেন: ভচ কি অ্যাকশন নিয়া নিছেন? পোস্ট কমেন্ট সব একাধিকবার আসতেছে এইডা কি আপনের কাম?
সামুতে করছেন ঠিক আছে ভচ মেইন নেট লাইনে কিছু কইরেন না কাইল একখান অ্যাসাইনমেন্ট আছিলো। এট্টু সময় দ্যান।
থ্যাঙ্কু।
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: তাইলে সব্বাই বলবে ঘুষ খাইছি ।
৮১| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪৪
স্বপ্নবাজ অভি বলেছেন: আম ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি : সবাই দুয়া পড়েন, বন্ধুরা গায়েবী ইশারায় সামুর সব এলোমেলো হয়ে যাচ্ছে! দেখেন না কমেন্ট দিলে হয় না, আবার হইলে 7-8 টার নিচে হয় না। পোষ্ট দিতে পারেন ন, আবার দিলে পুরা প্রথম পাতা আপনার দখলে! কবি ও সাহিত্যিক পরিবেশ বন্ধু ইন একশ্যান! ভয়ে উল্টাইয়া পড়ে থেকে ঘন ঘন শ্বাস নেয়ার ইমু হপে!
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধইন্না
:
৮২| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮
নাফিজ মুনতাসির বলেছেন: হাউ ক্যান ইউ তুলে নিবেন দ্যা ইন্টারনেট ফ্যাসিলিটি ফ্রম বাংলাদেশ ????? ক্যান ইউ প্লিজ জানাবেন ???
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: খেপলে ক্ষমতা দেখানো সবারই জাত সভাব সেটা জানেন না নাকি ।।
৮৩| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
নাফিজ মুনতাসির বলেছেন: হাউ ক্যান ইউ তুলে নিবেন দ্যা ইন্টারনেট ফ্যাসিলিটি ফ্রম বাংলাদেশ ????? ক্যান ইউ প্লিজ জানাবেন ???
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১০
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠক বন্ধুগন
হৃদয় নিংড়ানো অবারিত অভিনন্দন
ব্লগ জগতের চেনাজানা কথা
আর ভাল সুসম্পর্ক অবশ্যই ভাল বন্ধুত্তের দাবিদার
আর একতার মেলবন্ধনে
দেশ ও মানুষের সেবায় নিজেকে অর্পণ
অবশ্যই মুক্তি ও স্বাধীনতা আনে বাংলার
আমি কবি আজিকায় ধন্য
পাইয়া ভাল একঝাক কলম সৈনিক বন্ধু বরন্য ।।
সাবধান বন্ধুগন ,ভাল থাক সবসময়
আর নিজেকে রাখা চাই ভাল
এবং সামনের দিন আসুক অনেক ভালোয় ।। পরিবেশ বন্ধু
৮৪| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০২
সফদার ডাকটার বলেছেন: পরিবেশ বন্ধু'র কম্পু ইঞ্জিনের ভেতর যে জিন ছিল, তা আগে বুঝি নাই
@মডুরা শুনেন, পরিবেশ বন্ধু আগেই আপনাদের সাবধান করছিল । কিন্তু আপনারা সাবধান হন নাই । এখন ব্লগে পরিবেশ বন্ধুর পালিত ইঞ্জিনের জিন ঢুইকা সামুর সার্ভারের বারোটা বাজাইয়া দিছে । :-&
পরিবেশ বন্ধুর সাথে শীঘ্রই একটা ফয়সালায় আসেন । উনার গায়েবী মুজেজা থেকে বাঁচার আর কোন উপায় নাই
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠক বন্ধুগন
হৃদয় নিংড়ানো অবারিত অভিনন্দন
ব্লগ জগতের চেনাজানা কথা
আর ভাল সুসম্পর্ক অবশ্যই ভাল বন্ধুত্তের দাবিদার
আর একতার মেলবন্ধনে
দেশ ও মানুষের সেবায় নিজেকে অর্পণ
অবশ্যই মুক্তি ও স্বাধীনতা আনে বাংলার
আমি কবি আজিকায় ধন্য
পাইয়া ভাল একঝাক কলম সৈনিক বন্ধু বরন্য ।।
সাবধান বন্ধুগন ,ভাল থাক সবসময়
আর নিজেকে রাখা চাই ভাল
এবং সামনের দিন আসুক অনেক ভালোয় ।। পরিবেশ বন্ধু
৮৫| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭
আরজু পনি বলেছেন:
@প্রত্যাবর্তন, একটা আমি নিছি :!>
এমন ঐতিহাসিক পুস্ট প্রিয়তে না নেয়া অন্যায় :#>
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০৫
পরিবেশ বন্ধু বলেছেন: আপু , ধন্যবাদ
৮৬| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩
খাটাস বলেছেন: বন্ধু নাকি কোন পীরের ভক্ত, সুফিবাদি পাবলিক। হেতির মেলা খ্যামটা।
বন্ধু গাজা ভাং পান করেচেন নাকিল?
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২০
পরিবেশ বন্ধু বলেছেন: হেতি বড় খাটাস গাঁজা খাইয়া কথা কয় । )
)
৮৭| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০২
বাংলার হাসান বলেছেন: এমন একটা ঐতিহাসিক কবিতা কি করে চোখে পড়তে এত দেরী হলো বুঝতে পারছি না।
যাই হোক কবি আপনার লেখা সকল কবিতার মধ্যে নিঃসন্দেহে এটা শ্রেষ্ঠ কবিতা।
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫৯
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠক বন্ধুগন
হৃদয় নিংড়ানো অবারিত অভিনন্দন
ব্লগ জগতের চেনাজানা কথা
আর ভাল সুসম্পর্ক অবশ্যই ভাল বন্ধুত্তের দাবিদার
আর একতার মেলবন্ধনে
দেশ ও মানুষের সেবায় নিজেকে অর্পণ
অবশ্যই মুক্তি ও স্বাধীনতা আনে বাংলার
আমি কবি আজিকায় ধন্য
পাইয়া ভাল একঝাক কলম সৈনিক বন্ধু বরন্য ।।
সাবধান বন্ধুগন ,ভাল থাক সবসময়
আর নিজেকে রাখ ভাল এবং অনেক ভালোয় ।। পরিবেশ বন্ধু
৮৮| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
ভূতাত্মা বলেছেন: আমি আইসা পড়ছি !!
খাইছে, আপনে থ্রেট দিছেন?
আমি তো ইমোশনাল ব্ল্যাকমেইল করছিলাম।
সেদিনই সেইফ হৈছি... খ্যাঁকজ!!!
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠক বন্ধুগন
হৃদয় নিংড়ানো অবারিত অভিনন্দন
ব্লগ জগতের চেনাজানা কথা
আর ভাল সুসম্পর্ক অবশ্যই ভাল বন্ধুত্তের দাবিদার
আর একতার মেলবন্ধনে
দেশ ও মানুষের সেবায় নিজেকে অর্পণ
অবশ্যই মুক্তি ও স্বাধীনতা আনে বাংলার
আমি কবি আজিকায় ধন্য
পাইয়া ভাল একঝাক কলম সৈনিক বন্ধু বরন্য ।।
সাবধান বন্ধুগন ,ভাল থাক সবসময়
আর নিজেকে রাখ ভাল এবং অনেক ভালোয় ।। পরিবেশ বন্ধু
৮৯| ৩০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
লিটল হামা বলেছেন: পোস্ট প্রিয়তে নেয়ার জন্যে লগ ইন করলাম।
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০০
পরিবেশ বন্ধু বলেছেন: পাঠক বন্ধুগন
হৃদয় নিংড়ানো অবারিত অভিনন্দন
ব্লগ জগতের চেনাজানা কথা
আর ভাল সুসম্পর্ক অবশ্যই ভাল বন্ধুত্তের দাবিদার
আর একতার মেলবন্ধনে
দেশ ও মানুষের সেবায় নিজেকে অর্পণ
অবশ্যই মুক্তি ও স্বাধীনতা আনে বাংলার
আমি কবি আজিকায় ধন্য
পাইয়া ভাল একঝাক কলম সৈনিক বন্ধু বরন্য ।।
সাবধান বন্ধুগন ,ভাল থাক সবসময়
আর নিজেকে রাখ ভাল এবং অনেক ভালোয় ।। পরিবেশ বন্ধু
৯০| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪২
প্রিয়ভাষিণী বলেছেন: পরিবেশ রক্ষাকারী (!) বন্ধু, গতকাল ইতিহাস হয়ে যাওয়ার আগেই আপনাকে উৎসর্গ করা আমার পোস্ট মন খারাপ? এই পোস্টটি তবে আপনার জন্যই
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৩
পরিবেশ বন্ধু বলেছেন: পরি +বেশ এর অর্থ
পরীরা ভাল , তবে যেনতেন সমালোচক হলে তাদের নিকট ঘেসেনা
সাবধান প্রিয় বাসিনী ।।
৯১| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:২৯
সফদার ডাকটার বলেছেন: বন্ধু, বলেনতো এই কোবতে কার লেখা!!
বেরসিক মুঞ্চায়
ঠান মারি গাঞ্জায়
শক্তি আসে পাঞ্জায়
লাথি মনোবাঞ্ছায়
-----------------
পুলিশ মুল্লায়
বেধকর চিল্লায়
দেশ যাক গোল্লায়
ব্লগার রাজনীতি কিল্লায় ।
পড়তেছি আর কান্তেছি...
এই খানে ইট্টু ঘুইরা যাইয়েন ভচ ।
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: যখন ঢাকার বাজারে চরম ঘরম
তখন
কার সময়ে রচিত
ধন্যবাদ
৯২| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১
নাজিম-উদ-দৌলা বলেছেন:
জানি তুমি পারবেই, কারন তোমার আছে নিডো
৩০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪১
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ মানুষ না পারে এমন কিছু পৃথিবীতে নাই
নাযিমদুল্লা শুভেচ্ছা তাই
৯৩| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২১
একটাই ধূমকেতু বলেছেন:
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৩
পরিবেশ বন্ধু বলেছেন: আমি ধুমকেতু , আমি লাঙ্গল ,
আমি বেদুয়িন , আমি চেঙ্গিস
আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্নিশ ।।
৯৪| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২২
নাজিম-উদ-দৌলা বলেছেন:
আমার নতুন নাম দিলেন নাকি হে সংগ্রামী বন্ধু? আকিকা কি দিয়ে করি বলুন? একটা দুম্বা দেয়ার খায়েস ছিল!!! তা আপনি থাকতে আর দুম্বার কি প্রয়োজন বলুন
৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫৮
পরিবেশ বন্ধু বলেছেন: দুম্বা সাপ্লাই কমিটির চেয়ারম্যান হিসাবে অবশ্যই আমার নাম
সামনের কাতারে , তয় অপেক্ষা করেন আরও ৯ মাস , জবাই ,প্যাকিং বিতরন ,এবং সর্বশেষ ঘরে ঘরে ,খারান দেহি আরে লিস্টে তো আপনার নাম ভেজাইল্যা চুরা লেখা ,নামটা আগে টিক করেন
পরে বরাদ্ধ ।।
৯৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৬
রাইসুল নয়ন বলেছেন:
বন্ধু!!!!
আপনি নিশ্চয়ই জানেন আমি আপনার একজন ভক্ত!!
আপনাকে যারা এভাবে হেও প্রতিপন্ন করছে তারা পচা!!!!
আপনি লিখতে থাকুন,
গদ্য কবিতা আপনার হাতে কেমন মাতাল মাতাল হয়!!
বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে আপনার পদচারনা নেই, তা যারা জানে তারা আপনাকে নিয়ে মশকরা করবেনা।
পাঠকের সুবিধার্তে আপনার প্রকাশিত গ্রন্থসমূহের নাম এখানে দিয়ে দিন (বিশেষ অনুরোধ)।
ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন, নিজের যত্ন নেবেন।
বন্ধু!!!!
আপনি নিশ্চয়ই জানেন আমি আপনার একজন ভক্ত!!
আপনাকে যারা এভাবে হেও প্রতিপন্ন করছে তারা পচা!!!!
আপনি লিখতে থাকুন,
গদ্য কবিতা আপনার হাতে কেমন মাতাল মাতাল হয়!!
বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে আপনার পদচারনা নেই, তা যারা জানে তারা আপনাকে নিয়ে মশকরা করবেনা।
পাঠকের সুবিধার্তে আপনার প্রকাশিত গ্রন্থসমূহের নাম এখানে দিয়ে দিন (বিশেষ অনুরোধ)।
ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন, নিজের যত্ন নেবেন।
বন্ধু!!!!
আপনি নিশ্চয়ই জানেন আমি আপনার একজন ভক্ত!!
আপনাকে যারা এভাবে হেও প্রতিপন্ন করছে তারা পচা!!!!
আপনি লিখতে থাকুন,
গদ্য কবিতা আপনার হাতে কেমন মাতাল মাতাল হয়!!
বাংলা সাহিত্যের এমন কোন শাখা নেই যেখানে আপনার পদচারনা নেই, তা যারা জানে তারা আপনাকে নিয়ে মশকরা করবেনা।
পাঠকের সুবিধার্তে আপনার প্রকাশিত গ্রন্থসমূহের নাম এখানে দিয়ে দিন (বিশেষ অনুরোধ)।
ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন, নিজের যত্ন নেবেন।
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৯৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:২৯
*কুনোব্যাঙ* বলেছেন:
পরিবেশ বন্ধু দিচ্ছে ডাক, মডুরা সব নিপাত যাক
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন:
সে সব ভুলে গেছে
৯৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:০২
জেমস বন্ড বলেছেন: আর সহ্য হইলো না আয়া পড়লাম। দয়া কইরা নেট নুট অফ কইরো না কবি। লাবিউ
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৪
পরিবেশ বন্ধু বলেছেন: উত্তম সাথে থাকুন
ধন্যবাদ
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর কমেন্ট করা এবং নিকে আসার জন্য ধন্যবাদ জেমস বন্ড , ধন্যবাদ ।।
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ লাবু কমেন্ট
৯৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:০৩
জেমস বন্ড বলেছেন: আর সহ্য হইলো না আয়া পড়লাম। দয়া কইরা নেট নুট অফ কইরো না কবি। লাবিউ
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: ুনতে আয়া লাবিউ অইবনা
৯৯| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:১১
গৃহ বন্দিনী বলেছেন: পরিবেশ বন্ধু জিন্দাবাদ ,মডুদের গদি নাড়ায় দেয়ার জইন্য।
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২১
পরিবেশ বন্ধু বলেছেন: ান পোষ্ট , মজা আরকি ।
১০০| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৯
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: ঈশশশশশশশ,,,, দুস্ট ফুলাপাইন পরিবেশ দূষিত কৈরা ফালাইলো..........
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: হুম তাইতো মনে হয়
১০১| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:২১
স্বপ্নবাজ অভি বলেছেন: বন্ধু আপনার বাসায় কি আয়োডিনযুক্ত লবণ আছে?? থাকলে এক্ষুনি এক কেজি লবন খান, অবশ্যই কাচাঁ খাবেন। আর না থাকলে নিয়ে আসুন! আপনার আয়োডিন স্বল্পতা লক্ষনীয় পর্যায়ে নেমে এসেছে! আপনার মত একজন কবি ও সাহিত্যিক কে দেশ ও জাতীর আরো অনেক দিন দরকার আছে! শুভকামনা বন্ধু, আর লবণ খেয়েছেন কিনা জানাবেন কিন্তু!
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৪
পরিবেশ বন্ধু বলেছেন: াল যুক্তি কাজে লাগালে চাই বন্ধু শুভকামনা ।
১০২| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪০
কান্ডারি অথর্ব বলেছেন:
১০ নং লাইক মানে দশটা প্লাস দিলাম + + + + + + + + + +
পোস্ট প্রিয়তে নিলাম । এমন পোস্ট প্রিয়তে না নিলে গুনাহ হবে এই রমজান মাসে।
হতে পারে এটাই আমার শেষ মন্তব্য এর পরে হয়ত আর নেট পেতে নাও পারি।
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: শুভ কমেন্ট , ধন্যবাদ
সত্য অভিপ্রায়ে
অভিনন্দন হৃদয়ে
১০৩| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৮
সমন্বয় বলেছেন: সামুর উচিত তাদের নিরাপত্তা জোরদার করা। যাতে তাদের কেউ হুমকি দিতে না পারে। আর সামুর সাথে গণ্ডগোল বলে internet বন্ধ করা কি যুক্তি সঙ্গত। ক্ষমতার অপ ব্যবহার ভাল না। আর দেশে আনেক ল্যাব এই কম্পিউটার ইঞ্জিনিয়ার রয়েছে।
সেটা নিয়ে গর্বের কিছু নেই। আর internet সারা দেশে বন্ধ করা যেমন কষ্টসাধ্য তেমনি কষ্ট সাধ্য এই অপরাধ থেকে মুক্তি পাওয়া। কারন। দেশেও হ্যাকার আছে/
আশা করি সামুর মডুরা শুধরে যাবে...।
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২০
পরিবেশ বন্ধু বলেছেন: হুম
১০৪| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৪
হাছুইন্যা বলেছেন: আপনার থ্রেট পেয়ে সামুর সার্ভার রোজা ভেঙ্গে সুইসাইড খাবেতো!!
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: হুম
১০৫| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৮
রহস্যময়ী কন্যা বলেছেন:
এইরকম একটা পোষ্ট এখনো কেন স্টিকি হয়নাই। তেব্র নিন্দা জানাচ্ছি মডুদের প্রতি।
১০৬| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১২
কাফের বলেছেন: কি প্রতিভা রে!!
৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৯
পরিবেশ বন্ধু বলেছেন: হুম
১০৭| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪
দিকভ্রান্ত*পথিক বলেছেন: হায় আল্লাহ্ এইখানে ঘটনা কি ঘটছে!!
কবির হুমকির পরে থেকেই সামু আউলাঝাউলা আচরণ করতেছে, তাই কবির দাবী মেনে নেবার দাবী জানিয়ে মডুদের থ্রেট দেই আমিও।
১০৮| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
নাহ নেট এখনও ঠিকই আছে, মন্তব্য করতে পেরে ভাল লাগছে এমন একটি পোস্টে। নিজেকে সৌভাগ্য বান বলেই মনে হচ্ছে।
৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
পরিবেশ বন্ধু বলেছেন: এতক্ষন অনুপস্থিতির জন্য
সামান্য সাময়িক বরখাস্ত থুক্কু অনুশোচনা
শূভকামনা
১০৯| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫
অদ্বিতীয়া আমি বলেছেন: এই বারের মত মাফ কইর্যা দ্যান বন্দু ভাই পিলিজ লাগে
হাসতে হাসতে শেষ কমেন্ট আর রিপ্লাই পড়ে । এই জন্যই সামুরে ভাল পাই । এমন সব এপিক পোস্ট পড়লে হায়াত বাড়বে নিশ্চিত ।
৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: তাই তোঁ মনে হয়
ধন্যবাদ
১১০| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভালইতো... ভালনা...
বাংলা লিংক দামে সামু প্রতিবছর ঈদ স্পেশাল বিনুদুন পাওয়া যাচ্ছে.....
এর পিছে আবার সামুর হিট বাড়ানোর কুন পেলান নাই তো
৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: না ভাই তবে ভাল একটা দিক নির্দেশ স্পষ্ট
সামু আমাদের মত মাথা মোটা নয়
কমেন্টে ধন্যবাদ
১১১| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
দায়িত্ববান নাগরিক বলেছেন:
সব পাঠকের হৃদয়ে ।।
এম , জিল্লুর রহমান মাসুদ রানা
কবি ও সাহিত্যিক
জন্মতারিখ , ৬/১০//১৯৭৭ ইং
পিতা * মোঃ দেওয়ান আলী
মাতা * মোছা ঃ শামছুননাহার মাহমুদ ।
গ্রাম, সৈয়দ পুর ।
ইউনিয়ন , বাদশাগঞ্জ ।
উপজেলা , ধরমপাশা সুনামগঞ্জ ।
বিভাগ সিলেট । ঢাকা বাংলাদেশ ।
কাব্য সমালোচনায় "" আলহাজ আল্লামা মুফতি ছদরুল আমিন রেজভি
সম্পাদক , মাসিক আলঈমান ।
প্রধান উপদেষ্টা , তরিকত এক্য বাংলাদেশ ।
পুস্তিকা , লেখক কর্তৃক সর্বস্বতঃ সংরক্ষিত ।
লেখা নকল করা , বা অন্য নামে প্রকাশ
বিশ্ব বুক মার্ক আইনে কঠিন শাস্তির বিধান ।
এছাড়া লেখকের অনলাইনে প্রকাশিত বই এর তালিকা ,
কবিতার বই সংখ্যা ***
******************
সত্যর মুক্তি ,
ফুলেল সুভাস ,
অচেনা ভারি মুখ ,
বাংলার হৃদয় ।
উপন্যাস ***
প্রিয়তার ছায়া
, ভাঙ্গা গড়া এ সমাজ ।
নাটক ***
, দেশ গড়ার সংগ্রাম ।
গিতিকাব্য ***
প্রিয় জেনে নিও
, গ্রামিন লোকজ কথা ।
কাব্য ***
মন মহুয়া ।
গবেষণা গ্রস্থ ***
ইসলাম মানবের মুক্তি ।
*** নুর নবী হযরত এবং আউলিয়া কেরামের হেদায়েত প্রসঙ্গ ।
বাংলার লোকগাথা , ও গ্রামবাংলার গল্প সমগ্র সহ নানা বিষয়ে ।
সম্পাদক *** একুশে ম্যাগাজিন
" উদ্ঘাটন ও সুচেনা বার্তা ।
আহবায়ক সংঘটক
*** কবি সমাজ বাংলাদেশ ।
সংশ্লিষ্ট
জাতীর প্রেস ও ইন্টারন্যাট অনলাইন অফলাইন সমন্বয়
কমিটি ।
৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক ধন্যবাদ
আগাম ঈদ শুভেচ্ছা থাকল
১১২| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
বিডি আমিনুর বলেছেন:
৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: সম্মান রাইখা কথা কন
কইলাম নাইলে কিন্তু হুম সব বেসম্ভব হইয়া যাইব
১১৩| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
উঠতি বুদ্ধিজীবী বলেছেন: এই ঐতিহাসিক পোস্টের পোস্টদাতারে এখনও আঠায়িত করা হয়নাই দেখে সামুর সব মডুরে ব্যান করা হইছে।
হে পরিবেশ বন্ধু, মডুর মোড়াখানিতে আসন গাইরা বহেন। তাও নেটের লাইনডা কাইটেন না। ফেবুতে সদ্য একটা ইয়ে জুটাইছি। নেট না থাকলে তো হেতিরেও পামু না
৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি ধন্যবাদ
জানানোর জন্য অন্তত পক্ষে এই উছিলায় মাফ করা ৯০
পারসেনট পক্ষে
১১৪| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
তুষার আহাসান বলেছেন: "এমন পোস্ট প্রিয়তে না নিলে গুনাহ হবে এই রমজান মাসে।"
"এমন পোস্ট প্রিয়তে না নিলে গুনাহ হবে এই রমজান মাসে।"
আমিও নিলাম প্রিয়তে।
+ দিয়ে আপনার জন্য,আপনার কাব্য-প্রাতিভার জন্য দোয়া জানালাম।
৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:১০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
শুভকামনা
১১৫| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৩৪
নাজিম-উদ-দৌলা বলেছেন:
৯ মাস!!!!
আপনে কি দুম্বা পয়দা কইরা জবাই দিবেন নাকি?
কি দরকার?
কি দরকার?
আপনার মত খাটি দুম্বা থাকিতে নয় মাসের অপেক্ষা করিতে হইবে কেন?
ওহে ব্লগারগন!
ঈদের দিন আসিয়া পরিয়েন সবাই আমার বাড়িতে! পরিবেশ দুম্বা কোরবানি দিয়া আমার নয়া নামের আকিকা করিব
৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: নতুন নাম টা উভা ছামছু প্রস্তাবিত কেমন হয়
১১৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:২৯
মাইনাসমামা বলেছেন: নাজিম-উদ-দৌলা বলেছেন:
৯ মাস!!!!
আপনে কি দুম্বা পয়দা কইরা জবাই দিবেন নাকি?
কি দরকার?
কি দরকার?
আপনার মত খাটি দুম্বা থাকিতে নয় মাসের অপেক্ষা করিতে হইবে কেন?
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩
পরিবেশ বন্ধু বলেছেন: বলদ একটা আমিও দেব তবে
গাছে ঝুলাইয়া
প্রস্তুত
১১৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪১
ভূতাত্মা বলেছেন: পাঠক হৃদয়ে জানাই অবারিত অভিনন্দন ।
উৎসর্গ , আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মস্মরণে ।
সব পাঠকের হৃদয়ে ।।
এম , জিল্লুর রহমান মাসুদ রানা
কবি ও সাহিত্যিক
জন্মতারিখ , ৬/১০//১৯৭৭ ইং
পিতা * মোঃ দেওয়ান আলী
মাতা * মোছা ঃ শামছুননাহার মাহমুদ ।
গ্রাম, সৈয়দ পুর ।
ইউনিয়ন , বাদশাগঞ্জ ।
উপজেলা , ধরমপাশা সুনামগঞ্জ ।
বিভাগ সিলেট । ঢাকা বাংলাদেশ ।
কাব্য সমালোচনায় "" আলহাজ আল্লামা মুফতি ছদরুল আমিন রেজভি
সম্পাদক , মাসিক আলঈমান ।
প্রধান উপদেষ্টা , তরিকত এক্য বাংলাদেশ ।
পুস্তিকা , লেখক কর্তৃক সর্বস্বতঃ সংরক্ষিত ।
লেখা নকল করা , বা অন্য নামে প্রকাশ
বিশ্ব বুক মার্ক আইনে কঠিন শাস্তির বিধান ।
এছাড়া লেখকের অনলাইনে প্রকাশিত বই এর তালিকা ,
কবিতার বই সংখ্যা ***
******************
সত্যর মুক্তি ,
ফুলেল সুভাস ,
অচেনা ভারি মুখ ,
বাংলার হৃদয় ।
উপন্যাস ***
প্রিয়তার ছায়া
, ভাঙ্গা গড়া এ সমাজ ।
নাটক ***
, দেশ গড়ার সংগ্রাম ।
গিতিকাব্য ***
প্রিয় জেনে নিও
, গ্রামিন লোকজ কথা ।
কাব্য ***
মন মহুয়া ।
গবেষণা গ্রস্থ ***
ইসলাম মানবের মুক্তি ।
*** নুর নবী হযরত এবং আউলিয়া কেরামের হেদায়েত প্রসঙ্গ ।
বাংলার লোকগাথা , ও গ্রামবাংলার গল্প সমগ্র সহ নানা বিষয়ে ।
সম্পাদক *** একুশে ম্যাগাজিন
" উদ্ঘাটন ও সুচেনা বার্তা ।
আহবায়ক সংঘটক
*** কবি সমাজ বাংলাদেশ ।
সংশ্লিষ্ট
জাতীর প্রেস ও ইন্টারন্যাট অনলাইন অফলাইন সমন্বয়
কমিটি ।
বন্ধুরেই বাংলাদেশের পরবর্তী প্রাইম মিনিশটার হিসাবে চাই। এই কমেন্ট ইশটিকি করা হৌক, আর বন্ধুরে আঠা লাগায়া সামুর প্রথম পাতায় লটকানো হৌক!! ঝাতির ধাবী মানতে হপে!!!
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬
পরিবেশ বন্ধু বলেছেন: কৌতুক , ছাগলের পাগল , হাসবেন না কইলাম ।।
****
এক লোক তার প্রিয় ছাগলটি হারিয়ে ফেলল । এখানে অখানে খুজে না পেয়ে ,হতাশ হয়ে বাড়ি ফিরে তার ছেলেকে বলল ;; এক গ্লাস পানি দেত ভাই '' ।
তার স্ত্রি এ কথা শুনে রেগে বলল ;; ছেলেকে ভাই বলছ কেন " তখন লোকটি তার স্ত্রীকে বলল ছাগল হারালে এমনই হয় মা " ।
অনেকেরই মাঝে মাঝে এই দশা হয়ে যায় আর কি ? তাই না "
১১৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১০:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একবার মনে হচ্ছিল, হয়তো ‘ছাইয়া’। সর্বশেষ বিশদ কবিপরিচিতি দেখে নিশ্চিত হওয়া গেলো, ‘ছাইয়া’রা কোনোদিন ‘আবাল সদৃশ’ হয় না।
কবি, গবেষক, সম্পাদক মহোদয়কে অন্তরের অন্তঃস্থল থেকে বাহবা জানাচ্ছি।
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
১১৯| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১২:১৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি একজন লিজেন্ড, স্যালুট ব্রো। বাংলা ব্লগের নব দিগন্ত!
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:০০
পরিবেশ বন্ধু বলেছেন: বাংলা ব্লগের নব দিগন্ত!
তাই নাকি , ধন্যবাদ
১২০| ০১ লা আগস্ট, ২০১৩ ভোর ৪:০৯
ভূতাত্মা বলেছেন: বন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি
Click This Link
০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:০১
পরিবেশ বন্ধু বলেছেন: অনেক শুভেচ্ছা বন্ধু
১২১| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:০০
এহসান সাবির বলেছেন: আপনার হুমকি ধামকির পর থেকে ঠিক মত লগইন হতে পারিনি, হলেও ঝামেলা করতেছিলো....! পোস্ট ঐতিহাসিক হইছে।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০২
পরিবেশ বন্ধু বলেছেন: মন্তব্যর জন্য ধন্যবাদ
শুভকামনা
১২২| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩
লাবনী আক্তার বলেছেন: হুমকিডা ভালা লাগছে!
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: দেখত এইডা কেমুন
********
স্কুল পরিদর্শক , যদি মিলে যায় কাকতালীয় ।।
******পরিবেশ বন্ধু কবি
শিক্ষা অফিস্যার স্কুল পরিদর্শনে গেলেন , তো এক ছাত্রকে প্রশ্ন করলেন তোমার নাম কি বাবু ।।
ছাত্র _ আক্রাশ , নাম আসলে আকাশ তুতলা আরকি ।
২য় আরেক জন ছাত্রিকে বললেন বল তো খুকু আকাশে কি থাকে "" স্যার " বাত্রাস মানে বাতাস
আর কি ।
এবার প্রধান শিক্ষক লজ্জা বনত হয়ে বললেন, স্যার কথা এদের এভাবে বলা অভ্রাস ।।
শিক্ষা অফিস্যার তখন বাহবা দিয়ে বললেন শাব্রাশ সাব্রাশ ।।
০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১০
পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি , বেবাকই দেখি এক কথা কয়
ধন্যবাদ গঠন মুলক মন্তব্য
ভাল থাক লাবনী , আগাম ঈদ শুভেচ্ছা ।।
১২৩| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৩
লাবনী আক্তার বলেছেন: হুমকিডা ভালা লাগছে!
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক
সবার তরে
শুভেচ্ছান্তে
পরিবেশ বন্ধু কবি
১২৪| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: ভচ আপনের কভিতা বই কই পামু? কেশ টাকা দিয়া কিন্না নিমু! সত্যি কথা আপনার এই ছোট্ট কিন্তু বিশ্বসেরা দ্রোহের কবিতা পড়ে যে ঘোর লেগেছে, সে ঘোর এখনো কাটে নাই! লিখতে থাকুন., ঘুমাতে যাবার আগে, ঘুম থেকে উঠেই যেন আপনার পোষ্ট পাই.! আর বেশী করে লবণ খাবেন প্লিজ!
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২২
পরিবেশ বন্ধু বলেছেন: স্বপন বাজ অভি
যদিও আমি কবি
মন্তব্য ভাল
আর বিজলি রাঙ্গা ছবি ।।
১২৫| ০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
স্বপ্নবাজ অভি বলেছেন: ভচ আপনের কভিতা বই কই পামু? কেশ টাকা দিয়া কিন্না নিমু! সত্যি কথা আপনার এই ছোট্ট কিন্তু বিশ্বসেরা দ্রোহের কবিতা পড়ে যে ঘোর লেগেছে, সে ঘোর এখনো কাটে নাই! লিখতে থাকুন., ঘুমাতে যাবার আগে, ঘুম থেকে উঠেই যেন আপনার পোষ্ট পাই.! আর বেশী করে লবণ খাবেন প্লিজ!
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যাবাদ স্বপ্ন বাজ অভি
ঈদ মোবারক
১২৬| ০২ রা আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৫
জুবায়ের দিদার বলেছেন: এই পুস্টে কমেন্ট না করলে আমার জীবনই বৃথা হইয়া যাইব।
পরিবেশ বন্ধু বেশি করে লাগান আর সুস্থ থাকুন, মানে গাছ লাগানর কথা কইলাম আর কি!
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ গঠন মুলক কথায়
আগাম ঈদ শুভেচ্ছা
১২৭| ০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
ৎঁৎঁৎঁ বলেছেন: অভিনন্দন আপনাকে পরিবেশ বন্ধু! মডুদের স্বৈরতান্ত্রিক দুঃশাসনের বিরুদ্ধে আপনি তুমুল বজ্রনাদ!
ভালো থাকুন! ব্লগিং আনন্দময় হোক!
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৮
পরিবেশ বন্ধু বলেছেন: ব্লগিং আনন্দময় হোক!
ঈদ শুভেচ্ছা
১২৮| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ৮:৫৫
ভূতাত্মা বলেছেন: আমিও ঘটনমূলক কথা কৈতাম ছাই
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৯:০৯
পরিবেশ বন্ধু বলেছেন: তাই বন্ধু উদ্ঘাটন মুলক কথা
শুভেচ্ছা অনেক
১২৯| ০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৪:০৫
লিঙ্কনহুসাইন বলেছেন: পোষ্টে যদিও আগে একটি কমেন্ট করেছি তার পরেও কবি সাহেবের ছবি দেখে স্যালুট জানাই ! একেবারেই লায়ক লায়ক লাগতাছে । আপনি ইচ্ছা করলে লায়ক হতে পারবেন কারণ আপনার আছে প্রতিভা আর অধিক সাহস এবং সুন্দর চেহারা !! সাকিব খান আর অনন্ত জলিল তো আপনার কাছে কিছুই না ।
০৩ রা আগস্ট, ২০১৩ ভোর ৬:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: থাক মাথা ঘরম হইলে শেষে পরিচালকের রফা দফা হয়ে যাবে
অগ্রিম ঈদ শুভেচ্ছা
১৩০| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
শুঁটকি মাছ বলেছেন: বাইয়া,এই প্রথম একটা লেকা দে্কলাম যেখানে আপনার কোনো কপিতা নাই।আপনার কপিতা আমার খুব বা্লো লাগে।বিছেষ করে আপনার অসাধারণ ছন্দ!!!!এত্ত ছন্দর করে আপনি কেমতে কপিতা লেখেন?আমিও তো কপিতা লিক্তে ছাই।কিন্তু হয়না।আমাকে সিকাভেন?
০৬ ই আগস্ট, ২০১৩ রাত ৯:২৮
পরিবেশ বন্ধু বলেছেন: লিখতে লিখতে লিখক
ধন্যবাদ
১৩১| ০৩ রা আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৫
প্রিন্স হেক্টর বলেছেন: বন্ধু আপনি রিপ্লাই দেন না কেন? এত ভয়ের কি আছে?
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: সময় থাকেনা
১৩২| ১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
সালমাহ্যাপী বলেছেন: ধুর এইডা কিছু হইলো। সেইরাম ঐতিহাসিক পুস্ট এদ্দিনে দেখলাম।
দেরীতে পুস্ট পড়ায় হে আল্লাহ আমারে তুমি গুনাহ দিও না
বাই দ্যা ওয়ে থেরেট মারাত্মক হইছে
আমি বুই পাইয়া কাপ্তেছি :-& :-&
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
১৩৩| ২৩ শে আগস্ট, ২০১৩ রাত ১১:৩০
অভিমানী মুন্না বলেছেন: আহা ! কি সুন্দর পুস্ট, পইড়া অন্যরকম অনুবুতি হৈতাসে !!
:-&
২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৪
পরিবেশ বন্ধু বলেছেন: ভাললাগার জন্য ধন্যবাদ
অসংখ্য শুভকামনা থাকল
১৩৪| ১৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৪
সাহাদাত উদরাজী বলেছেন: ভাল লাগলো।
৩১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৫
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৩৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ অনেক ,শুভকামনা
১৩৫| ১৪ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫০
হাসান মাহবুব বলেছেন: আহা কী একখানা পোস্ট ছিলো!
১৫ ই অক্টোবর, ২০১৫ সকাল ৭:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: ড় আফছুছ
১৩৬| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪২
ইমরাজ কবির মুন বলেছেন:
হোয়াস্সাপ বাডি?
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২০
পরিবেশ বন্ধু বলেছেন: মুন কে ১০০ ভাগ ধন্যবাদ ।
১৩৭| ১২ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৬
গেম চেঞ্জার বলেছেন: ষ্যার আপনে কি জীবিত আছেন??
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩
পরিবেশ বন্ধু বলেছেন: ভক্তদের পাল্লায় মৃতপ্রায় , কেমতে বাছুম বন্ধু ।
১৩৮| ১৩ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১০
রাফা বলেছেন: শুধুই বিনোদন...ভালো হইছে ।
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬
পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধু দে দোর অবস্থা ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:০২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: কবি, আপনি এত ক্ষেপেটেপে পোস্ট দিয়েন না তো!
দেখা যাবে বাংলাদেশের ইন্টারনেট ঠিকই থাকবে, আপনি আর সামুতে ব্লগিং করবেন না। মিস করব তখন।
সামুতে হাজারটা বাগ আছে। নানাভাবে ত্যক্তবিরক্ত করে। এর উপর গণ-রিপোর্ট পড়লে মডুরা জানতেও পারে না, পোস্ট অটো আর্কাইভ হয়ে যায়।
ভাল থাকুন। আপনার উপস্থিতি ভাল লাগে। পোস্টটা ছিল কী নিয়ে?