নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

রোমান্টিক কবিতা , সকল পাঠকের হৃদয়ে

৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:২৯

দুটি রোমান্টিক কবিতা ।।

***********

এক নজরে পরিবেশ বন্ধু লাইফ স্ট্যাটাস

********************



****** লেখকের অনলাইনে প্রকাশিত বই এর তালিকা ,

কবিতার বই সংখ্যা ***

******************

সত্যর মুক্তি ,

ফুলেল সুভাস ,

অচেনা ভারি মুখ ,

বাংলার হৃদয় ।



উপন্যাস ***



প্রিয়তার ছায়া

, ভাঙ্গা গড়া এ সমাজ ।

নাটক ***

, দেশ গড়ার সংগ্রাম ।

গিতিকাব্য ***

প্রিয় জেনে নিও

, গ্রামিন লোকজ কথা ।

কাব্য ***

মন মহুয়া ।

গবেষণা গ্রস্থ ***

ইসলাম মানবের মুক্তি ।

*** নুর নবী হযরত এবং আউলিয়া কেরামের হেদায়েত প্রসঙ্গ ।

বাংলার লোকগাথা , ও গ্রামবাংলার গল্প সমগ্র সহ সাহিত্যর সকল বিভাগে ।

সম্পাদক *** একুশে ম্যাগাজিন

" উদ্ঘাটন ও সুচেনা বার্তা ।

আহবায়ক সংঘটক

*** কবি সমাজ বাংলাদেশ ।

সংশ্লিষ্ট <>

জাতীর প্রেস ও ইন্টারন্যাট অনলাইন অফলাইন সমন্বয়

কমিটি ।







মন রাঙ্গানো ভোরের আলো





আমি যদি ভোরের বেলায় উটে

ধুলির মাঝে আয়েশে যাই ছুটে

সবুজ কানন ডাকবে আমায় দুলে

চৈতি হাওয়া বইবে ফুলে ফুলে

মন পবনে সাঁজায়ে দৃশ্য ঘুড়ি

দূর দিগন্তে উড়ব গগন জুড়ি

পাখির ডানায় আবির রাঙ্গা পালক

ভোরের চিঠি খুজব রবির ঝলক

মুটু মুটু স্বপ্ন ছায়া এঁকে

উড়িয়ে দেব এই বাংলার বুকে

নিত্য তাই নদীর জলে ভেসে

মন রাঙ্গাব ভোরের আলোয় হেসে ।



রোমান্টিক প্রেমের কবিতা

তারে যদি পাই

***********





মনে যদি লুকিয়ে থাকা তবে কেন বনে দেখা

সাধ ছিল অনেক দিনের হয়নি সেই চিঠি লেখা

অনেক দিনের স্বপন তরি ভাসিয়ে দিলুম তাই পবনে

ভালবাসার দোয়ার খুলে মোহের আবেশ দুলে মনে

যাই হারিয়ে ভুলের ভেলায় মেঘ আকাশে ছড়ায় কনা

দূর দিগন্তে চাঁদের ছায়াও আমায় দেখায় ভুল ঠিকানা ।

সকল ফেলে তারি ছবি দিবানিশি জাগে বুকে

সেই সে হয়ে মনের রানী এই জীবনের স্বপ্ন আঁকে ।

হে দ্বিচারিণী দিপ্ত আভায় সুপ্ত রাখ এই না হৃদয়

যখন আসবে ঘনিয়ে বেলা মিলন শ্রুতে ভরবে আলয় ।

আকাশ থেকে পাওয়া

তুষার রাজ্যর দেবি

তার ছুঁয়াতে স্বপ্ন বুনে

তাইত আমি কবি

হৃদয় আজও ছুয় গোপনে

জয় করিতে ইচ্ছা পুরন

তারিয়ে আনে ভাললাগা

জালবুনা সেই মধু লগন



কবিতা ক্রম

************

তার ছায়া ভাসে হৃদয় আকাশে







কে গো তুমি বনহরিনি

স্বপ্ন ছুয়ে এ মন

ভোরের হাওয়ার মত সৌরভে

ভরিয়ে দাও ক্ষনে আবেশে লগন



নিরব ও পাথারে

ভাসিয়ে বেলা

মন রাঙায়ে

কর হে খেলা



সব ভুলে যাই

তোমারই তরে

আর কত সঙ সেজে

থাক হে হৃদয় জুড়ে ।



কাব্য , অচেনা ভারী মুখ ""

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:২৪

মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনে আমাগো ব্লগের সবচেয়ে বড় প্রতিভা। কিন্তু আপ্নারে কেউ চিনল না। আফসুস....................................

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
আমি বাঙালি আপ্নাতেই সব একদিন চেনে নেবে

২| ৩১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

শিপু ভাই বলেছেন:
+++++++++++

আগামী বই মেলায় বই চাই!!!

আপনার প্রতি সামু কর্তৃপক্ষের অন্যায় অবিচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি!!!

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , আল্লাহ বাচায়ে রাখলে বই অবশ্যই বেরুবে

৩| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৬

অপু তানভীর বলেছেন: শিপু ভাই বলেছেন:
+++++++++++

আগামী বই মেলায় বই চাই!!!

আপনার প্রতি সামু কর্তৃপক্ষের অন্যায় অবিচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি!!!


প্রবলভাবে সহমত !! ;) ;)

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৪| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৫০

রাইসুল নয়ন বলেছেন:

যাক বন্ধু!!
অবশেষে আপনি আমার অনুরোধ রেখেছেন!!
আমি যার পর নাই আনন্দিত!!
আপনার লেখা যেদিন প্রথম দেখেছি ঐদিন থেকেই বিশ্বাস করি কায়কোবাদ আর আপনার লেখা প্রায় কাছাকাছি!!
আপনাকে আগেও বলেছি এখনও বলি আপনি থামবেন না প্লিজ,
শত ব্যস্ত থাকলেও প্রতিদিন ১০/১২ টা কবিতা লেখার অভ্যাস গড়ে তুলুন!!
আপনার কাছ থেকে সবার অনেক কিছু শেখার আছে।
একটা পোস্ট রেডি করতে হেল্প করবেন কবি?
আপনার ফেবু লিংক (পার্সোনাল) টা দিলে খুব খুশী হবো।

আপনার উত্তরের অপেক্ষায় রইলাম :(

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৫| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তার ছায়া ভাসে হৃদয় আকাশে।

আমি আগেই জানতাম ওই থ্রেট টা কবিতা ছিলো।
খালি আমরা বুঝি নাই :)

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: তাই নাকি

৬| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: মুগ্ধ আমি ! অনুসরণে রাখলাম । :)

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৭| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৪

কান্ডারি অথর্ব বলেছেন:

বাঁধ ভাঙ্গা ভালোবাসা রেখে গেলাম কপিতায়

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ অনেক ধন্যবাদ

৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

উদাসী স্বপ্ন বলেছেন: কবিতা পইড়া মনে হইতেছে উটের পিঠে দৌড়াই!
কি লাইন একেকটা.....এই লাইন গুলা শুইনা মধ্যপ্রাচ্যের উট গুলা হাইসা লুটপাট হইয়া গেলো! ওরে কে আছিস...আমারে এক খান বদনা দে!


আমি যদি ভোরের বেলায় উটে
ধুলির মাঝে আয়েশে যাই ছুটে

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ মজার লোক
উদাসী হইলে কথা বাতাসে উড়ে যায়
ধন্যবাদ

৯| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:৫০

নাজিম-উদ-দৌলা বলেছেন:
লুমান্তিক কভিতা বালো লেগেচে।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: নাজিম ভালা আছ
না আউলাইয়া গেছ
বানান বেসুদ্ধ অইলে তো বেবাকই গুলাইয়া যাইব
ধন্যবাদ _

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.