নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পরিবেশ বন্ধু *** আমি কবি হতে আসিনি , কবি হয়েই জন্ম নিয়েছি । ।\n

পরিবেশ বন্ধু

আমি এক ঐতিহাসিক নব সৃষ্টি / মুক্ত লিখি দুর্বার দৃষ্টি

পরিবেশ বন্ধু › বিস্তারিত পোস্টঃ

ইসলাম নারিকে দিল তার পরিপূর্ণ সম্মান / মিছে কেন? এত প্রহসন

১১ ই আগস্ট, ২০১৩ রাত ২:১৮

নারির মর্যাদা

**********



এ বিশ্বে মাঝে যত রয় কল্যানকর

অর্ধেক তার গড়িয়াছে নারি অর্ধেক তার নর ""

কাজী নজরুল ইসলাম ।।

*******

ইসলাম নারিকে দিল তার যথাযোগ্য মর্যাদা এবং সমান অধিকার ।

************ পরিবেশ বন্ধু

চেনা মুখ বার্তা

সম্পাদকীয়

****************

তাই বলে এই নয় ,

তসলিমা নাসরিনের মত ভ্রান্ত পথে চলা ?? তার মত আনুসরন করা সম্পূর্ণ শয়তানের শামিল ।।

আল্লাহ তায়ালা ১০ জন পুরুষ কে দুনিয়ায় থাকা সময়েই বেহেস্তের ঘোষণা দিয়েছিলেন ।।

এবং ৪ জন নারিকেও জান্নাতের উচ্ছ মর্যাদায় আসিন করেছিলেন ।।

চার জন সম্মানিতা জান্নাতি নারি হল , হযরত হাওয়া আ , হযরত আছিয়া আ , হজরত মরিয়ম আ এবং নবী রাজ দুলারি হযরত মা ফাতেমা রা আনহুম ।।

নবীজী বলেন যারা জান্নাতে যাইতে ইচ্ছুক তারা যেন মা ফাতেমার জিন্দেগি অনুসরন করেন ।।

আবার হযরত আলি রা বলেন ,

বেহেস্তের নারিদের সর্দার হবেন নবী রাজ দুলারি ফাতেমা রা আনহুম ।

ফাতেমা রাদিয়াল্লাহু আনহুম এর অনুসরন করা মুসলিম তথা সারা দুনিয়ার নারিদের জন্য মুক্তি

এবং কল্যান ।

এখন ফাতেমা রা আনহুম কি করতেন জানি

* তিনি পর্দা করতেন তিনি বলেন পর্দা নারির ভূষণ বা পরিচ্ছদ যা থাকে শয়তানের দৃষ্টি হতে বাচায় ।

* পর্দা করা দায়েমি ফরজ , বেপর্দাশিল নারি কখনও জান্নাতে প্রবেশ করবেনা এবং বেপর্দা শিল

নারির সন্তান হবে শয়তানের সাগ্রেদ বা যালিম ।

* পর্দান শিল নারি এবং তার স্বামী ও তার সন্তান হবে দুনিয়া ও আখেরাতের জন্য আল্লাহর প্রিয় পাত্র ।।

* পর্দা শিল জননীর পায়ে সন্তানের বেহেস্ত ।

* এবং ইসলামের রিতি অনুযায়ী পর্দাশিল নারি হবে আল্লাহর হুকুম আহকাম পালন করার শামিল । হযরত রাবেয়া বছ্রি আ এর মত ।।

* এবং পর্দা শিল মহিলা যা রাধবে যা ছুবে সবই আল্লাহর রহমতের মধ্য গন্য হবে ।।

* এবং পর্দা শীল নারির সামাজিক কাজ কারবার , চাকুরি, সংসার সব কাজে তার সম্মান থাকবে অটুট >> >> <<



উক্তি গুলু হাদিস সংকলন থেকে সংগৃহীত ।।

আসুন আমরা তাদের ইসলামের মর্যাদায় গড়ে তুলি

সবাই শেয়ার করুন মুক্তির বারতায়

নারিও সম্মানিতা সমাজে ইসলাম তারি পথ দেখায় ।।

পরিবেশ বন্ধু কবি

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ ভোর ৫:১৬

সাইফুল আলী বলেছেন: সামু ব্লগের একজন কবি হিসেবে পরিবেশ বন্ধু ভাই কিন্তু খুব একটা খারাপ না :)

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: ধন্যবাদ

২| ১১ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: এ বিশ্বে মাঝে যত রয় কল্যানকর
অর্ধেক তার গড়িয়াছে নারি অর্ধেক তার নর ""
কাজী নজরুল ইসলাম ।।
*******
ইসলাম নারিকে দিল তার যথাযোগ্য মর্যাদা এবং সমান অধিকার ।
************ পরিবেশ বন্ধু

১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

পরিবেশ বন্ধু বলেছেন: কমেন্টে একাত্মতার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.