নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

রোমান্টিক মিষ্টি সুর / যারে ভাল লাগে

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:০৯

যারে ভাল লাগে / হৃদয়ে সে জাগে





*********পরিবেশ বন্ধু কবি



অনেক অভিমান লয়ে

অনেক অভিযোগ সয়ে

এই তুমি আর ফিরে এলেনা

কেমনে দেই মনে শান্ত্রনা ।।

মায়াবি পৃথিবীতে নব সাজ

শুধু তোমার কথা মনে পড়ে আজ

যদি হারিয়ে যাও অন্যর ভিড়ে

শুন্যতা বাড়বে এই হৃদয় নীড়ে

ভাল থাক খুব বেশি

দূর থেকে তবুও ভাস্বর থাকবে হৃদয়ে ঐ

আশার আলো জ্বালিয়ে

স্বপ্নের বাধ ভাঙিয়ে

চিরচেনা এই সেই মুখ

যার লাগি কাঁদে শুন্যবুক

সব কিছু নিঃস্ব মনে হয়

শুধুই এই বুকে তোমার ছবি রয়

সখি ভালবাসা কারে কয়

জেনেছি সেকথা তোমার প্রেম নিলয়ে ঐ



ঈদ মোবারক ***<><><>*** সবার তরে

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:২৩

ভাল্লুক আকবর বলেছেন: রবীন্দ্র পরবর্তী সময়ে এত মিষ্টি প্রেমের কবিতা আর পাই নি। অনেক মমতা নিয়ে কবিতা লেখা হয়েছে তা সহজেই অনুমেয়। শব্দচয়ন অসাধারণ।
আচ্ছা কবি আপনি আমাদের কিছু সনেট লিখে উপহার দিন না ঈদে।
ঈদের শুভেচ্ছা জানবেন।

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৪

পরিবেশ বন্ধু বলেছেন: যাকে নিয়ে
********** সনেট
পরিবেশ বন্ধু

আজ মনে হয় তার সনে হবে দেখা
যার ছবি হৃদয় মাঝে রয় যে আঁকা
স্বপ্নের নীড়ে মায়াবি খুব এসে ভিড়ে
তার লাগি উদাসী মৌ কভু অন্ধকারে
চেনা জানা কত ভাবনারা এসে মিশে
তারে নিয়ে হরেক রঙ ছড়ায় আঁশে
সেই ছবি আজিকা শ্রাবন ও বেলায়
নয়নের জলদ্বারায় মন কে রাঙায় ।।

জানি তুমি সঙ সেজে চিরদিন খেলে
আমারে ভুলায়ে রাখ অভিমান জ্বেলে
লুকুচুরি কর কত পাথায়ে নজর
তুমি ছায়া কায়া হও কাঁটায়ে প্রহর
যদিও এ ভালবাসা মনে আঁকা থাকে
জানিনে হে প্রিয়মুখ সেকি মনে রাখে ।।

ঈদ মোবারক ***

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: বর্ষা
পরিবেশ বন্ধু

বাধ ভাঙ্গা ঢেউ আর জলের কুল ধ্বনি
ভাটি বাংলার এক মনোরম সাজ
গ্রামগুলি মনে হয় ভাসমান তরি
অপরূপ দৃশ্যছবি বর্ষায় আজ ।।

ঢেউ কেটে যান সেথা ভ্রমনে
ছুটে যায় কত তীর্থ যাত্রি দল
বউ ঝিদের অবাধ সাতার কলসি ভাসায়ে জলে
আর হাসগুলি ডাক ছেঁড়ে ছিটায় সে জল ।।

কাদাময় পথ আর নাঙা সে চলা
বর্ষার ভেজা সে প্রকৃতি এঁকে
মন রাঙায় মানুষজন
মেঘ রুদ্দুরের আলো ছায়া মেখে ।।

২| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩১

ইমরাজ কবির মুন বলেছেন:
ঈদ মুবারাক বন্ধু ||

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ
ঈদ মোবারক

৩| ০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৩৭

ফালতু বালক বলেছেন: সখি ভালবাসা কারে কয়
জেনেছি সেকথা তোমার প্রেম নিলয়ে ঐ


+++++++

খুব ভালো লাগছে পরিবেশ ভাই।

০৮ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল লাগল জেনে আনন্দিত হলাম
ঈদ মোবারক

৪| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++


ভালো লাগলো!

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ বন্ধু
ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.