নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

আনন্দ পাথারে ,ছুয়ে মন অজানায় খুজে সখিরে

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৫



ঈদ আনন্দের ভেলায় চড়ে

************************

সনেট ***

****** পরিবেশ বন্ধু কবি



আজ মনে হল জগতের সব আনন্দ এসে

ভিড় জমেছিল অজানায় হৃদ কাননে

বড় আভিমান নিয়ে ভেলায় চড়ে,

হাওয়া খেতে বেরিয়ে ঢাকার রাস্তায়

কত যে চিত্র আঁকা হয় শুধু নয়নে ।

, উল্লাসে মেতেছিল যত তারুন্যর দল

, অবাক চাহিয়া ভাব ভঙ্গিতে নানান মননে

হয়েছিল সাড়া , উল্লাসে কত প্রেমিক যুগল ।।



হাজার স্বপ্নে আঁকা মানুষের ভিড়ে

ছুঁয়ে ছুঁয়ে মন , তবু এ লগন

এঁকেছিল অনিন্দ্য মনোরম ছবি

দৃশ্যপটে যা কিছু রয় , অলক্ষ্য ভরে

স্বাধীন নজরে, চিত্ত মোহিত স্মৃতিভাস্বরে

আনিল কিছু সুখ হৃদয়ে কবি ।।





বিরহ সংগীত

কাব্য , পরিবেশ বন্ধু কবি

*******



আমি তারে ভুইলা কাটাইলাম বেলা

যে ছিল মোর হৃদয় মাঝে

জেগে সারা বেলা



সখি রে আজও কাঁদে পরান খানি

মধুর ডাক ও কর্ণে শুনি

কিসের লাগি হে অভিমানি

হয়না কথা বলা ঐ



সখিরে চিটি ছিল মনের খুরাক

রাত জাগিয়া হইতাম অবাক

আবার স্বপনে আসিয়া বেবাক

করতে কত লিলা ঐ



সখিরে যদি আবার আস ফিরে

বাধব সুখের স্বপন নীড়ে

থাকবে জুড়ে এই অন্তরে

ভাসাই জীবন ভেলা ঐ

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:২৭

খেয়া ঘাট বলেছেন: মহাকবি মাইকেল মেহেদি কোনোদিন সনেট লিখেননি।

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫০

পরিবেশ বন্ধু বলেছেন:
সখি সনে দেখা
******** সনেট
পরিবেশ বন্ধু


সেই কথা অজানাই থাক রয়ে পড়ে
যার ছবি বুকে আকা দেখ তা নজরে
আজি যত ইতিহাস হবে মনে আঁকা
সবি বন্ধু জমা রবে সখি জনে দেখা
এত কথা এত সুখ জাগায়ে হৃদয়ে
স্বপ্ন হয়ে রয় সখি বন্ধুর আলয়ে
যদি তারে পাওয়া যায় ভাসিয়া ভাল
প্রেম হবে সার্থক জ্বেলে হৃদয়ে আলো ।।

জেন প্রান বন্ধু ক্ষয়ে গেলে সেই আশা
ধরিবে গুন মনে যাবে মিঠে পিপাসা
স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় মিশে
ভালবাসার জয় ধ্বনি রয় ইতিহাসে
ভাবুকের মনে কত রঙ ছবি আঁকা
কবে জানি হবে মোর সখি সনে দেখা ।।

২| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

মেহেদী হাসান '' বলেছেন: মারহাবা! মারহাবা!!

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৫

পরিবেশ বন্ধু বলেছেন: বাস্তবে মেহেদি
সে বড় আজব কারিগর
যে ছিনাইল মানব আত্তার
জাগতিক বাসর
ধন্যবাদ কমেন্টে

৩| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৬

শুঁটকি মাছ বলেছেন: ওয়াও!!!!!!!!!!!!
হাউ সুইট!!!!!!!!!!!!!!!!! :-B :-B :-B :-B :-B

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: হুম , বেশ সে কথা
লাগল মনে ভালো
ধন্য দিলাম শুভেচ্ছা
দূর হোক যত কালো

৪| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৪৬

ভাল্লুক আকবর বলেছেন: গুরু আমি আপনাকে সনেট লিখতে বলেছিলাম আর আপনি লিখেও ফেললেন। আপনার জবাব নাই গুরু। এই ভক্তকে চরণ পাশে ঠাই দিয়েন।

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: অশেষ আন্তরিকতা থাকল
ধন্যবাদ বন্ধু

৫| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ২:০১

বৃতি বলেছেন: পরিবেশ বন্ধু নিকের পেছনে কেন যেন মনে হয় বেশ ট্যালেন্টেড একজন কেউ আছেন ।

সখিরে চিটি ছিল মনের খুরাক
রাত জাগিয়া হইতাম অবাক
আবার স্বপনে আসিয়া বেবাক
করতে কত লিলা ঐ


এই ব্লগের ক'জন এমন লিখতে পারবেন?

বন্ধু আপনি এগিয়ে চলুন । আমি আপনার ব্লগ নিয়মিত পড়ি এবং পড়ব ।

১০ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:২৬

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

৬| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৭

সাকিন উল আলম ইভান বলেছেন: জেবন সার্থক ! !

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭

পরিবেশ বন্ধু বলেছেন: মানুষের জীবন সেটা উপলব্দি এবং উপভোগ করতে সর্ব প্রথম
নিজেকে চিনতে হবে শানিত বিবেককে কাজে লাগিয়ে
ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য

৭| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৪

মামুন রশিদ বলেছেন: বিরহ সঙ্গীত পাঠে ভেঁউ ভেঁউ করে কান্না আসিল.. :(( :(( :((


কভি, এইবার আমারে একটা মিলন সঙ্গীত শুনান । আমি একটু হাসিতে চাই :#) :#) B-))

১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৯

পরিবেশ বন্ধু বলেছেন: যদি আসিবারে কাছে
মধুর এ লগনে
প্রিয় দাও উপহার মধু চুম্ভনে
ভালবাসা তাজা রবে আয়াতনয়নে

সখি

৮| ১০ ই আগস্ট, ২০১৩ বিকাল ৩:০৭

বিডি আমিনুর বলেছেন: বহুত দিন পর ছুনেট পড়ে ধন্য হলাম। ;) ;) ;) ;)

হে বন্ধু আপনি আমাকে নতুন কিছু রবীন্দ্র সঙ্গীত লিখে দিলে চির কৃতজ্ঞ থাকিব।
পিলিচ পিলিচ কিছু নতুন রবীন্দ্র সঙ্গীত লিখে ফেলুন |-) |-) |-)

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

পরিবেশ বন্ধু বলেছেন: রবিন্ত্র সুর কবি গুরুর সৃষ্টি আমি কেন তা নকল করতে যাব
বরং আমার সুর আমার সৃষ্টি আমার স্বতন্ত্র
আমার গানের গিতিকার নাম ।
পরিবেশ বন্ধু বাংলা গিতিকা

৯| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: মেহেদী হাসান '' বলেছেন: মারহাবা! মারহাবা!!

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ , ধন্যবাদ
একি ঈদের আনন্দ
মন ভরে যায়
আজিকার সাড়া জাগল মনে ছন্দ <> ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.