নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

বন্ধুগন ব্লগ আড্ডা ছেড়ে / যাব বহুদুরে ,জ্বালাতন আর ভাল লাগেনা

১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৩০

স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় মিশে



তোমাদের বাড়াবাড়ি বড় সর্বনেশে <><> ??

*******************



হালের সামু ক্রেজ 'পরিবেশ বন্ধু' রেট্রোসপেকটিভ : একটি ব্লগ গুবেশনা মুলক পোশট ।।





আসল ভচ কভি-রাজ পরিবেশ বন্ধু অ্যাকশনঃ :P:P

.

.

.

.

.







.





'পরিবেশ বন্ধু' কে হালকা-পাতলা করে দেখতে গিয়ে মডুরা আজ ব্লগ ছাড়া হওয়ার উপক্রম । পরিবেশ বন্ধু' তার অফিস ল্যাবের কয়েকজন কম্পিউটার এঞ্জিনিয়ারের ভয় দেখিয়ে মডুদের সাবধান করে দিয়েছেন, তার সাথে বেঈমানী করলে তিনি পুরো বাংলাদেশের ইন্টারনেট সুবিধা বন্ধ করে দিবেন ।



মডু সাহেব সাবধান - পরিবেশ বন্ধু :P:P







আসুন 'পরিবেশ বন্ধু' সম্পর্কে আমরা আরও কিছু জানি ।



***পরিবেশ বন্ধুর ভাষণঃ সচেতন নাগরিক মাত্রই দেশ ও স্বাধীনতার জন্য উদ্ভুদ্য রাখে চিত্ত সজাগ,, :P:P



দেশ রক্ষা ও দেশ গড়ায় সুনাগরিকের প্রতি আহবান





**পরিবেশ বন্ধু একজন প্রথম শ্রেনীর কম্পিউটার এঞ্জিন ছাড়াও তিনি 'বাংলাদেশ সাহিত্য পরিষদ' এর সংগ্রামী সভাপতি এবং 'কবি সমাজ বাংলাদেশ ********** সুচেনা বার্তা' এর সম্মানিত সম্পাদক,, :P:P



বাংলাদেশ সাহিত্য পরিষদ



**পরিবেশ বন্ধু একজন স্বঘোষিত 'নজরুল গুবেশক' । কবি নজরুলের জন্মদিন ১১ই জৈষ্ঠ বা ২৫শে মে' হলেও নজরুল গুবেশক পরিবেশ বন্ধু তা পালন করেন ১৫ই মে,,:P:P



আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী





**পরিবেশ বন্ধু'র মডুদের থ্রেট দেয়া পোস্ট নিঃসন্দেহে উনার সেরা পোস্ট । এই পোস্টের আগে উনার সেরা পোস্ট ছিল এটি,, ;) :P



সামু ব্লক জরিফ / সাধু সাবধান =p~ :P



সামু ব্লক জরিফ পড়ে ব্লগার রেজোওয়ানা'র কমেন্ট,,







**পরিবেশ বন্ধু'র সবচেয়ে প্রিয় ব্লগার "এক্সট্রাটেরিস্টিয়াল স্বর্ণা" । স্বর্ণা'কে নিয়ে তার দুইটি ঐতিহাসিক পোস্ট,, ;) :P





১। স্বর্ণার সাথে পরিবেশ বন্ধুর কল্পিত চ্যাট কাহিনী



আজি তার লাগি করি দোয়া / যে ছিল মোর হৃদয়ের ছায়া



২। স্বর্ণা'কে নিয়ে ব্লগার পরিবেশ বন্ধুর জনমত জরিফ,



জনমত জরিফ স্বর্ণার পক্ষে হাত উঠান / মেম থেকে মিসে



এই পোস্ট পড়ে ব্লগার নিমচাঁদ এর কমেন্ট,,





**সামুর মডুদের উপর কভি-রাজ পরিবেশ বন্ধু ভচ ক্যামনে ক্ষেপছেন দেখেন,,



অক্কেরে ফাডায়লামু কৈলাম!!.. :P:P :P







***



সামু ব্লগে কখনোই বিনুদুনের অভাব ছিল না । যুগে যুগে সামুতে এই সব ব্লগার উদিত হয়েছেন বিনুদুনের ভান্ডার নিয়ে ।



তবে অনেকদিন পর ব্লগ সত্যিকার ভাবে জমে উঠেছে । সপ্তাহ খানেক "রেজা ঘটক" ব্লগে ব্যাপক বিনুদুন দিয়েছেন । রেজা ঘটকের রেশ কাটতে না কাটতেই ব্লগে বিনুদুনের এটম ব্যোম নিয়ে হাজির ভচ কভি পরিবেশ বন্ধু ।



ব্লগ বিনুদুন যুগ যুগ জিয়ো.. ;) ;)



__________________________________________________________



রেজা ঘটকের বিনুদুন যারা মিস করেছেন, তাদের জন্যঃ



'রেজা ঘটক' সামুর উদীয়মান ব্র‌্যান্ড নেইম । হাস্যরস করা ঠিক হবে না ।। রেজা ঘটক



আবারো বিয়ে করলেন ওয়াসিম আকরাম রেজা ঘটক



ভাবছি, সামুতে আর লিখব না... রেজা ঘটক







সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...







৮৪৭ বার পঠিত আপত্তিকর ৪ ১০৮ ৯



১০৮টি মন্তব্য

১-১০০ ১০১-১০৮



১০১. ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৬

তুষার আহাসান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~



+ সহ প্রিয়তে।



০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪১

লেখক বলেছেন: ভচ মডু হিসাবে প্রমোশন পাইলে আপনার ব্যাপারটা দেখবে.. রেজা ঘটক





=p~ =p~ :P



১০২. ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৩৮

অনাহূত বলেছেন: =p~ =p~ হ্যাপি বাড্ডে কভি পরিভেশ বন্দুক



০২ রা আগস্ট, ২০১৩ রাত ১০:৪৪

লেখক বলেছেন: বন্দুর দুই খান চুখ

যেন দুই নলা বন্দুক =p~ =p~ :P :P





১০৩. ০২ রা আগস্ট, ২০১৩ রাত ১:২৫

এন এফ এস বলেছেন: মাননীয় স্পিকার আমি ত পরিবেশ বন্ধু হয়া গেলাম :D



১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

লেখক বলেছেন: পুরা ঝাতি আজ মাননীয় স্পীকার হইয়া গেলু :P



১০৪. ০২ রা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫৬

কামরুল আহসান খান বলেছেন: বেহুদাই নাদান পুলাডারে লইয়া টানাটানি লাগাইছেন ;) =p~ =p~



১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: নাদান পুলাডা কিন্তু আসল আবুল মাল ;) :P :P





এক ধমকেই বলগ টারে কাঁপাই দিল ।

**** এমন পোষ্ট আমার ক্যারিয়ারের জন্য হুমকি স্বরূপ নয়কি ?

আর কত এভাবে জ্বালাতন

সবই দেখি এখন প্রহসন ।।

মন্তব্য ৩০ টি রেটিং +০/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪০

বিডি আমিনুর বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০০

পরিবেশ বন্ধু বলেছেন: আসলেই সামুতে এসে ভাল একাঝাক বন্ধুকে পেয়ে আমি ধন্য ,
সুদ্ধ হৃদয় নিংড়ানো অভিনন্দন থাকল্‌
অসংখ্য ধন্যবাদ
বন্ধুগন শুভ ঈদ বয়ে যাক
উৎসব সাজে
আজিকায় শুধুই আনন্দ দ্বারা
এই হৃদয় মাঝে

২| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪২

দায়িত্ববান নাগরিক বলেছেন: আর কত এভাবে জ্বালাতন
সবই দেখি এখন প্রহসন ।।


সহমত বন্ধু !


১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুগন শুভ ঈদ বয়ে যাক
উৎসব সাজে
আজিকায় শুধুই আনন্দ দ্বারা
এই হৃদয় মাঝে

৩| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :-B :-B

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০১

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুগন শুভ ঈদ বয়ে যাক
উৎসব সাজে
আজিকায় শুধুই আনন্দ দ্বারা
এই হৃদয় মাঝে +++

৪| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৪৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বন্ধু রাগ করবেন না, আপনাকে আপন ভেবেই সবাই মজা করে। মনে দুঃখ নেবেন না নিজের মতো লিখে যান!

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০২

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুগন শুভ ঈদ বয়ে যাক
উৎসব সাজে
আজিকায় শুধুই আনন্দ দ্বারা
এই হৃদয় মাঝে

৫| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: না কবি না .... :-/

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০২

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুগন শুভ ঈদ বয়ে যাক
উৎসব সাজে
আজিকায় শুধুই আনন্দ দ্বারা
এই হৃদয় মাঝে

৬| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১০:০৩

মামুন রশিদ বলেছেন: বন্ধু, ঐ পোস্টের লিংক টা আপনার পোস্টে দিয়ে দেন । দেখি কে আপনাকে জ্বালাতন করে ।


স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় মিশে
তোমাদের বাড়াবাড়ি বড় সর্বনেশে !!


আপনি চলে গেলে এমন মধুর স্বর্গীয় কবিতা কোথায় পাব ??

পিলিজ লাগে, ঐ পোস্টের লিংক টা দেন ।

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুগন শুভ ঈদ বয়ে যাক
উৎসব সাজে
আজিকায় শুধুই আনন্দ দ্বারা
এই হৃদয় মাঝে

৭| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১১

মামুন রশিদ বলেছেন: এইটা যদি সেই পোস্ট হয়, তাহলে এখনই আপনার পোস্টে আপডেট দেন । ডাক্তার বেটারে ধরতে হবে :-/


হালের সামু ক্রেজ 'পরিবেশ বন্ধু' রেট্রোসপেকটিভ : একটি ব্লগ গুবেশনা মুলক পোস্ট

এই পোস্ট যে লিখেছে এবং যারা সহযোগীতা করেছে, তাদের কাউকে ছাড়া হবে না :-<

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুগন শুভ ঈদ বয়ে যাক
উৎসব সাজে
আজিকায় শুধুই আনন্দ দ্বারা
এই হৃদয় মাঝে

৮| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১০:৫৫

প্রিন্স হেক্টর বলেছেন: :(( :(( :(( :(( :((

আপনাকে পছন্দ করি। যাইয়েন না। প্লিজ :(

১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৩

পরিবেশ বন্ধু বলেছেন: বন্ধুগন শুভ ঈদ বয়ে যাক
উৎসব সাজে
আজিকায় শুধুই আনন্দ দ্বারা
এই হৃদয় মাঝে

৯| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২২

আর.হক বলেছেন: আসেন ঈদের কোলাকুলি করি

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০

পরিবেশ বন্ধু বলেছেন: আসেন মহব্বতের তরে
বুকে মিশাই বুক
ঈদ আনন্দ বয়ে যাক
হৃদয়ে আসুক সুখ

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১০

পরিবেশ বন্ধু বলেছেন: আসেন মহব্বতের তরে
বুকে মিশাই বুক
ঈদ আনন্দ বয়ে যাক
হৃদয়ে আসুক সুখ

১০| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৫

কান্ডারি অথর্ব বলেছেন:

আপনি চলে গেলে এত সুন্দর সুন্দর কপিতা আমরা কুথায় পাবো !!! :( :( :(( :((

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৩

পরিবেশ বন্ধু বলেছেন: অজানারে জানতে কত যে
বয়ে চলা সময়
কবির কবিতায় বন্ধু হৃদয়ে
স্মৃতি হয়ে জেগে রয়

১১| ১০ ই আগস্ট, ২০১৩ রাত ১১:২৬

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: যেও না কবি

১১ ই আগস্ট, ২০১৩ রাত ১২:১৪

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ থাকলাম কিন্তু
আছি ঢাকা শহরে
যদি মিলে দেখা
শান্তি পাব অন্তরে

১২| ১১ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৪

তুষার আহাসান বলেছেন: লেখক বলেছেন: "বেশ থাকলাম কিন্তু
আছি ঢাকা শহরে
যদি মিলে দেখা
শান্তি পাব অন্তরে"

আহা শান্তি!
"আসেন মহব্বতের তরে
বুকে মিশাই বুক
ঈদ আনন্দ বয়ে যাক
হৃদয়ে আসুক সুখ।"
ঈদ মুবারক!!!!

১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৭

পরিবেশ বন্ধু বলেছেন: ঈদ মোবারক বন্ধু
শুদ্ধ দিলে
আনন্দ বয়ে যাক
রসিকের দিলে

১৩| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

আরজু পনি বলেছেন:

অবশ্যই ব্লগে থাকবেন ।

আমরা যাকে পছন্দ করি তাকেই জ্বালাই ।
এটাকে পজিটিভলী নেয়াই ভালো ।

শুধু বানানের ব্যাপারে আপনাকে সতর্ক হতে হবে আরেকটুখানি ।

ঈদের শুভেচ্ছা রইল ।।

১২ ই আগস্ট, ২০১৩ রাত ২:২০

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ আপু মনে থাকবে সবি
আমিও মানুষ ভ্রান্তি ক্ষমনিয়
দূর থেকে আঁখি শুধুই ভাষা আর ছবি ।।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

ভূতাত্মা বলেছেন: না বন্ধু না..... আপনে যেতে পারেন না..... :(( :(( :((

১৬ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৩

পরিবেশ বন্ধু বলেছেন: আন্তরিকতার জন্য ধন্যবাদ বন্ধু
অয়াও ভয় পাইলাম ।। ।

১৫| ১৮ ই আগস্ট, ২০১৩ ভোর ৬:২০

ভূতাত্মা বলেছেন: আমাকে ভয় পাবেন না বন্ডু। আমি থাকতে সামুতে আপনার কোন ভয় নেই!! :#>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.