![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি
সাইবার যুদ্ধ
****** পরিবেশ বন্ধু
জগতের যত নর আর নারি
নিজেদের বাক স্বাধীনতায়
সমাজে রাখতে উন্নত শীর
অধিকার লয়ে কথা কহে আজিকায় ।।
নিত্য নতুন আবিস্কারে
দিগ্বিজয়ে ছুটে বিশ্ব প্রান্তরে
যরা জীর্ণতা পরিহারে
নিজ পায়ে দাঁড়াবার জানায় অভিপ্রায় ।।
যত সব ভণ্ড
ভুল কাজের পাষণ্ড
অপ্রিয় কর্ম কাণ্ড
একতার আহবানে মিথা দলে পায় ।।
ভালবাসার বাধনে
ফুল ফুটায় কাননে
জাগ্রত নয়নে
গড়ে নব সমাজ স্বাধীন বাসনায় ।।
সম্মানিত মডু আর কত বিরম্ভনায় কাটবে সময়
কবি নিরবে প্রস্থান করে লয়ে কিছু সুখ পাঠক হৃদয় ।।
তাই আবেদন জানি আপনিও কবি
তবে কেন জনমনে এত সংশয় ।।
আর বার বার ভাসে
দু:খিত, সার্ভার এই মুহূর্তে ব্যস্ত আছে।
একটু পর আবার চেষ্টা করুন।
এছাড়া এই লিংকে ক্লিক করে এখনি এই পেইজটি রিফ্রেস করতে পারেন
অথবা ব্রাউজারের রিলোড বাটন (অথবা উইন্ডোজ, লিনাক্স থেকে ctrl+f5 বা ম্যাকিন্টোশ থেকে command+shift+R) ব্যবহার করে পেইজটি রিলোড করতে পারেন।
মন্তব্যর জন্য আমি নিজেই দুখিত , সবাইকে আগাম ঈদ শূভেচ্ছা
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২৭
পরিবেশ বন্ধু বলেছেন: কি সব আজগুবি কথা
পাঠকের মন্তব্য আর জলসানো ভাষণে
আসলেই হৃদয়ে ব্যাথা ,
তা শুনে হা হা করে হেসে উটে অগনিত শ্রোতা
শুভেচ্ছা থাকল পাইলাম ফিরে বাক স্বাধীনতা ।।
২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২১
বোকামন বলেছেন:
পাঠক হৃদয়ের শুভকামনা রইলো।।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বোকামন
সুন্দর কমেন্টে
আগাম ঈদ মোবারক
৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:২১
খেয়া ঘাট বলেছেন: আপনি পোস্টের সাথে আপনার ছবি দিলেন না কেন??????
আপনি সবসময় আপনার সেই ছবিটা যোগ করে দিবেন, কেমন। তাতে আপনার পোস্টের শোভা বাড়ে।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৩০
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৪২
কাফের বলেছেন: সামু ব্লগের নতুন সেলিব্রীটি
ঈদ মোবারাক
তা ভাই ঈদ কি পাবনাতেই করবেন না বাড়ী যাবেন?
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:০৬
পরিবেশ বন্ধু বলেছেন: কাফের নাম টি কেন <
আবার কি কোন টা বুঝিনাই
৫| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:১৪
হাসান মাহবুব বলেছেন: আপনি ভোটে দাঁড়ান ভচ।
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৯
পরিবেশ বন্ধু বলেছেন: টেকার এত দাম
আর পোস্টারে এত নাম
আমার জায়গা হইবনা
মন্তব্য শুভকামনা
৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২২
মামুন রশিদ বলেছেন: জুলাইয়ে হাফ সেঞ্চুরী (৫৩) পোস্টের পর আমরা আশা করতে পারি আপনি আগস্টে সেঞ্চুরী করবেন !!
গুড স্টার্ট !
বেস্ট বোলগারের ট্রফি পাইতে আপনার সামনে শুধু গেন্দু মিয়া আর রেজা ঘটক..
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: তাই ত মনে হয়
আধারে বেশি দেখা আর অন্ধকারে কম দেখা
সেঞ্চুরির লক্ষনই
ধন্যবাদ কমেন্টে
৭| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ঈদ শূভেচ্ছা । ভাল থাকবেন। সবাই সাম্প্রতি সামুর নেট বিড়ম্বণার জন্য দূষছেন। আপনার তেলেচমাতিতে নাকি এহেন খারাপ অবস্থা। আপনি একটু দয়াপরাবশ হন। মডুগুলানরে মাফ করে দেন। তারা ভয় পেয়েছে।ভয়ের চোটে দায়িত্বপালন করতে পারছেনা আপনার থ্রেট বেশি কঠিন হয়ে গেছে। ভাল থাকবেন কবি ও সাহসী পুরুষ।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যর জন্য
আর সামু নিশ্চয় এ দিকটা দেখবেন আশা রাখি
শুভেচ্ছা তাই
ভাল থাকা চাই
৮| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:০৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদ মোবারক!!!
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৮
পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক
তাও অগ্রিম শুভেচ্ছা
৯| ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৫
বিডি আমিনুর বলেছেন: হে ছাই বার যোদ্ধা
মডুদের করছেন কি ক্ষমা ?
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:৪৯
পরিবেশ বন্ধু বলেছেন: ক্কমা মহৎ গুন
সেটা মডু সাহেব আমার চাইতে বেশি জানে
ধন্যবাদ
১০| ০৩ রা আগস্ট, ২০১৩ সকাল ১০:১৬
রাইসুল নয়ন বলেছেন:
আমাকে কভি সমাজে স্থান দেয়া যাবে কিনা?
কি কি উপায়ে আমি সেখানে স্থান পেতে পারি!!
আপনার জনপ্রিয়তা দেখে হিংসা হয় কভি, আমার পোস্টে কেউ যায় ই না আপনার লেখার প্রেমে পরেছে!!
যাই হোক হাত পা ছেড়ে লিখতে থাকুন,সব সিনিয়র ব্লগার রা ই আপনার পাঠক।
০৩ রা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৩
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ নয়ন
পেজ আইডি যোগ কর তবেই বন্ধু হওয়া যাবে
ঈদ শুভেচ্ছা
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৩ ভোর ৪:৩৭
প্রিন্স হেক্টর বলেছেন: ইয়ো ব্রো জোস লিখেছেন। তবে শেষের দিকে ছন্দটা তেমন খুজে পেলাম না। শুভ ব্লগিং
+
০৫ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ শুভেচ্ছা
১২| ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৯
নাজিম-উদ-দৌলা বলেছেন: লেখাটা খারাপ হয় নাই
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩২
পরিবেশ বন্ধু বলেছেন: ভালও যে হয়েছে তাও বুঝা যায়না
ধন্যবাদ
১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৪
হাসান মুহিব বলেছেন: বস, কেমন আছেন?
অনেক দিন পর আপনার লেখা পরে হারিয়ে গেলাম
২০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৭
পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:১৯
খেয়া ঘাট বলেছেন: প্রথম মন্তব্য করতে পেরে অনেক আনন্দিত হলাম।
ইহা কি সত্যি যে সবাই আপনাকেই দায়ী করিতেছে ...............