নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ঈদ শুভেচ্ছা সবার তরে

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৩

রমজানেরই রোযার শেষে এল খুশির ঈদ







******পরিবেশ বন্ধু কবি



বাঁকা চাঁদ নীল আকাশে

ঈদ মোবারক ঈদ আসে

আনন্দ তাই সব হৃদয়ে

ভেদাভেদ ভুলে যাবে এক হয়ে

নব নব উৎসব উল্লাসে ঐ

একে অপরে মহব্বতে

শান্তির বারতায় সাক্ষাতে

কুলাকুলি করবে প্রানে প্রানে মিশে ঐ

ঘরে ঘরে তাই আনন্দ দ্বারা

নতুন জামা গাঁয়ে ঘুরবে পাড়া

খাবে কত ফিরনি সেমাই মজাসে ঐ

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৭

কাঠফুল বলেছেন: ঈদ মোবারক

০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: শুভ ঈদ শুভেচ্ছা

২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ১১:৫৩

প্রিন্স হেক্টর বলেছেন: ঈদ মোবারক আপু :)

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: আমি কেন আপু ঈদে মাথা কি আউলাইয়া গেছে

৩| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১১

ভাল্লুক আকবর বলেছেন: প্রিন্স হেক্টর আপনার সাহসের তারিফ করতে হয়। আপনি কবি কে আপু বললেন!!!!!! ভয়ে তো আমার হাত পা ঠাণ্ডা হয়ে আসছে। জীবন একটাই এর মায়া করেন আর কবির কাছে ক্ষমা চান।
কবিতা নিয়ে কি আর বলবো। বরাবরের মতই অসধারন। নজরুলের পর আপনাকেই দেখলাম কবিতার মাঝে এত সুন্দর করে ঈদের আনন্দ তুলে ধরতে।
ভাল থাকবেন গুরু।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪২

পরিবেশ বন্ধু বলেছেন: ওর মাথা একটু আউলা



শুভ ঈদ মোবারক

৪| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৮

প্রিন্স হেক্টর বলেছেন: হায় হায় কি কইলাম। স্যরি ভুল জায়গায় কমেন্ট কইরালাইচি

আপনাকে ঈদ মোবারক ভাইয়া :)

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: মাথা খান বাঁশের সাবান দিয়া ডলা দিও
ঈদ মড়ক থুক্কু মোবারক

৫| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৩

দায়িত্ববান নাগরিক বলেছেন: ঈদ মোবারক বন্ধু !:#P

০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৬

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক

৬| ০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৩২

হাতীর ডিম বলেছেন: ঈদ মুবারক কবি। আপনার ঈদ শুভ হোক। পরিবেশ কি পোলা নাকি মাইয়া???

০৯ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: মোরগের ,
ঈদ শুভেচ্ছা

৭| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৯

সবখানে সবাই আছে বলেছেন: আপনার কবিতা পড়ে আমি বুঝতে পারলাম, দাড়ি কমা সেমিকোলন আমাদের বাংলা ভাষার কতটা ক্ষতি করছে। ইচ্ছাকৃত বানান ভুল সম্ভবত আপনার সাহিত্যের একটা অংশ। কবিতার সাথে গোলাপী রঙের গোলাপ ফুলের ছবি এত সুন্দর মানিয়ে গেছে যে মোটের উপর আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে। শুধুমাত্র তাই না, যেখানে বাইষ্টা গান্ধা গোলাপ ফুলের ছবি যথেষ্ট ছিল সেইখানে আপনি গোলাপের পাতা, শিকড় বাকড় মায় মাটির ছবি পর্যন্ত নিয়ে এসে যে ভিজ্যুয়াল এফেক্ট দিয়েছেন তাতে এই বান্দার ঈদের আনন্দ শতগুন বৃদ্ধি পেয়েছে।

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৮

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর চুলচেরা বিশ্লেনের জন্য অনেক ধন্যবাদ
ঈদ মোবারক বন্ধু

৮| ০৯ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:২৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ঈদ মোবারক!!!!!!!!!!!

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ৮:১৯

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ ঈদ মোবারক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.